Advertisement

Crorepati Penny Stock: ১ লাখে রিটার্ন ১৩ কোটি টাকা, ১৫ মাসে ধনকুবের বানিয়ে দিয়েছে এই স্টক

শেয়ারবাজারে একাধিক মাল্টিব্যাগার স্টক রয়েছে। বড় সড় লিস্ট রয়েছে এই ধরনের স্টকের। আর আজ এমন একটা স্টক সম্পর্কে জানাব, যেটি বিনিয়োগকারীদের কোটিপতি করে দিয়েছে। ভাবছেন স্টকটির নাম কী? তাহলে শুনুন, আমরা Shri Adhikari Brothers Television স্টকের কথা বলছি। এই স্টকটি ১৫ মাসেই কোটিপতি করেছে বিনিয়োগকারীদের। এতে প্রফিট হয়েছে প্রায় ১.৩৬ লক্ষ শতাংশ।

কোটিপতি করেছে এই স্টককোটিপতি করেছে এই স্টক
Aajtak Bangla
  • কলকাতা,
  • 08 Jan 2026,
  • अपडेटेड 11:21 AM IST
  • শেয়ারবাজারে একাধিক মাল্টিব্যাগার স্টক রয়েছে
  • এই স্টকটি ১৫ মাসেই কোটিপতি করেছে বিনিয়োগকারীদের
  • এতে প্রফিট হয়েছে প্রায় ১.৩৬ লক্ষ শতাংশ

শেয়ারবাজারে একাধিক মাল্টিব্যাগার স্টক রয়েছে। বড় সড় লিস্ট রয়েছে এই ধরনের স্টকের। আর আজ এমন একটা স্টক সম্পর্কে জানাব, যেটি বিনিয়োগকারীদের কোটিপতি করে দিয়েছে। ভাবছেন স্টকটির নাম কী? তাহলে শুনুন, আমরা Shri Adhikari Brothers Television স্টকের কথা বলছি। এই স্টকটি ১৫ মাসেই কোটিপতি করেছে বিনিয়োগকারীদের। এতে প্রফিট হয়েছে প্রায় ১.৩৬ লক্ষ শতাংশ।

১৫ মাসে মিলিয়নিয়ার হয়েছেন

শ্রী অধিকারী ব্রাদারের শেয়ার সেই স্টকগুলির মধ্যে অন্যতম, যেগুলি কম সময়ের মধ্যেই দারুণ রিটার্ন দিয়েছে। অন্যভাবে বললে, এটি একটা সাধারণ স্টক নয়, বরং এটা হল টাকা ছাপানোর যন্ত্র।

কেন বলছি এমন? তাহলে শুনুন, ১৫ মাস আগে ১১ সেপ্টেম্বর ২০২৩ এই স্টকের দাম ছিল ১.৩০ টাকা। আর সেটাই গতকাল পৌঁছে যায় ১৭৭০ টাকায়। তাহলে বুঝতে পারছেন দাম ঠিক কতটা বেড়েছে।

১ লক্ষ হয়েছে ১৩ কোটি টাকা

এই স্টকটি দারুণ রিটার্ন দিয়েছে মাত্র ১৫ মাসেই। এই মাল্টিব্যাগার স্টক ১,৩৬,০৫৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এই স্টকে কোনও ব্যক্তি যদি ১১ সেপ্টেম্বর ২০২৩ সালে ১ লক্ষ টাকা বিনিয়োগ করতেন, তিনি রিটার্ন পেতেন ১৩৬১৫৩০০০ টাকা। অর্থাৎ সোজা ভাষায় আপনার ১ লক্ষ টাকা হয়ে যেত ১৩ কোটি টাকা।

৫ বছরে ৮৯৬০০ শতাংশ রিটার্ন

শুধু ১৫ মাস নয়, বরং ৫ বছরেও দারুণ রিটার্ন দিয়েছে এই স্টক। ২০২১ সালের ৪ জানুয়ারি এর দাম ছিল ১.৯০ টাকা। তবে ৩ টাকা পৌঁছতে অনেক দিন সময় লাগিয়ে দেয়।

আর নভেম্বর ২৯, ২০২৪-এ এর দাম পৌঁছে যায় ১৯৩২ টাকায়। সেই কারণেই মার্কেটে এই স্টক নিয়ে এত চর্চা।

এই সংস্থা কী করে?

১৯৯৪ সালে প্রতিষ্ঠা করে শ্রী অধিকারী ব্লাদার্স টেলিভিশন নেটওয়ার্ক লিমিটেড। এটা একটা মিডিয়া কোম্পানি। এটি একটি স্মলক্যাপ সংস্থা। এর মার্কেট ক্যাপ ৪৩৩০ কোটি টাকা।

বিদ্র: এই নিবন্ধটি পড়ে আবার স্টক কিনবেন না বা বিনিয়োগ করবেন না। এটি খবর দেওয়ার এবং শিক্ষার উদ্দেশ্যে লেখা হয়েছে। কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন। এছাড়া নিজেও করুন রিসার্চ। তারপরই স্টকে করুন ইনভেস্ট।

Advertisement

Read more!
Advertisement
Advertisement