প্রতিবছরই অক্টোবর দেশজুড়ে উৎসবের মাস। সদ্য শেষ হল নবরাত্রি ও দুর্গাপুজো। এর পর আসছে ধনতেরাস, কালীপুজো, দীপাবলি ও ভাইফোঁটা। বাজারে এখন ভিড়। চলছে কেনাকাটা। আর উৎসব মানে বাড়তি পাওনা ছুটি। এ বছর অক্টোবর মাস ছুটিই-ছুটি। আগামী ১৫ দিনও তার ব্যত্যয় হবে না।
ব্যাঙ্কে কোনও কাজ থাকলে দেখেশুনে করতে হবে। হাতে সময় কম। কারণ একাধিক ছুটি রয়েছে। তাই ব্যাঙ্কে যাওয়ার আগে ছুটির তালিকা দেখে নেওয়া দরকার। আগামী ১৫ দিনে সারাদেশে মোট ১০ দিন ব্যাঙ্ক ছুটি থাকবে।
১৫ অক্টোবরের পরে ছুটির ক্যালেন্ডারের দিকে তাকালে দেখা যাবে দীপাবলি, গোবর্ধন পুজো এবং ভাইফোঁটা উপলক্ষে ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে। রাজ্য এবং শহর অনুযায়ী ছুটির দিন আলাদা। গুরুত্ব দেওয়া হয়েছে সেই সব রাজ্যের উৎসবকে। তবে উৎসবের মরসুমে ব্যাঙ্কের শাখা বন্ধ থাকলেও এই সময়ে অনলাইনে ব্যাঙ্কিং সংক্রান্ত কাজ করা যাবে। অনলাইন ব্যাঙ্কিংয়ের মাধ্যমে সহজেই যে কোনও ধরনের লেনদেন করা যায়।
১৬ অক্টোবর - রবিবার।
১৮ অক্টোবর - কটি বিহু। অসম।
২২ অক্টোবর- চতুর্থ শনিবার।
২৩ অক্টোবর - রবিবার।
২৪ অক্টোবর - কালী পুজো/ভূত চতুর্দশী/দিওয়ালি/লক্ষ্মী পুজো- হায়দরাবাদ, ইম্ফল এবং গ্যাংটক ছাড়া দেশের অন্যান্য শহরে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
২৫ অক্টোবর - লক্ষ্মী পুজো/দিওয়ালি/গোবর্ধন পুজো। গ্যাংটক, হায়দরাবাদ,ইম্ফল এবং জয়পুরে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
২৬ অক্টোবর - ভাইফোঁটা। আমদাবাদ, বেঙ্গালুরু, বেলাপুর, দেরাদুন, গ্যাংটক, জম্মু, কানপুর, লখনউ, মুম্বই, নাগপুর, শিলং এবং সিমলায় ব্যাঙ্ক বন্ধ থাকবে।
২৭ অক্টোবর - ভাই দুজ/চিত্রগুপ্তের উৎসব। লখনৌ, কানপুর, ইম্ফল এবং গ্যাংটকে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
৩০ অক্টোবর - রবিবার।
৩১ অক্টোবর - সর্দার বল্লভভাই জয়ন্তী। আমদাবাদ, পটনা এবং রাঁচিতে ব্যাঙ্ক বন্ধ।
মাসের প্রথম এবং তৃতীয় শনিবার খোলা থাকে ব্যাঙ্ক৷ তাই শনির যাঁদের ছুটি তাঁরা ওই দিন ব্যাঙ্কের কাজ সেরে ফেলতে পারেন।
আরও পড়ুন- 'অসাধারণ, বাকিরা শিখতে পারে,' কেন্দ্রের এই প্রকল্পে পঞ্চমুখ IMF