Advertisement

Calcutta High Court : 'শিক্ষকদের বকেয়া ডিএ মেটাতে হবে', রাজ্যকে বড় নির্দেশ হাইকোর্টের

বকেয়া নিয়ে বড় রাজ্য সরকারকে বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের। বকেয়া দ্রুত মেটাতে হবে, এই নির্দেশ দেন মাননীয় বিচারপতি রাজাশেখর মান্থা।

প্রতীকী ছবি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 04 Feb 2023,
  • अपडेटेड 1:19 PM IST
  • বকেয়া নিয়ে বড় রাজ্য সরকারকে বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের
  • বকেয়া দ্রুত মেটাতে হবে, এই নির্দেশ দেন মাননীয় বিচারপতি রাজাশেখর মান্থা

বকেয়া নিয়ে বড় রাজ্য সরকারকে বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের। বকেয়া দ্রুত মেটাতে হবে, এই নির্দেশ দেন মাননীয় বিচারপতি রাজাশেখর মান্থা। মাননীয় বিচারপতি রাজ্য সরকারি আইনজীবীকে বলেন, 'বছরের পর বছর তাঁদের কাছ থেকে সার্ভিস নিয়েছেন। আর বকেয়া আর্থিক পাওনা দেওয়ার সময় তাঁদের হ্যারাস করছেন কেন? কাল যখন আপনার সঙ্গে হবে তখন আপনি কী করবেন?'

শুক্রবার ৩ ফেব্রুয়ারি মাননীয় বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে অবসরপ্রাপ্ত শিক্ষকদের বকেয়া মামলা ওঠে। অবসরপ্রাপ্ত শিক্ষকদের অভিযোগ, তাঁরা অবসর নেওয়ার পর ঠিকমতো ভাতা-বকেয়া আর্থিক সুযোগ সুবিধা পাচ্ছেন না। এতে তাঁরা আর্থিক সমস্যার সম্মুখীন। 

রাজ্য সরকারের পোষিত স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষকরা একটি মামলা করেছিলেন হাইকোর্টে। সেই মামলা ওঠে শুক্রবার। সেই মামলায় শুনানিতে ভার্চুয়ালি হাজিরা দেন একাধিক জেলার বিদ্যালয় পরিদর্শক ও জেলাশাসকরা। 

আরও পড়ুন : নতুন না পুরনো, কোন কর কাঠামোতে Income Tax দিলে আপনার লাভ

মামলার শুনানিতে বিচারপতি মান্থা সরকারি আধিকারিকদের বলেন, ‘সরকারের বিভিন্ন দফতরে ফাইল হস্তান্তর প্রক্রিয়ার জেরে শিক্ষকরা ক্ষতিগ্রস্ত হবেন এটা মেনে নেওয়া যায় না। দ্রুত শিক্ষকদের বকেয়া মেটাতে হবে। এতদিন ধরে ওঁরা পরিষেবা দিয়েছেন। তারপরও এত হ্যারাস কেন করা হবে?’

প্রসঙ্গত, এই অবসরপ্রাপ্ত শিক্ষকদের মামলা আগেই উঠেছিল মহামান্য  হাইকোর্টে। তবে রাজ্য সরকার সেই বকেয়া মেটায়নি বলে অভিযোগ। শুনানিতে মাননীয় বিচারপতি রাজাশেখর মান্থা বলেন, 'শিক্ষকদের নিয়ে সরকারের আরও সচেতন থাকা দরকার। শিক্ষকদের কাজ মহান। তাঁরা সারাজীবন শিক্ষদান করেন। তাই তাঁদের দিকে খেয়াল রাখা দরকার।' 

এরপর আবেদনকারী শিক্ষকদের দ্রুত বকেয়া মেটানোর নির্দেশ দেন মাননীয় বিচারপতি। 

এই বিষয়ে বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির নেতা স্বপন মণ্ডল বলেন, 'এই সরকার শিক্ষক-সহ সর্বস্তরের কর্মীদের বঞ্চিত করছে। একজন শিক্ষক প্রায় ২৫ থেকে ৩০ বছর পরিষেবা দেওয়ার পর অবসর করেন। অথচ তাঁদেরই প্রাপ্য দিচ্ছে না এই সরকার। মেলা-খেলা করে টাকা নষ্ট করছে এরা। অথচ বুনিয়াদি দিকগুলো অর্থাৎ যাঁরা এই সিস্টেমকে টিকিয়ে রেখেছেন, সেই শিক্ষক, সরকারি কর্মীদের প্রাপ্য দেওয়া হচ্ছে না। এটা লজ্জার।'    

Advertisement


 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement