Advertisement

DA West Bengal : রাজ্য সরকারি কর্মীদের ডিএ-র নতুন UPDATE, মামলা নিয়ে বড় খবর

7th Pay Commission Dearness Allowance : রাজ্যের সরকারি কর্মীদের ডিএ (Dearness Allowance) নিয়ে বড় খবর। সুপ্রিম কোর্টে (Supreme Court) এই মামলার শুনানি হয়নি। তবে তার মধ্য়েই এল বড় খবর।

ফাইল ছবি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 17 Dec 2022,
  • अपडेटेड 5:04 PM IST
  • রাজ্যের সরকারি কর্মীদের ডিএ (Dearness Allowance) নিয়ে বড় খবর
  • এল নতুন আপডেট

রাজ্যের সরকারি কর্মীদের ডিএ (Dearness Allowance) নিয়ে বড় খবর। সুপ্রিম কোর্টে (Supreme Court) এই মামলার শুনানি হয়নি। মাননীয় বিচারপতি দীপঙ্কর দত্ত (Justice Dipankar Datta) এই মামলা শুনতে চাননি। মামলার পরবর্তী শুনানি হবে জানুয়ারি মাসের তৃতীয় সপ্তাহে। তবে তার আগেই এল বড় খবর। 

সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি না হলেও কলকাতা হাইকোর্টে ডিএ মামলায় রাজ্যের মুখ্যসচিব ও অর্থসচিবের বিরুদ্ধে যে আদালত অবমাননার মামলা চলছে তার শুনানির দিন নির্ধারিত হয়েছে। ফলে আশার আলো সরকারি কর্মীদের মধ্য়ে। মামলাটি উঠবে ১৯ ডিসেম্বর সোমবার বেলা বারোটার সময়। 

আরও পড়ুন : DA West Bengal News : রাজ্যের ডিএ মামলার বড় আপডেট: সুপ্রিম কোর্টে জমা পড়ল শর্টনোট, 'বকেয়া মিলবেই'

যদিও মামলাকারী সংগঠনগুলির মতে, এই মামলা সেদিন মহামান্য হাইকোর্টে উঠলেও সেদিন শুনানি হয়তো হবে না। কারণ, মহামান্য সুপ্রিম কোর্টের গত ৫ ডিসেম্বরের নির্দেশ। তাঁদের মতে, শীর্ষ আদালত গত ৫  ডিসেম্বর কলকাতা হাইকোর্টকে DA সংক্রান্ত আদালত অবমাননার মামলা পুনরাদেশ না দেওয়া পর্যন্ত স্থগিত রাখার নির্দেশ দিয়েছেন। কাজেই সেদিন নিয়মরক্ষার শুনানি হবে। 

এই বিষয়ে সরকারি কর্মচারি পরিষদের সভাপতি দেবাশিস শীল জানান, 'মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশ মতো ১৯ তারিখ এই মামলার শুনানি হয়তো হবে না মহামান্য হাইকোর্ট। বলা যেতে পারে নিয়মরক্ষার শুনানি। তবুও রুটিন মতো তারিখ পড়েছে। সেই মতো আমাদের আইনজীবীরা সেদিন হাজির থাকবেন। সুপ্রিম কোর্টের আপডেট জানানো হবে মহামান্য হাইকোর্টকে।'

আরও পড়ুন : DA West Bengal-Supreme Court : রাজ্যের ডিএ মামলার বড় আপডেট, অনুপস্থিত সরকারি আইনজীবী; এবার কী হবে ?

প্রসঙ্গত, গত ২০ মে হাইকোর্ট তিন মাসের মধ্যে বকেয়া ডিএ মিটিয়ে দেওয়ার নির্দেশ দেয় রাজ্য সরকারকে। ২০ অগস্ট সেই সময়সীমা পেরিয়ে যাওয়ার পরও রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ দেয়নি রাজ্য। এরপরই রাজ্যের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের করে কর্মী সংগঠনগুলি। পরে নবান্নের পক্ষ থেকে আদালতের রায় পুনর্বিবেচনার আর্জি জানানো হয়। সেপ্টেম্বরে তা-ও খারিজ করে দেয় হাই কোর্ট। একই সঙ্গে বিচারপতি টন্ডনের ডিভিশন বেঞ্চ জানায়, আদালত অবমাননার মামলাটি চলবে। এরইমধ্যে সুপ্রিম কোর্টে এসএলপি ফাইল করে রাজ্য সরকার।  

Advertisement

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement