Advertisement

Fixed Deposit Interest Rates: ১০০১ দিনের ফিক্সড ডিপোজিটে ৯.৫০% সুদ, বাম্পার অফার এই ব্যাঙ্কের

ফিক্সড ডিপোজিটেও সুদের হার বাড়িয়েছে একের পর এক ব্যাঙ্ক। গত কয়েক মাসে এফডিতে বেড়েছে সুদের হার। সরকারি ও বেসরকারি ব্য়াঙ্ক পাল্লা দিয়ে বাড়িয়েছে সুদ।

FD Interest Rates
Aajtak Bangla
  • কলকাতা,
  • 23 Apr 2023,
  • अपडेटेड 3:59 PM IST
  • ফিক্সড ডিপোজিটে ৯.৫০ শতাংশ সুদ।
  • মেয়াদ ১০০১ দিন।

ধাপে ধাপে রেপো রেট বাড়িয়ে চলেছে আরবিআই। সেই সঙ্গে বাড়তে ঋণের উপর সুদের হার। এর প্রভাব পড়ছে সাধারণ মানুষের সঞ্চয় প্রকল্পেও। ফিক্সড ডিপোজিটেও সুদের হার বাড়িয়েছে একের পর এক ব্যাঙ্ক। গত কয়েক মাসে এফডিতে বেড়েছে সুদের হার। সরকারি ও বেসরকারি ব্য়াঙ্ক পাল্লা দিয়ে বাড়িয়েছে সুদ। এমন একটি ব্যাঙ্ক রয়েছে যারা ফিক্সড ডিপোজিটে ৯.৫০% পর্যন্ত সুদ দিচ্ছে। কী কী শর্ত রয়েছে চলুন জেনে নেওয়া যাক- 

ইউনিটি স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক দিচ্ছে ১০ শতাংশের কাছাকাছি সুদ। ব্যাঙ্ক বিশেষ ফিক্সড ডিপোজিট স্কিমে ৯.৫০ শতাংশ পর্যন্ত সুদ দিচ্ছে। ইউনিটি স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক ছাড়াও ইকুইটাস স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক এবং উৎকর্ষ স্মল ফাইন্যান্স ব্যাঙ্কের স্থায়ী আমানতের উপরেও মিলছে ৯ শতাংশ সুদ।

ইউনিটি স্মল ফাইন্যান্স ব্যাঙ্কের ১০০১ দিনের ফিক্সড ডিপোজিট স্কিমে সাধারণ গ্রাহকদের ৯ শতাংশ সুদ দিচ্ছে।  প্রবীণ নাগরিকদের ১০০১ দিনের এফডি-তে ৯.৫০ শতাংশ সুদ দিচ্ছে ব্যাঙ্ক। ইউনিটি স্মল ফাইন্যান্স ব্যাঙ্কের বিশেষ এফডি স্কিমেও গ্রাহকরা আকর্ষণীয় সুদ পাচ্ছেন৷ এই FD স্কিমটি ৫০১ দিনের। ৫০১ দিনের ফিক্সড ডিপোজিট স্কিমে সাধারণ গ্রাহকরা ৮.৭৫ শতাংশ সুদ পাচ্ছেন। প্রবীণ নাগরিকরা সুদ পাচ্ছেন ৯.২৫ শতাংশ।

৭০০ দিনের FD-তে ৯% সুদ 

Utkarsh Small Finance Bank ৭০০ দিনের স্থায়ী আমানতে সাধারণ গ্রাহকদের ৮.২৫ শতাংশ সুদ দিচ্ছে। এই সময়ে প্রবীণ নাগরিকদের ৭০০ দিনের এফডিতে ৯ শতাংশ সুদ দিচ্ছে। Utkarsh Small Finance Bank-এর ওয়েবসাইট অনুসারে, ব্যাঙ্ক ৭০১ দিন থেকে ৫ বছর পর্যন্ত স্থায়ী আমানতের (FD) উপর সাধারণ গ্রাহকদের ৭.৫০ শতাংশ এবং বয়স্ক নাগরিকদের ৮.২৫ শতাংশ সুদ দিচ্ছে। 

আরও পড়ুন- কেন্দ্রীয় কর্মীদের বড় উপহার দিতে পারে কেন্দ্র, বিরাট বাড়বে মাইনে

Advertisement

৮৮৮ দিনের ফিক্সড ডিপোজিটে ৯% সুদ

ইকুইটাস স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক ৮৮৮ দিনের FD-তে সাধারণ গ্রাহকদের ৮.৫০% সুদ দিচ্ছে। প্রবীণ নাগরিকদের একই মেয়াদের স্থায়ী আমানতে ৯ শতাংশ সুদ দিচ্ছে। Equitas Small Finance Bank সাধারণ গ্রাহকদের ৮৮৯ দিন থেকে ৩ বছর পর্যন্ত FD-এ ৮ শতাংশ সুদ দিচ্ছে। প্রবীণ নাগরিকদের দেওয়া হচ্ছে ৮.৫০ শতাংশ সুদ।

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement