Advertisement

Bank Holiday October: অক্টোবরে ঢালাও ছুটি ব্যাঙ্কের, ২১ দিন থাকবে বন্ধ, দেখুন তালিকা

আরবিআই-এর অক্টোবরের ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, চলতি মাসে দুর্গা পূজা, দশেরা, দীপাবলি, ইদের ছুটি রয়েছে। গান্ধী জয়ন্তী এবার রবিবার পড়েছে। এমনিতেও সাপ্তাহিক ছুটি। একেক এক রাজ্যে এবং শহরে ব্যাঙ্ক ছুটির দিন আলাদা।

অক্টোবরে ব্যাঙ্কের ছুটির তালিকা।
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 25 Sep 2022,
  • अपडेटेड 8:54 PM IST
  • আরবিআই-এর অক্টোবরের ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, চলতি মাসে দুর্গা পূজা, দশেরা, দীপাবলি, ইদের ছুটি রয়েছে।
  • একেক এক রাজ্যে এবং শহরে ব্যাঙ্ক ছুটির দিন আলাদা।

দেশজুড়ে শুরু হয়ে গিয়েছে উৎসব। সোমবার থেকে নবরাত্রির সূচনা। অক্টোবর মাস জুড়ে রয়েছে উৎসব। স্বাভাবিকভাবে ব্যাঙ্কগুলি ছুটি থাকবে। ফলে গুরুত্বপূর্ণ কাজ থাকলে ছুটি তালিকা দেখে বেরোন, নইলে বন্ধ দরজা থেকে ফিরতে হবে। অক্টোবর মাস শুরু হচ্ছে ৯ দিনের ছুটি দিয়ে। তার পর গোটা মাসে মোট ২১ দিন ব্যাঙ্কগুলিতে কোনও কাজ থাকবে না।

আরবিআই-এর অক্টোবরের ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, চলতি মাসে দুর্গা পূজা, দশেরা, দীপাবলি, ইদের ছুটি রয়েছে। গান্ধী জয়ন্তী এবার রবিবার পড়েছে। এমনিতেও সাপ্তাহিক ছুটি। একেক এক রাজ্যে এবং শহরে ব্যাঙ্ক ছুটির দিন আলাদা।  বিভিন্ন রাজ্যের উৎসব অনুযায়ী ছুটি আলাদা। তবে ব্যাঙ্কের শাখা বন্ধ থাকলেও অনলাইন পরিষেবায় কোনও বাধা নেই। অনলাইনে লেনদেন চালিয়ে যেতে পারবেন গ্রাহকরা। 

অক্টোবর মাসে ব্য়াঙ্কের ছুটির সম্পূর্ণ তালিকা- 

১ অক্টোবর - অর্ধবার্ষিক বন্ধ । সিকিম।
২ অক্টোবর - গান্ধী জয়ন্তী
৩ অক্টোবর - দুর্গাপুজোর মহাষ্টমী। সিকিম, ত্রিপুরা, পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খন্ড, কেরল, বিহার এবং মণিপুর।
৪ অক্টোবর - দুর্গাপূজো দশেরা/ শঙ্করদেবের জন্মবার্ষিকী। কর্নাটক, ওড়িশা, সিকিম, কেরল, বাংলা, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, বিহার, ঝাড়খণ্ড, অসম, বিহার এবং মেঘালয়। 
৫ অক্টোবর - দুর্গাপুজো (বিজয়া দশমী)। মণিপুর ছাড়া সারা দেশে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
৬ অক্টোবর - দুর্গাপুজো। গ্যাংটক।
৭ অক্টোবর - দুর্গাপুজো। গ্যাংটক।
১৩ অক্টোবর - করভা চৌথ। শিমলা।
১৪ অক্টোবর - ইদ-এ-মিলাদ-উন-নবী। জম্মু ও শ্রীনগরে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
১৮ অক্টোবর - কটি বিহু। গুয়াহাটি।
২৪ অক্টোবর - কালী পুজো/নরক চতুর্দশী/দিওয়ালি/লক্ষ্মী পুজো-  হায়দরাবাদ, ইম্ফল এবং গ্যাংটক ছাড়া দেশের অন্যান্য শহরে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
২৫ অক্টোবর - লক্ষ্মী পূজা/দিওয়ালি/গোবর্ধন পুজো। গ্যাংটক, হায়দরাবাদ,ইম্ফল এবং জয়পুরে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
২৬ অক্টোবর - ভাইফোঁটা। আমদাবাদ, বেঙ্গালুরু, বেলাপুর, দেরাদুন, গ্যাংটক, জম্মু, কানপুর, লখনউ, মুম্বই, নাগপুর, শিলং এবং সিমলায় ব্যাঙ্ক বন্ধ থাকবে।
২৭ অক্টোবর - ভাই দুজ/চিত্রগুপ্তের উৎসবে। লখনৌ, কানপুর, ইম্ফল এবং গ্যাংটকে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
৩১ অক্টোবর - সর্দার বল্লভভাই জয়ন্তী। আমদাবাদ, পটনা এবং রাঁচিতে ব্যাঙ্ক বন্ধ। 

Advertisement

ব্যাঙ্কগুলি ৮ অক্টোবর এবং ২২ অক্টোবর দ্বিতীয় এবং চতুর্থ শনিবার বন্ধ থাকবে। ২, ৯, ১৬, ২৩ এবং ৩০ অক্টোবর রবিবার সাপ্তাহিক ছুটি থাকবে ব্যাঙ্ক  কর্মীদের। 

আরও পড়ুন- মাহিন্দ্রা ফাইনান্সের বিরুদ্ধে কড়া পদক্ষেপ RBI-র

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement