পাইকারি গ্রাহকদের (Bulk Customers) জন্য ডিজেলের দাম (Diesel Price) লিটারে ২৫ টাকা বাড়িয়ে দিয়েছে তেলবিপণন সংস্থাগুলি (OMCs)। এখন প্রশ্ন, এই পাইকারি ক্রেতা কারা যাঁদের ডিজেল কিনতে অতিরিক্ত খরচ করতে হবে।
ক্রেতা কারা
সাধারণত প্রচুর তেলে কেনা হয় বাণিজ্যিক কারণে। বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠান ডিলারদের কাছ থেকে তেল ক্রয় করে। এই সংস্থাগুলি হল- প্রতিরক্ষা প্রতিষ্ঠান, রেল, বিভিন্ন পরিবহণ ক্ষেত্র, বিদ্যুৎ উৎপাদনকেন্দ্র, রাসায়নিক কারখানা ও শিল্প কারখানা। এছাড়া বিমানবন্দর, মল ও শিল্প প্রতিষ্ঠানগুলি প্রচুর তেল কেনে।
কেন দরবৃদ্ধি
আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বেড়েছে ৪০ শতাংশ। অন্যদিকে, গতবছর ৪ নভেম্বর থেকে পেট্রোল ও ডিজেলের দামে কোনও বদল হয়নি। ফলে তেলবিপণ সংস্থাগুলির উপরে চাপ বাড়ছে। এজন্য প্রথম ধাপে পাইকারি ডিজেল ক্রেতাদের জন্য দাম বাড়ানো হল। তবে খুচরো ব্যবসায়ীদের ক্ষেত্রে কোনও বদল হয়নি।
বেসরকারি সংস্থাগুলির ধাক্কা
পিটিআই জানিয়েছে, পেট্রোল পাম্পে তেলের বিক্রি বেড়ে গিয়েছে। কারণ পেট্রোল পাম্প থেকে খুচরো দরে সস্তায় তেল পাওয়া যাচ্ছে। এতে তেলের ডিলারদের লোকসান আরও বাড়তে পারে। স্বাভাবিকভাবে পাইকারি গ্রাহকরা পেট্রোল পাম্প থেকে তেল কিনলে তাঁদের বিক্রি কমবে।
ধাক্কা বেসরকারি সংস্থাগুলির
১৩৬ দিন ধরে পেট্রোল ও ডিজেলের দাম না বাড়ায় নায়রা এনার্জি, জিও বিপি ও সেলের মতো বেসরকারি তেল সংস্থাগুলির আর্থিক অবস্থা খারাপ। পেট্রোল পাম্প বন্ধ করে দিতে চাইছে তারা।
ডিজেলের দাম
ডিজেলের পাইকারি দাম ১১৫ টাকায় চলে গিয়েছে দিল্লিতে। সেখানে পেট্রোলপাম্পে ডিজেল বিকোচ্ছে লিটারে ৮৬.৬৭ টাকায়। মুম্বইয়ে পাইকারি ক্রেতাদের ডিজেলে কিনতে খসাতে হবে ১২২.০৫ টাকা। খুচরো বাজারে ৯৪.১৪ টাকায় পাওয়া যাচ্ছে ডিজেল।