Advertisement

DA Protest Rally-Mamata Banerjee: 'অতিথি হিসেবে যাচ্ছি, রাজ্যের কর্মীদের ডিএ-উপহার দেবেন মুখ্যমন্ত্রী'

ডিএ আন্দোলন নিয়ে বড় আপডেট। শনিবারই হাজরা মোড় থেকে ডিএ-র দাবিতে মিছিল সরকারি কর্মী-শিক্ষকদের। এই মিছিল যাবে মুখ্যমন্ত্রীর পাড়ার কাছ দিয়েই। আবার তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির পাশ দিয়ে অর্থাৎ হরিশ মুখার্জি রোড দিয়ে এই মিছিল যাওয়ার কথা।

ফাইল ছবি
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 06 May 2023,
  • अपडेटेड 1:06 PM IST
  • ডিএ আন্দোলন নিয়ে বড় আপডেট
  • শনিবারই হাজরা মোড় থেকে ডিএ-র দাবিতে মিছিল সরকারি কর্মী-শিক্ষকদের
  • তার মধ্যেই বড় দাবি আন্দোলনকারীদের

ডিএ আন্দোলন নিয়ে বড় আপডেট। শনিবারই হাজরা মোড় থেকে ডিএ-র দাবিতে মিছিল সরকারি কর্মী-শিক্ষকদের। এই মিছিল যাবে মুখ্যমন্ত্রীর পাড়ার কাছ দিয়েই। আবার তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির পাশ দিয়ে অর্থাৎ হরিশ মুখার্জি রোড দিয়ে এই মিছিল যাওয়ার কথা। 

সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যদের দাবি, তাঁরা ১০০ দিন ধরে আন্দোলন করছেন। অনশন করেছেন। তবে এবার মুখ্যমন্ত্রী তাঁদের খালি হাতে ফেরাতে পারবেন না। কারণ, তাঁরা মুখ্যমন্ত্রীর পাড়ার পাশ দিয়ে যাচ্ছেন। 

এই বিষয়ে সংগ্রামী যৌথ মঞ্চের নেতা ভাস্কর ঘোষ বলেন, 'ভারতীয় সংস্কৃতি অনুসারে অতিথিদের খালি হাতে ফেরাতে নেই। আমরা আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাড়ার কাছেই যাব। আমাদের মনে হয় এরপর আর মুখ্যমন্ত্রী চুপ করে থাকতে পারবেন না। তিনি অতিথিবৎসল হবেন । ও সরকারি কর্মী-শিক্ষকদের দাবিন মেটাবেন।' 

আরও পড়ুন : Loan-Emi Pre-payment Rules : সময়ের আগে কি EMI বা লোন শোধ করা উচিত? মাসের প্রথমেই জেনে নিন

প্রসঙ্গত, কলকাতা হাইকোর্টের নির্দেশে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির কাছে মিছিল করবেন সংগ্রামী যৌথমঞ্চের সদস্যরা। তাঁদের লক্ষ্য, খোদ মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ। 

মহার্ঘ ভাতা বৃদ্ধি, স্বচ্ছ নিয়োগ সহ মোট ৪ দফা দাবিতে চলছে এই আন্দোলন। আন্দোলনকারীরা আগেই জানিয়েছেন, ডিএ বৃদ্ধি না করা হলে আন্দোলনের ব্যপ্তি আরও বাড়বে। দিন কয়েক আগেই কোর্টের নির্দেশে নবান্নে আলোচনায় ডাকা হয়েছিল আন্দোলনরত সরকারি কর্মীদের। তবে সেই বৈঠক ফলপ্রসূ হয়নি বলেই দাবি করেন আন্দোলনকারীরা। এবার মহামিছিলের ডাক দেওয়া হয়েছে।

এই মিছিল নিয়ে সংগ্রামী যৌথ মঞ্চের এক সদস্য বলেন, 'আমরা হকের ডিএ-র দাবিতে আন্দোলন করছি। এই সরকার তাতে কর্ণপাত করেনি। সরকারি কর্মীরা সমস্যায় পড়েছেন। কারণ, তাঁদের যে হারে বেতন পাওয়া দরকার তা পাচ্ছেন না। অথচ সরকার বিভিন্ন খাতে অহেতুক বরাদ্দ বাড়িয়ে চলেছে। যে সরকারি কর্মীরা এই সরকার চালাচ্ছে, তাঁদের বঞ্চিত কেন করা হচ্ছে ?'

Advertisement

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement