Advertisement

EPFO: দোলের উপহার বর্ধিত পেনশন স্কিম! ফায়দা এই শ্রেণির কর্মীদের

New Pension Scheme: দোলের আগে নতুন পেনশন স্কিম আনার ভাবনাচিন্তা করছে EPFO। মার্চের বৈঠকেই হতে পারে সিদ্ধান্ত।

হোলির আগে নতুন পেনশন প্রকল্পের ঘোষণা!
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 20 Feb 2022,
  • अपडेटेड 6:12 PM IST
  • হোলির আগে বড় উপহার!
  • নতুন পেনশন প্রকল্পের ঘোষণা হতে পারে।
  • মাসিক বেসিক বেতন ১৫ হাজারের টাকা বেশি হলে সুবিধা।

দোলের উপহার পেতে চলেছেন কর্মীরা। মাসে ১৫ হাজার টাকার বেশি বেসিক বেতন  (Monthly Basic Salary)পান এমন কর্মীদের জন্য শুরু হবে নতুন পেনশন প্রকল্প  (New Pension Scheme)। এই আয়ের কর্মীরা দীর্ঘদিন ধরেই বেশি পেনশনের দাবি করে আসছিলেন। সেই দাবিই পূরণ হতে চলেছে বলে খবর।  

সংবাদ এজেন্সি পিটিআই একটি রিপোর্টে জানিয়েছে, কর্মচারীদের পেনশন প্রকল্প নিয়ে ভাবনাচিন্তা করছে অবসর তহবলি সংক্রান্ত সংস্থা ইপিএফও (EPFO)। এই প্রকল্পে ভাবা হচ্ছে সেই সব কর্মীদের কথা যাঁদের মাসিক বেসিক বেতন ১৫,০০০ টাকার বেশি এবং কর্মচারী পেনশন স্কিম ১৯৯৫-র (EPS-95) অন্তর্ভুক্ত নন। 

বর্তমান ব্যবস্থা

এখন সংগঠিত ক্ষেত্রের সকল কর্মীরা ইপিএস-৯৫ প্রকল্পের আওতাধীন, যাঁদের চাকরিতে যোগদানের সময় বেসিক বেতন (বেসিক বেতন +মহার্ঘ ভাতা) ১৫ হাজার টাকার বেশি ছিল। 

প্রস্তাবে বিবেচনা

সূত্র উদ্ধৃত করে পিটিআই-র দাবি, Employees’ Provident Fund Organisation (EPFO) সদস্যরা পেনশন খাতে বেতনের বেশি অংশ দিতে চাইছেন। যাতে অবসরের পর বেশি অর্থ ঘরে আসে। বহু কর্মীর দাবি (Pension Hike Demand), অধিক পেনশন পেতে বেতনের বেশি অংশ দিতে চান তাঁরা। সেই দাবিকে গুরুত্ব দিয়ে নতুন পেনশন প্রকল্প (New Pension Scheme) বা নতুন পেনশন পণ্য  (New Pension Product) নিয়ে আসার ভাবনা ইপিএফও-র। আগামী মাসের বৈঠকে এব্যাপারে আলোচনা হতে পারে। 

আরও পড়ুন- ম্য়ানেজার-সহ একাধিক শূন্য পদে সরকারি চাকরি, মাইনে ৩৯,০০০ টাকা

মার্চেই সিদ্ধান্ত

রিপোর্ট অনুযায়ী ইপিএফও-র চূড়ান্ত সিদ্ধান্ত নেয় সেন্ট্রাল বোর্ড অব ট্রস্টিজ (CBT)। ১১ ও ১২ মার্চ বৈঠকে বসবে তারা। ওই বৈঠকে পেনশন প্রকল্প সংক্রান্ত প্রস্তাব (Proposal Of New Pension Scheme) নিয়ে আলোচনা হওয়ার কথা। এ সংক্রান্ত রিপোর্ট দেবে সিবিটি-র কর্তৃক গঠিত একটি কমিটি। ২০২১ সালের নভেম্বরে ওই কমিটি গঠন করা হয়েছিল। 

Advertisement

সুদের হার নিয়ে সিদ্ধান্ত

সিবিটি-র বৈঠকে ২০২১-২২ অর্থবর্ষের সুদের হার নিয়ে সিদ্ধান্তও হওয়ার কথা। কেন্দ্রীয় শ্রমমন্ত্রী ভূপেন্দ্র যাদব একথা আগেই জানিয়েছেন। এর আগে ২০২১ সালের মার্চে ২০২০-২১ অর্থবর্ষের জন্য ইপিএফ ডিপোজিটে ৮.৫ শতাংশ সুদের হার ঘোষণা করেছিল সিবিটি।   

আরও পড়ুন- হাতের কাছেই ইলেকট্রিক গাড়ির চার্জিং স্টেশন, বড় ঘোষণা IO-র


Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement