Advertisement

রিলায়েন্সের হাতেই Big Bazaar! ফিউচারের সভাকে 'অবৈধ' বলল Amazon

Reliance Vs Amazon: শুরু থেকে রিলায়েন্সের সঙ্গে ফিউচার গ্রুপের ২৪ হাজার ৭১৩ কোটি টাকার চুক্তির বিরোধিতা করে আসছিল আমাজন। তাদের আশঙ্কা, ফিউচারের বৈঠকেই রিলায়েন্সের হাতে বিগ বাজার তুলে দেওয়া হবে।

বিগবাজার নিয়ে টানাটানি।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 16 Apr 2022,
  • अपडेटेड 8:02 PM IST
  • শেয়ারহোল্ডার ও ঋণদাতাদের সভা ডাকল ফিউচার।
  • বেআইনি বলল আমাজন।
  • বিগ বাজার নিয়ে টানাটানি।

বিগ বাজার নিয়ে বিবাদ এখনও অব্যাহত। রিলায়েন্স ও আমাজনের টানাটানির অবসানও এখনও হয়নি। এর মধ্যেই আগামী সপ্তাহে শেয়ারহোল্ডার ও ঋণদাতাদের সঙ্গে বৈঠকে বসতে চলেছে কিশোর বিয়ানির নেতৃত্বাধীন ফিউচার রিটেল লিমিটেড (FRL)। ওই বৈঠকেই মনে করা হচ্ছে বিগ বাজারের ভবিষ্যৎ স্থির হতে পারে। সবপক্ষের সম্মতিতে মুকেশ অম্বানির রিলায়েন্স রিটেলকে গ্রুপের সম্পত্তি বিক্রির অনুমতি দেওয়া হতে পারে। কিশোর বিয়ানির সংস্থা জানিয়েছে, জাতীয় কোম্পানি ট্রাইব্যুনালের নির্দেশ মেনে বৈঠক ডাকা হয়েছে।

সভাকে 'অবৈধ'ঘোষণা করেছে আমাজন

শুরু থেকে রিলায়েন্সের সঙ্গে ফিউচার গ্রুপের ২৪ হাজার ৭১৩ কোটি টাকার চুক্তির বিরোধিতা করে আসছিল আমাজন। তাদের আশঙ্কা, ফিউচারের বৈঠকেই রিলায়েন্সের হাতে বিগ বাজার তুলে দেওয়া হবে। আর সেজন্য তারা বৈঠককে বেআইনি বলেছে। কিশোর বিয়ানি এবং অন্যান্য প্রোমোটারদের কাছে একটি ১৬ পাতার চিঠি পাঠিয়েছে তারা। সংস্থার দাবি, ২০১৯ সালে আমাজন বিনিয়োগের সময় শর্ত দিয়েছিল। সেই শর্ত অনুযায়ী বিগ বাজারের সম্পত্তি বিক্রি করতে পারবে না ফিউচার। আর বিবাদের মীমাংসা হবে সিঙ্গাপুরের ট্রাইব্যুনালে। 

দাবি খারিজ ফিউচারের

আমাজনের দাবি খারিজ করে দিয়েছে ফিউচার। তাদের দাবি, ন্যাশনাল কোম্পানি আইন ট্রাইব্যুনালের (এনসিএলটি) ফিউচার রিটেলের (এফআরএল) ২৮ ফেব্রুয়ারির নির্দেশ মেনেই বৈঠক ডাকা হয়েছে। 

২০ এপ্রিল অনুষ্ঠিত হবে সভা

শেয়ারহোল্ডারদের নিয়ে সভা হবে ২০ এপ্রিল। এবং ঋণদাতাদের সঙ্গে ২১ এপ্রিল সভা হওয়ার কথা৷ এই দুই সভাতে রিলায়েন্সের সঙ্গে প্রস্তাবিত ২৪,৭১৩ কোটি টাকার চুক্তির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

বিবাদের কারণ

২০২০ সালে ফিউচার রিটেল ঘোষণা করেছিল,২৪,৭১৩ কোটি টাকায় বিগ বাজারের সমস্ত ব্যবসা কিনবে রিলায়েন্স। আমাজন তখন থেকেই এই প্রস্তাবিত চুক্তির বিরোধিতা করে আসছে। আমাজন জানায়, ২০১৯ সালের চুক্তি খেলাপ করেছে ফিউচার। ২০০ মিলিয়ন মার্কিন ডলার দিয়েছে ভারতীয় রিটেল সংস্থাকে। ওই চুক্তি অনুযায়ী, সম্পত্তি কাউকে বেচতে পারবে না ফিউচার গোষ্ঠী।  

Advertisement

সুপ্রিম কোর্টে মামলা চলার সময়ে গত ২৫ ফেব্রুয়ারি ফিউচারের রিটেল স্টোরে আচমকা হানা দেন রিলায়েন্সের আধিকারিকরা। বিগ বাজার স্টোরগুলির লিজের নথি নিজেদের নামে করেছে তারা। সেগুলি নাম বদলে স্মার্ট বাজার করার পরিকল্পনা করেছে রিলায়েন্স। ফিউচার গোষ্ঠী ও রিলায়েন্সকে জালিয়াত বলে তোপ দাগে আমাজন। শীর্ষ আদালতে ফিউচার গোষ্ঠী জানায়, বিগ বাজারের স্টোরগুলির ভাড়া মেটানোর মতো অর্থ তাদের হাতে নেই। সেগুলি তাই নিজের নামে করে নিয়েছে রিলায়েন্স। বলে রাখি, দেনায় ডুবে রয়েছে ফিউচার রিটেল। জানুয়ারিতে ৩৪৯৪.৫৬ কোটি টাকা ঋণ খেলাপ করেছে তারা। দেনার বোঝা নিয়ে বিগ বাজার চালাতে পারছে না ফিউচার। আদালতে তারা জানিয়েছে, আমাজন ১৪০০ কোটি টাকা দিয়ে ২৬ হাজার কোটি টাকার সংস্থাকে ধ্বংস করেছে। 

আরও পড়ুন- দেখতে দুর্ধর্ষ, হেলমেট না পরলে স্টার্টই হবে না এই স্কুটার

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement