ফের সরকারি কর্মীদের বেতন বৃদ্ধি (Govt Employee DA) নিয়ে বড় আপডেট। এবার ফিটমেন্ট ফ্যাক্টর (Fitment Factor) বাড়াতে চলেছে সরকার। ফলে সরকারি কর্মীরা মোটা টাকা হাতে পাবেন। বর্তমানে সরকারি কর্মীরা ফিটমেন্ট ফ্যাক্টর পান ২.৫৭ শতাংশ।
সূত্রের খবর, ২০২৩ সালের দ্বিতীয়ার্ধে ডিএ বৃদ্ধির পাশাপাশি সরকার ফিটমেন্ট ফ্যাক্টরও বাড়াতে পারে। ফলে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মূল বেতন বাড়বে। যদিও সরকারের পক্ষ থেকে এখনই এই বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। তবে ফিটমেন্ট ফ্যাক্টর বাড়ানোর দাবি কর্মীদের দীর্ঘদিনের। সেই দাবিকে কেন্দ্রীয় সরকার মান্যতা দিতে পারে বলে খবর।
বেতন কত বাড়বে? ধরা যাক একজন কর্মচারী ৪২০০ টাকার গ্রেড পে-তে মূল বেতন হিসাবে ১৫ হাজার ৫০০ টাকা পান। এইভাবে তার মোট বেতন হবে ১৫,৫০০X২.৫৭ বা ৩৯,৮৩৫ টাকা। ষষ্ঠ সিপিসি ফিটমেন্ট ফ্যাক্টর ১.৮৬ শতাংশ বৃদ্ধির সুপারিশ করেছিল। এদিকে কর্মচারীরা ফিটমেন্ট ফ্যাক্টর ৩.৬৮ শতাংশে উন্নীত করার দাবি করে আসছেন। আর তা বাস্তবায়িত হলে ন্যূনতম বেতন ১৮ হাজার টাকা থেকে বেড়ে ২৬ হাজার টাকা হবে।
এছাড়াও সরকার ২০২৩ সালের দ্বিতীয়ার্ধে মহার্ঘ ভাতা (Dearness Allowance) এবং ডিআর (Dearness Relief) ৪ শতাংশ বাড়িয়ে দিতে পারে। চলতি বছরে যা ৪ শতাংশ বাড়ানো হয়েছে। ফের ৪ শতাংশ বাড়লে ডিএ ৪২ শতাংশ থেকে বেড়ে ৪৬ শতাংশ হবে। এর আগে ২০২২ সালের মার্চ মাসে কর্মচারীদের ডিএ তিন শতাংশ বাড়িয়েছিল সরকার। এই বৃদ্ধির পর কর্মচারীদের মহার্ঘ ভাতা ৩১ শতাংশ থেকে ৩৪ শতাংশ হয়। এরপর দুবার ডিএ বেড়েছে চার শতাংশ করে।
৪৬ শতাংশ হলে ডিএ কতটা বাড়বে ? কেন্দ্রীয় কর্মচারীদের ডিএ ৪৬ শতাংশ হলে তাদের বেতনও অনেকটাই বাড়বে। ধরুন একজন কেন্দ্রীয় কর্মচারীর মূল বেতন ১৮ হাজার টাকা। ৪২ শতাংশের হিসেবে সেই DA হবে ৭৫৬০ টাকা। অন্যদিকে, দ্বিতীয়ার্ধে যদি ডিএ ৪৬ শতাংশে বাড়ে, তাহলে তা ৮,২৮০ টাকা হয়ে যাবে। অর্থাৎ প্রতি মাসে বেতন ৭২০ টাকা বৃদ্ধি পাবে। সরকার সেপ্টেম্বর বা অক্টোবরে দ্বিতীয়ার্ধের জন্য ডিএ বৃদ্ধির অনুমোদন দেয়। তবে এবার অগাস্টে ঘোষণার সম্ভাবনা রয়েছে।