Advertisement

Brainstorm Budget 2022: ভারতে Cryptocurrency-র ভবিষ্যত্‍ কী? বিশেষজ্ঞরা যা জানালেন...

Future Of Cryptocurrency: ক্রিপ্টো কারেন্সির লেনদেনের উপর কর ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। কীভাবে তা চালু করা যাবে?

ক্রিপ্টো কারেন্সির ভবিষ্যৎ কী?
Aajtak Bangla
  • কলকাতা,
  • 18 Feb 2022,
  • अपडेटेड 5:09 PM IST
  • ক্রিপ্টো কারেন্সির ভবিষ্যৎ কী?
  • লেনদেনে কর নেওয়া কতটা বাস্তবসম্মত?
  • কী বলছেন বিশেষজ্ঞরা?

ভারতে ক্রিপ্টো কারেন্সির ভবিষ্যৎ কী? শুক্রবার এনিয়েই আলোচনা হল আজতকের সহযোগী ওয়েবসাইট বিজনেস টুডে-তে। 'Brainstorm Budget 2022' শীর্ষক বিতর্কে বিশেষজ্ঞরা ক্রিপ্টো কারেন্সি নিয়ে নিজেদের মতামত দিয়েছেন। 

The Future Of Crypto with Aayush Ailawadi সেশনে অংশ নিয়েছিলেন uTrade Solutions-র সিইও কুণাল নন্দওয়ানি (Kunal Nandwani), Laxmikumaran & Sridharan-র এক্সিকিউটিভ পার্টনার  এল বদ্রী নারায়ণ (L. Badri Narayanan), Fintech Future-র সঞ্জয় ফাডকে (Sanjay Phadke) এবং Policy 4.0-র সিইও তনভি রত্ন (Tanvi Ratna)।   
বদ্রী নারায়ণ বলেন,'বাজেটে ক্রিপ্টো কারেন্সির উপর কর ঘোষণা করা হয়েছে। তবে তা বাস্তবায়িত করা বেশ কঠিন। প্রতিটি লেনদেনে ক্রেতা ও বিক্রেতার পরিচয় জানা দুষ্কর।' বিটকয়েনের মূল্যও পরিবর্তনশীল বলে মনে করিয়ে দিয়েছেন তিনি। তাঁর কথায়,'কীভাবে বিটকয়েনের আসল মূল্য জানতে পারবেন। ফলে কর আদায়ে সরকারকে অনেকটা পথ হাঁটতে হবে।' সহমত পোষণ করেছেন তনভি রত্নও। তাঁর মতে, ক্রিপ্টো কারেন্সিকে নিয়ন্ত্রণ করা সহজ নয়। কর ঘোষণার পরই ক্রিপ্ট কারেন্সি বিদেশে স্থানান্তরিত করা হয়েছে।     

সঞ্জয় ফাডকে জানান,'ক্রিপ্টো কারেন্সি না বলে ক্রিপ্টো সম্পত্তি বলা উচিত। এখন তো ডিজিটাল পেমেন্ট করছি আমরা। এমনকি জনধন অ্যাকাউন্টের মাধ্যমেও ডিজিটাল ওয়ালেট ব্যবহার যাচ্ছে।'  

কুণাল নন্দওয়ানির কথায়,'আরবিআই-র সিডিবিএস এখনও চালু আছে। পেটিএম, গুগল পে ব্যবহার করেছেন সাধারণ মানুষ। সিডিবিএস-র উদ্দেশ্য সঠিক হলেও এখন ইউপিআই ব্যবহার করা যেতে পারে।' যোগ করেন,'বিটকয়েনের জায়গা সিডিবিএস নিতে পারবে না। কারণ ব্লকচেইন ব্যবস্থায় এটা কাজ করে না। আর অন্য কোনও সংস্থাকে তা ব্যবহারও করতে দেবে না কেন্দ্রীয় ব্যাঙ্ক।'     

ওয়েব ৩.০ নিয়েও চর্চা চলে এই সেশনে। তনভি জানান,'আমি ওয়েব ৩-র তিনটি বাস্তব সমস্যার জন্য প্রস্তুত নই।' সরকারকে নিজের অবস্থান স্পষ্ট করতে হবে বলে মত বদ্রীর। সঞ্জয়ের কথায়,'এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ সময়।' 

Advertisement

কোভিডের পর অনেক কিছুর পরিবর্তন হয়েছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। তাঁদের বক্তব্য, বিকেন্দ্রীকরণ শুরু হয়েছে। নেটফ্লিক্স হয়ে উঠেছে বিনোদনের মাধ্যম। ৫জি আসার কথা হচ্ছে। এখন চিপের অভাব বাজারে। কারণে সব ক্ষেত্রেই দরকার পড়ছে। 

আরও পড়ুন- আরও বাড়ল সোনা-রুপোর দাম, ৫০ হাজার পেরোল হলুদ ধাতু

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement