Advertisement

DA 7th Pay Commission: বিরাট খবর! নতুন বছরে ডিএ বৃদ্ধি-সহ ৩টি সুখবর পেতে পারেন সরকারি কর্মীরা

সপ্তম বেতন কমিশনের (7th Pay Commission) অংশ হিসাবে ২০২৩ সালে নতুন বছরের শুরুতে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা (Central Govt Employees) তিনটি উপহার পেতে পারেন। মিডিয়া রিপোর্ট অনুসারে, কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা এই সুসংবাদটি পেতে পারে যখন সরকার তিনটি বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া নেবে।

 নতুন বছরে ডিএ বৃদ্ধি-সহ ৩টি সুখবর পাবেন সরকারি কর্মচারীরা নতুন বছরে ডিএ বৃদ্ধি-সহ ৩টি সুখবর পাবেন সরকারি কর্মচারীরা
Aajtak Bangla
  • নতুন দিল্লি,
  • 25 Dec 2022,
  • अपडेटेड 3:47 PM IST
  • তিনটি সিদ্ধান্তই কর্মচারীদের বেতন বৃদ্ধিতে বড় ভূমিকা রাখবে
  • ১৮ মাসের ডিএ বকেয়া আছে সরকারি কর্মচারীদের

সপ্তম বেতন কমিশনের (7th Pay Commission) অংশ হিসাবে ২০২৩ সালে নতুন বছরের শুরুতে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা (Central Govt Employees) তিনটি উপহার পেতে পারেন। মিডিয়া রিপোর্ট অনুসারে, কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা এই সুসংবাদটি পেতে পারে যখন সরকার তিনটি বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া নেবে। সেই তিনটি বিষয় হল ডিএ (DA) এবং ডিআর বৃদ্ধি (DR Hike), ফিটমেন্ট ফ্যাক্টর (Fitment Factor) সংশোধন এবং সপ্তম বেতন কমিশনের অধীনে ১৮ মাসের ডিএ বকেয়া (DA Arrears) মেটানো। কেন্দ্রীয় সরকার অনুমোদন দিলে এই তিনটি সিদ্ধান্তই কর্মচারীদের বেতন বৃদ্ধিতে বড় ভূমিকা রাখবে।

মহার্ঘ ভাতা (DA) এবং মহার্ঘ ত্রাণ (DR) বছরে দুবার সংশোধিত হয়। মিডিয়া রিপোর্ট অনুসারে, ২০২৩ সালের মার্চ মাসে DA এবং DR ৩-৫ শতাংশ বৃদ্ধি পেতে পারে, যা ২০২৩ সালের জানুয়ারি থেকে কার্যকর হবে। এই বৃদ্ধির ফলে ডিএ ৪৩ শতাংশ পর্যন্ত বাড়বে। সরকারি কর্মচারীরা দীর্ঘদিন ধরে ২০২০ সালের জানুয়ারি থেকে ২০২১ সালের জুন পর্যন্ত ১৮ মাসের বকেয়া ডিএ পরিশোধের দাবি করে আসছেন। যাইহোক, এই সমস্যা শীঘ্রই সমাধান হতে পারে।

আরও পড়ুন

Read more!
Advertisement
Advertisement