Advertisement

FD Interest Rate : FD-তে সুদের হার নিয়ে বড় খবর, অল্প দিন টাকা রাখলেও মিলছে ৮ শতাংশ হারে সুদ!

ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিটে সুদের হার নিয়ে বড় খবর। একাধিক ব্যাঙ্ক ফিক্সড ডিপোজিটের উপর খুব ভালো সুদ দিচ্ছে। কোনও কোনও ব্যাঙ্ক প্রায় ৮ শতাংশ হারে সুদ দিচ্ছে FD-র উপর। এরকম সাতটি ব্যাঙ্ক রয়েছে যারা এই সুদ দিচ্ছে। 

FD Rates FD Rates
Aajtak Bangla
  • দিল্লি ও কলকাতা ,
  • 07 Nov 2024,
  • अपडेटेड 3:12 PM IST
  • অল্প দিনের মেয়াদেও মিলছে ভালো সুদ
  • প্রায় ৮ শতাংশ হারে সুদ দিচ্ছে একাধিক ব্যাঙ্ক

ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিটে সুদের হার নিয়ে বড় খবর। একাধিক ব্যাঙ্ক ফিক্সড ডিপোজিটের উপর খুব ভালো সুদ দিচ্ছে। কোনও কোনও ব্যাঙ্ক প্রায় ৮ শতাংশ হারে সুদ দিচ্ছে FD-র উপর। এরকম সাতটি ব্যাঙ্ক রয়েছে যারা এই সুদ দিচ্ছে। 

এমনিতে নিয়ম হল, যত বেশিদিন টাকা রাখবেন তত বেশি সুদ মিলবে। কম দিন রাখলে কম সুদ পাওয়া যায়। তবে দেশের সাতটি বড় ব্যাঙ্ক ভালো হারে সুদ দিচ্ছে। কোন ব্যাঙ্ক কত হারে সুদ দিচ্ছে একবার দেখে নিন। 

HDFC ব্য়াঙ্ক - চার থেকে সাত বছরের মেয়াদের মধ্যে HDFC ব্যাঙ্ক ভালো সুদ দিচ্ছে। সাধারণ নাগরিকরা এক্ষেত্রে সুদ পাবেন ৭.৪০ শতাংশ। প্রবীণ নাগরিকদের সুদ দেওয়া হচ্ছে ৭.৯০ শতাংশ। জুলাই ২০২৪ থেকে এই স্কিম চালু করেছে সংশ্লিষ্ট ব্যাঙ্ক। 

আরও পড়ুন

ICICI ব্যাঙ্ক - ১৫ থেকে ১৮ মাসের মেয়াদে ভালো সুদ দিচ্ছে ICICI ব্যাঙ্ক। এই মেয়াদকালে ৭.২৫ শতংশ সুদ পাবেন সাধারণ নাগরিকরা। প্রবীণদের জন্য ৭.৮ শতাংশ প্রযোজ্য সুদের হার। 

কোটাক মহিন্দ্রা ব্যাঙ্ক - মাত্র ৩৯০ থেকে ৩৯১ দিনের সময়কালে কোটাক মহিন্দ্রা ব্যাঙ্ক সুদ দিচ্ছে ৭.৪ শতাংশ। এই সুদের হার সাধারণ নাগরিকদের জন্য প্রযোজ্য। সেখানে প্রবীণ নাগরিকরা ৭.৯০ শতাংশ হারে সুদ পাচ্ছেন। একই সময়কালের মধ্যে। ১৪ জুলাই ২০২৪ থেকে এই স্কিম চালু হয়েছে। 

ফেডেরাল ব্যাঙ্ক - ফেডেরাল ব্য়াঙ্ক সাধারণ ও প্রবীণ নাগরিকদের সুদ দিচ্ছে যথাক্রমে ৭.৪ ও ৭.৯ শতাংশ। ৭৭৭ দিনের মেয়াদে এই সুদ মিলবে। গত ১৬ জুলাই ২০২৪ থেকে এই সুদের হার কার্যকর হয়েছে। 

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া - দেশের সবথেকে বড় ব্যাঙ্ক সুদ দিচ্ছে ৭ ও ৭.৫০ শতাংশ। ২ থেকে ৩ বছরের মেয়াদে এই সুদ পাওয়া যাবে। ১৫ জুলাই ২০২৪ থেকে এই হারে সুদ দেওয়া হচ্ছে। 

ব্যাঙ্ক অফ বরোদা - ৪০০ দিনের মেয়াদে ভালো সুদ দিচ্ছে ব্যাঙ্ক অফ বরোদা। ৭.৩ শতাংশ ও ৭.৮ শতাংশ হারে সুদ দেওয়া হচ্ছে সাধারণ নাগরিক ও প্রবীণদের। চলতি বছরের অক্টোবর থেকে এই সুদের হার কার্যকর হয়েছে। 

Advertisement

ইউনিউন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া -   এই ব্যাঙ্ক ৪৫৬ দিনের মেয়াদে সুদ দিচ্ছে ৭.৩ শতাংশ হারে। সিনিয়র সিটিজেনদের দেওয়া হবে ৭.৮ শতাংশ।   

Read more!
Advertisement
Advertisement