Advertisement

Fixed Deposit Interest Rates: ৮.৩৫% রিটার্ন এফডি-তে, রইল ১০ ব্যাঙ্কের সুদের হারের তালিকা

সরকারি থেকে বেসরকারি ব্যাঙ্কের স্থায়ী আমানতের উপরে মিলছে অতিরিক্ত সুদ। একাধিক বেসরকারি ব্যাঙ্কের স্থায়ী সুদের হার ৮  শতাংশেরও বেশি। এর মধ্যে অন্যতম ডিসিবি ব্যাঙ্ক।     

ফিক্সড ডিপোজিটে সুদের হার।
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 19 Jan 2023,
  • अपडेटेड 4:32 PM IST
  • সরকারি থেকে বেসরকারি ব্যাঙ্কের স্থায়ী আমানতের উপরে মিলছে অতিরিক্ত সুদ।
  • একাধিক বেসরকারি ব্যাঙ্কের স্থায়ী সুদের হার ৮  শতাংশেরও বেশি।

আরবিআই রেপো রেট বাড়ানোর পর থেকে একের পর এক ব্যাঙ্কে বেড়েছে ফিক্সড ডিপোজিটে সুদের হার। সরকারি থেকে বেসরকারি ব্যাঙ্কের স্থায়ী আমানতের উপরে মিলছে অতিরিক্ত সুদ। তবে বেসরকারি একাধিক ব্যাঙ্কের একাধিক স্থায়ী সুদের হার ৮  শতাংশেরও বেশি। এর মধ্যে অন্যতম ডিসিবি ব্যাঙ্ক।     

ফিক্সড ডিপোজিটে ৩.৭৫ শতাংশ থেকে ৭.৬০ শতাংশ পর্যন্ত সুদ দিচ্ছে ডিসিবি ব্যাঙ্ক। সিনিয়র সিটিজেনরা পাচ্ছেন ৪.২৫ শতাংশ থেকে ৮.১০ শতাংশ পর্যন্ত। ৭০০ দিন থেকে ৩৬ মাসের স্থায়ী আমানতের উপর ডিসিবি ব্যাঙ্ক দিচ্ছে ৭.৮৫ শতাংশ সুদ। ৮.৩৫ শতাংশ পাচ্ছেন সিনিয়র সিটিজেনরা। ১২ থেকে ১৮ মাস টাকা রাখলে গ্রাহকরা পাচ্ছেন ৭.২৫ শতাংশ সুদ। ৭০০ থেকে ৩৬ মাসের ফিক্সড ডিপোজিটে সুদের হার ৭.৮৫ শতাংশ। আর ৩৬ মাসের বেশি টাকা রাখলে ৭.৬০ শতাংশ পাচ্ছেন গ্রাহকরা।        

ডিসিবি ছাড়াও একাধিক ব্যাঙ্ক মিলছে ৭ শতাংশের বেশি সুদের হার। প্রতিটি ফিক্সড ডিপোজিটের সময়সীমা ২ বছর বা তার বেশি। সূর্যোদয় স্মল ফিনান্স ব্যাঙ্কে ফিক্সড ডিপোজিটে মিলছে ৮.০১ শতাংশ সুদ। উজ্জীবন স্মল ফিনান্স ব্যাঙ্কে ৮ শতাংশ সুদ পাওয়া যাচ্ছে। ৭.৫৫ শতাংশ সুদ দিচ্ছে আরবিএল ব্যাঙ্ক। বন্ধন ব্যাঙ্কের সুদের হার ৭.৫ শতাংশ। আইডিএফসি ব্যাঙ্কও সমপরিমাণ সুদ দিচ্ছে স্থায়ী আমানতে। রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক সেন্ট্রাল ব্যাঙ্ক দিচ্ছে ৭.৩৫ শতাংশ সুদ।  

ব্যাঙ্ক অব ইন্ডিয়ায় ৪৪৪ দিনের আমানতে সুদের হার ৭.০৫ শতাংশ। প্রবীণ নাগরিকরা পাচ্ছেন ৭.৫৫ শতাংশ। আর একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক পিএনবি-ও বাড়িয়েছে সুদের হার। ৬৬৬ দিনের জন্য টাকা রাখলে গ্রাহকরা পাচ্ছেন ৭.২৫ শতাংশ। সিনিয়র সিটিজেনদের ক্ষেত্রে তা ৭.৭৫ শতাংশ। 

ব্য়াঙ্কের সুদের তালিকা

    

Advertisement

আরও পড়ুন- এবার ৮% পর্যন্ত রিটার্ন পোস্ট অফিসের ডিপোজিটে

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement