বাজেট ২০২২: এবার উত্তরপ্রদেশ এবং পঞ্জাব সহ ৫ রাজ্যে বিধানসভা নির্বাচন ভোট। তার আগে সাধারণ বাজেট পেশ হতে চলেছে। সম্প্রতি ৩টি কৃষি আইন নিয়ে কৃষকদের চরম অসন্তোষের মুখে পড়েছে সরকার। কৃষকদের দীর্ঘ আন্দোলনের কারণে সরকার আপাতত পিছু হটেছে। এমন পরিস্থিতিতে সরকার এই বাজেটকে কাজে লাগিয়ে কৃষকদের জন্য বড় ঘোষণা করতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।
৩ কৃষি আইনের সবচেয়ে বেশি বিরোধিতা পঞ্জাব এবং উত্তরপ্রদেশের মতো প্রধান নির্বাচনী রাজ্যগুলিতে হয়েছে। এই অবস্থায় কৃষকদের মন জয় করতে সরকার এই বাজেটে বড় কিছু ঘোষণা করতে পারে।
আরও পড়ুন : ব্রিটিশ আমলের এই ৪ আইন এবার বদলে দিতে চলেছে মোদী সরকার
এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল সরকারের কিষাণ সম্মান নিধি যোজনা (PM-Kisan) এর অধীনে কৃষকদের দেওয়া বার্ষিক সহায়তা বাড়ানো হতে পারে। এই মুহূর্তে ক্ষুদ্র কৃষকরা এই প্রকল্পের সুবিধা পাচ্ছেন, সরকারও এই প্রকল্পের পরিধি বাড়াতে পারে।
আরও পড়ুন : পেনশন নিয়ে বড় আপডেট EPFO-র! ঘরে বসেই জমা করতে পারবেন এই সার্টিফিকেট
বর্তমানে, সরকার ২০০০ টাকার তিনটি কিস্তিতে কৃষকদের বার্ষিক ৬০০০ টাকা আর্থিক সহায়তা দেয়। সরকার এটি বার্ষিক ৮০০০ থেকে ১০০০০ টাকা করতে পারে৷ বর্তমানে, উত্তরপ্রদেশে প্রায় ২.৮ কোটি কৃষক এবং পঞ্জাবের ২৮ লক্ষ কৃষক এই প্রকল্পের সুবিধা পাচ্ছেন।