অবৈধ ও নগদ লেনদেনে রাশ টানতে কেন্দ্রীয় সরকার চলতি বছরের শুরুতেইবেশ কয়েকটি নিয়মের সংশোধন করেছিল। তখন জানানো হয়েছিল, নির্দিষ্ট পরিমাণের বেশি টাকা লেনদেন করলে ১০০ শতাংশ টাকা পর্যন্ত জরিমানাও হতে পারে। সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্সেসের তরফে এও জানানো হয়েছিল, কোনও ব্যক্তি ২০ লাখের বেশি টাকা জমা করতে চাইলে তাঁকে আধার ও প্যান কার্ডের তথ্য দিতে হবে।
এর আগে ৫০ হাজার টাকার বেশি জমা করতে গেলে প্যানের তথ্য দিতে হত। কিন্তু বছরে সেই ব্যক্তি কতটাকা জমা করতে পারবেন তা নিয়ে নির্দিষ্ট কোনও নিয়ম ছিল না। কিন্তু নতুন নিয়ম অনুযায়ী, একজন ব্যক্তি যদি একই বছরে একের বেশি ব্যাঙ্কে টাকা জমা করেন তাহলে তাঁর আধার ও প্যানের তথ্য দিতেই হবে।
কিন্তু যাদের প্যানকার্ড নেই তাঁদের দিনে ৫০ হাজার টাকা বা বছরে ২০ লাখ টাকার লেনদেন করতে পারবেন না। তাই ওই অঙ্কের টাকা লেনদেন করতে হলে প্যান কার্ড বানানো বাধ্যতামূলক।
কালো টাকা আটকানোর জন্য সরকার আরও কতগুলি পদক্ষেপ করেছেন। সেগুলি কী কী ? দেখে নেব একনজরে।