Advertisement

Fixed Deposits 5 Disadvantages: ফিক্সড ডিপোজিট করার আগে সতর্ক হোন, জানুন ৫ কারণ

বিশেষজ্ঞরা বলছেন,ফিক্সড ডিপোজিট বিনিয়োগের দুর্দান্ত বিকল্প। তবে এমনটা নয় যে এটাই সেরা বিকল্প। ঝুঁকিহীন বিকল্প হলেও মূল্যবৃদ্ধির সঙ্গে তুলনা করা গেলে এফডি মোটেও ভালো বিকল্প নয়। ফিক্সড ডিপোজিটে বিনিয়োগের আগে তাই কেন এটা সেরা বিকল্প নয়, সেটা জেনে নেওয়া দরকার। ভাবনাচিন্তা করেই তবে বিনিয়োগ করুন ফিক্সড ডিপোজিটে। 

FD Drawbacks
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 14 May 2023,
  • अपडेटेड 5:46 PM IST
  • ফিক্সড ডিপোজিট বিনিয়োগের দুর্দান্ত বিকল্প।
  • ঝুঁকিহীন বিকল্প হলেও মূল্যবৃদ্ধির সঙ্গে তুলনা করা গেলে এফডি মোটেও ভালো বিকল্প নয়।

ঘণ্টায় ঘণ্টায় টিভিতে চলে মিউচুয়াল ফান্ডের বিজ্ঞাপন। তবে এ দেশে বিনিয়োগের জনপ্রিয় বিকল্প এখনও ফিক্সড ডিপোজিট। ভারতীয়রা এফডি-তে বিনিয়োগ করতেই স্বচ্ছন্দ। কারণ এফডি-তে সঞ্চয় ঝুঁকিহীন। ২০২২ সালের মে মাস থেকে সুদের হার বেড়েছে। ফলে ফিক্সড ডিপোজিটে বিনিয়োগের দিকে ঝুঁকছেন অনেকে। বয়স্করা তো বটেই অল্পবয়সীরাও স্থায়ী আমানতে বিনিয়োগ করছেন। কিন্তু বিশেষজ্ঞদের মতে, এফডি-তে বিনিয়োগ মোটেও লাভের নয়। এজন্য তাঁরা ৬টি কারণও দিয়েছেন।

বিশেষজ্ঞরা বলছেন,ফিক্সড ডিপোজিট বিনিয়োগের দুর্দান্ত বিকল্প। তবে এমনটা নয় যে এটাই সেরা বিকল্প। ঝুঁকিহীন বিকল্প হলেও মূল্যবৃদ্ধির সঙ্গে তুলনা করা গেলে এফডি মোটেও ভালো বিকল্প নয়। ফিক্সড ডিপোজিটে বিনিয়োগের আগে তাই কেন এটা সেরা বিকল্প নয়, সেটা জেনে নেওয়া দরকার। ভাবনাচিন্তা করেই তবে বিনিয়োগ করুন ফিক্সড ডিপোজিটে। 

কম রিটার্ন- আরবিআই রেপো রেট বাড়ানোর পর থেকে বেড়েছে ফিক্সড ডিপোজিটে সুদের হার। কিন্তু এটাও ঠিক, ওই নির্দিষ্ট হলেই সুদ পাবেন বিনিয়োগকারীরা। অন্যান্য বিনিয়োগ বিকল্প যেমন শেয়ার ও মিউচুয়াল ফান্ডের রিটার্ন তুলনায় বেশি। বাজারের সঙ্গে তালমিল রেখে মেলে মোটা রিটার্ন। যদিও এফডি-তে বিনিয়োগ ঝুঁকিহীন। 

সুদের হার স্থির- এফডি-তে সুদের হার স্থির। ধরুন, এখন এফডি-তে মিলছে ৭ শতাংশের বেশি সুদ। ২০২১ সালে সুদ ছিল ৫ শতাংশের ঘরে। তখন যাঁরা এফডি করিয়েছেন তাঁরা সেই সুদই পাবেন। ফলে এফডি-তে সুদের হার নির্দিষ্ট। মেয়াদ শেষ হওয়া পর্যন্ত একই থাকে সুদের হার। এফডি করানোর কয়েক মাস পর সুদ বাড়লেও কিছু করার থাকে না। 

লক-ইন পিরিয়ড- ফিক্সড ডিপোজিট নির্দিষ্ট মেয়াদের হয়। সেই মেয়াদের জন্য় বিনিয়োগ করলে আর তোলা যায় না। কোনও কাজে টাকার দরকার হলেও এফডি ভাঙা যায় না। ভাঙতে গেলে দিতে হয় জরিমানা। ফলে লাভ হয় না। ১ থেকে ৩ শতাংশর জরিমানা দিতে লাগে। 

Advertisement

আরও পড়ুন- ৩ বছর আগে ১৪ টাকা, এখন ৫৫০ টাকা, এই স্টকে বাম্পার রিটার্ন

টিডিএস-স্থায়ী আমানতের উপর সুদ করযোগ্য আয়। ফলে ফিক্সড ডিপোজিট থেকে আয় করলে দিতে লাগে কর। বিশেষজ্ঞরা বলছেন, এফডি-তে কর নির্ভর করে কোন আয়কর কাঠামোয় পড়ছেন সংশ্লিষ্ট ব্যক্তি। 

মূল্যবৃদ্ধি- বিনিয়োগের আসল উদ্দেশ্য হল মূল্যবৃদ্ধির হারকে ছাপিয়ে যাওয়া। তবে এফডি-তে সুদের হার সাধারণত মূল্যবৃদ্ধির হারের চেয়ে কম থাকে। ফলে আদতে এফডি-তে কোনও লাভই হয় না। উদাহরণ- আজকে ১০০০ টাকায় যে জিনিস কিনতে পারবেন, সেটা ৫ বছর পর পারবেন না। এফডি-র সুদের হার যদি মূল্যবৃদ্ধিকে ছাড়াতে না পারে তাহলে সুদের কোনও গুরুত্বই থাকে না। 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement