Advertisement

Diesel Price Hike: পাইকারি বাজারে মহার্ঘ ডিজেল, এক লাফে লিটারে ২৫ টাকা বাড়ল দাম

আন্তর্জাতিক বাজারে বেড়ে গিয়েছে অপরিশোধিত তেলের দাম। তার প্রভাব পড়ল ভারতে। ডিজেলের পাইকারি দর বাড়ল লিটার পিছু ২৫ টাকা। তবে খুচরো বাজারে অপরিবর্তিত দাম।

ডিজেলের পাইকারি দর বাড়ল লিটারে ২৫ টাকা। ডিজেলের পাইকারি দর বাড়ল লিটারে ২৫ টাকা।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 20 Mar 2022,
  • अपडेटेड 2:47 PM IST
  • আন্তর্জাতিক বাজারে দামবৃদ্ধির জের।
  • পাইকারি ডিজেলের দাম ২৫ টাকা বাড়ল।
  • খুচরো তেলের দাম অপরিবর্তিত।

রুশ ও ইউক্রেন যুদ্ধের আবহে আন্তর্জাতিক বাজারে বেড়েছে অপরিশোধিত তেলের দাম। কিন্তু এখনও পর্যন্ত তার প্রভাব দেশীয় বাজারে পড়েনি। নির্বাচনের পর দরবৃদ্ধির আশঙ্কা থাকলেও আপাতত দামে ফারাক পড়েনি। কিন্তু এবার ডিজেলের দাম বাড়ল লিটারে ২৫ টাকা। তবে এই দর খুচরো বিক্রেতাদের জন্য প্রযোজ্য নয়। পাইকারি ক্রেতাদের জন্য লিটারপিছু ২৫ টাকা ডিজেলের দাম বাড়ানো হয়েছে। এমনটাই জানিয়েছে সংবাদ সংস্থা পিটিআই। তবে পেট্রোলের দামে কোনও বদল হয়নি। 

দুনিয়াজুড়ে অপরিশোধিত তেলের দাম বাড়লেও দেশে ১৩৬ দিন ধরে পেট্রোল ও ডিজেলের দর অপরিবর্তিত। গতবছর পেট্রোল ও ডিজেলের দাম সর্বকালীন উচ্চতায় পৌঁছে গিয়েছিল। গতবছর ৪ নভেম্বর দুই পেট্রোপণ্যের উপর শুল্ক কমিয়ে দেয় কেন্দ্রীয় সরকার। লিটারে পেট্রোল কমে ৫ টাকা এবং ডিজেল ১০ টাকা। তার উপরে রাজ্য সরকারগুলিও ছেড়ে দেয় রাজস্বের ভাগ। ফলে দাম অনেকটা কমে। কিন্তু আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ৪০ শতাংশ বেড়েছে। তাই পাইকারি গ্রাহকদের জন্য ডিজেলের দাম লিটারপিছু ২৫ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিল তেলবিপণন সংস্থাগুলি। তবে পেট্রোল পাম্প থেকে যাঁরা খুচরো তেল কেনেন তাঁদের ক্ষেত্রে দামে কোনও পরিবর্তন হচ্ছে না। 

দিল্লিতে ডিজেলের পাইকারি দাম ১১৫ টাকায় পৌঁছে গিয়েছে। পেট্রোলপাম্পে ডিজেল এখনও লিটারে ৮৬.৬৭ টাকায় বিকোচ্ছে। মুম্বইয়ে পাইকারদারকে ডিজেলে বিক্রি করা হচ্ছে ১২২.০৫ টাকায়। ৯৪.১৪ টাকায় পেট্রোলপাম্পে বিক্রি হচ্ছে ডিজেল। 
   
পেট্রোল ও ডিজেলে লোকসানের মুখে পড়েছে বেসরকারি সংস্থাগুলি। ১৩৬ দিন ধরে দাম না বাড়ায় নায়রা এনার্জি, জিও বিপি ও সেলের মতো সংস্থাগুলির 'ভাঁড়ে মা ভবানী' দশা বলে খবর। পেট্রোল পাম্প বন্ধ করে দিতে পারে তারা। সেই ২০০৮ সালে ১৪৩২টি পেট্রোল পাম্প বন্ধ করে দিয়েছিল রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ। কারণ রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলি সস্তায় তেল বিক্রি করছিল। তাদের সঙ্গে এঁটে উঠতে পারেনি রিলায়েন্স। 

আরও পড়ুন

 

Read more!
Advertisement
Advertisement