Advertisement

Gold Price: আরও মহার্ঘ সোনা-রুপো, সপ্তাহজুড়ে কতটা দাম বাড়ল?

Gold and Silver Price: ফের বাড়ল সোনার দাম। চলতি সপ্তাহে টানা মূল্যবৃদ্ধি। রুপোর দামও ঊর্ধ্বমুখী।

দাম বাড়ল সোনা ও রুপোর। দাম বাড়ল সোনা ও রুপোর।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 12 Feb 2022,
  • अपडेटेड 3:04 PM IST
  • টানা বেড়েছে সোনার দাম।
  • রুপোর দামও ঊর্ধ্বমুখী।

গত সপ্তাহে সোনা-রুপোর দাম ফের ঊর্ধ্বমুখী। ইন্ডিয়া বুলিয়ন অ্যান্ড জুয়েলারি অ্যাসোসিয়েশনের (IBJA) পরিসংখ্যান অনুযায়ী, ৭ ফেব্রুয়ারি থেকে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত ২৪ ক্যারটের সোনার দাম বেড়েছে অন্তত ৬৪০ টাকা। ৬৩৭ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে ২২ ক্যারট সোনার মূল্য। ৭৯২ টাকা বেড়েছে রুপোর দাম। 

২৪ ক্যারেট সোনার দাম ঊর্ধ্বমুখী

৭ ফেব্রুয়ারি, ২০২২- সোমবার ২৪ ক্যারট সোনা প্রতি ১০ বিকিয়েছে ৪৮,২৮০ টাকায়। 
৮ ফেব্রুয়ারি, ২০২২- সপ্তাহের দ্বিতীয় দিনে ১৬৪ টাকা বাড়ে ২৪ ক্যারট সোনার। প্রতি ১০ গ্রামের দাম ছিল ৪৮ হাজার ৪৪৪ টাকা।     
৯ ফেব্রুয়ারি, ২০২২- ২২১ টাকা দাম বেড়ে ১০ গ্রামের মূল্য ৪৮ হাজার ৬৬৫ টাকা। 
১০ ফেব্রুয়ারি, ২০২২- ২৩৬ টাকা বাড়ে সোনার দাম। ১০ গ্রাম বিকোয় ৪৮,৬৬৫ টাকায়। 
 ১১ ফেব্রুয়ারি, ২০২২- ১৯ টাকা দাম বাড়ে। ৪৮ হাজার ৯২০ টাকায় বিক্রি হয় ১০ গ্রাম সোনা। 

আরও পড়ুন

টানা ৬৪০ টাকা বেড়েছে ২৪ ক্যারেট সোনার দাম।  

 ২২ ক্যারেট সোনার দাম ঊর্ধ্বমুখী

৭ ফেব্রুয়ারি, ২০২২- সপ্তাহের প্রথম দিনে ২২ ক্যারেট সোনার দাম ছিল প্রতি ১০ গ্রাম ৪৮ হাজার ৮৭ টাকা। 
৮ ফেব্রুয়ারি, ২০২২- ১৬৩ টাকা বেড়ে প্রতি ১০ গ্রামের পৌঁছয় ৪৮ হাজার ২৫০ টাকা।     
৯ ফেব্রুয়ারি, ২০২২- ২২০ টাকা দাম বাড়ে। প্রতি ১০ গ্রামের মূল্য ৪৮ হাজার ৪৭০ টাকা। 
১০ ফেব্রুয়ারি, ২০২২- ২৩৫ টাকা বৃদ্ধি পায় সোনার দাম। ১০ গ্রাম বিক্রি হয় ৪৮ হাজার ৭০৫ টাকায়। 
 ১১ ফেব্রুয়ারি, ২০২২- ১৯ টাকা দাম বাড়ে ২২ ক্যারেট সোনার। ৪৮ হাজার ৭২৪ টাকায় বিক্রি হয় ১০ গ্রাম সোনা।

এভাবে ৭ ফেব্রুয়ারি থেকে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত ঊর্ধ্বমুখী থেকেছে সোনার দাম। ২২ ক্যারেট সোনার প্রতি ১০ গ্রামের দাম বেড়েছে ৬৩৭ টাকা। 

রুপোর দাম বৃদ্ধি

৭ ফেব্রুয়ারি, ২০২২- সোমবার প্রতি কিলোগ্রাম রুপোর দাম ছিল ৬১ হাজার ৩৬৫ টাকা। 
৮ ফেব্রুয়ারি, ২০২২- মঙ্গলে রুপোর দাম ২৩৫ টাকা বেড়েছে। প্রতি কিলোগ্রাম বিকোয় ৬১ হাজার ৬১৮ টাকায়। 
৯ ফেব্রুয়ারি, ২০২২-  ৭৬৯ টাকা বেড়ে প্রতি কেজির মূল্য ৬২ হাজার ৩৮৭ টাকা। 
১০ ফেব্রুয়ারি, ২০২২- ৪৩৮ টাকা বৃদ্ধি পায় রুপোর দাম। বিক্রি হয় ৬২ হাজার ৮২৫  টাকায়। 
 ১১ ফেব্রুয়ারি, ২০২২- ৬৬৮ টাকা পতন হয় রুপোর দামে। প্রতি কিলোগ্রাম বিক্রি হয়েছে ৬২ হাজার ১৫৭ টাকায়। 

শুক্রবার পতনের ফলে সপ্তাহ ধরে ৭৯২ টাকা বেড়েছে রুপোর দাম। 

Read more!
Advertisement
Advertisement