Advertisement

GST Compensation Clear: বকেয়া জিএসটি ক্ষতিপূরণ মেটাল কেন্দ্র, বাংলার অ্যাকাউন্টে ক'হাজার কোটি?

সম্পূর্ণ টাকাই মিটিয়ে দিল কেন্দ্রীয় সরকার। মঙ্গলবার অর্থমন্ত্রকের তরফে টুইট করে জানিয়ে দেওয়া হয়েছে কোন রাজ্যগুলিকে কত টাকা দেওয়া হয়েছে। সেই তালিকায় রয়েছে পশ্চিমবঙ্গের নামও। কত টাকা পেল মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্য? 

বকেয়া জিএসটি ক্ষতিপূরণ মিটিয়ে দিল কেন্দ্রীয় সরকার। বকেয়া জিএসটি ক্ষতিপূরণ মিটিয়ে দিল কেন্দ্রীয় সরকার।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 31 May 2022,
  • अपडेटेड 12:45 AM IST
  • ৩১মে ২০২২ পর্যন্ত জিএসটি ক্ষতিপূরণ মেটাল কেন্দ্র।
  • রাজ্য জিএসটি ক্ষতিপূরণ বাবদ পাচ্ছে ৬ হাজার ৫৯১ কোটি টাকা।

৮৬,৯১২ কোটি টাকা। ৩১মে ২০২২ জিএসটি ক্ষতিপূরণ হিসেবে এটাই ছিল রাজ্যগুলির বকেয়া। সম্পূর্ণ টাকাই মিটিয়ে দিল কেন্দ্রীয় সরকার। মঙ্গলবার অর্থমন্ত্রকের তরফে টুইট করে জানিয়ে দেওয়া হয়েছে কোন রাজ্যগুলিকে কত টাকা দেওয়া হয়েছে। সেই তালিকায় রয়েছে পশ্চিমবঙ্গের নামও। কত টাকা পেল মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্য? 

মন্ত্রক জানিয়েছে, জিএসটি ক্ষতিপূরণ তহবিলে মাত্র ২৫ হাজার কোটি টাকা ছিল। তা সত্ত্বেও রাজ্যগুলিকে টাকা মেটাকে কার্পণ্য করা হয়নি। বাকি ৬১,৯১২ কোটি টাকা দওয়া হয়েছে সেস বাবদ কেন্দ্রের নিজস্ব তহবিল থেকে। জানুয়ারি মাস পর্যন্ত ক্ষতিপূরণের যে অর্থ প্রাপ্য ছিল সেই সঙ্গে ফেব্রুয়ারি-মার্চ এবং এপ্রিল-মে এই দু'মাসের ক্ষতিপূরণের টাকাও মিটিয়ে দেওয়া হয়েছে। 

৮৬,৯১২ কোটির মধ্যে এপ্রিল-মে মাসের বকেয়া ১৭,৯৭৩ কোটি টাকা। ফেব্রুয়ারি ও মার্চের বকেয়া ২১,৩৩২ কোটি। আর বাকি ২০২২ সালের জানুয়ারি পর্যন্ত ৪৭,৬১৭ কোটি টাকা বকেয়া ছিল। কেন্দ্রীয় সরকার বিবৃতি দিয়ে জানিয়েছে, ৩১ মে ২০২২ পর্যন্ত ৮৬,৯১২ কোটি টাকার জিএসটি ক্ষতিপূরণ মিটিয়ে দেওয়া হল রাজ্যগুলিকে। রাজ্যগুলি যাতে আর্থিক কর্মকাণ্ড চালাতে পারে বিশেষ করে পরিকাঠামো ক্ষেত্রে খরচ করতে পারে সেজন্য এই সিদ্ধান্ত।          

আরও পড়ুন

পশ্চিমবঙ্গ সরকার কেন্দ্রে কাছে বারবার বকেয়া টাকার দাবিতে সরব হয়েছে। কেন্দ্রের দেওয়া তালিকা অনুযায়ী রাজ্য জিএসটি ক্ষতিপূরণ বাবদ পাচ্ছে ৬ হাজার ৫৯১ কোটি টাকা। বাকি রাজ্যগুলি যা পাচ্ছে-  অন্ধ্রপ্রদেশ-৩১৯৯,অসম-২৩২, ছত্তিশগড়-১৪৩৪, দিল্লি- ৮০১২, গোয়া-১২৯১, গুজরাত- ৩৩৬৪, হরিয়ানা- ১৩২৫, হিমাচল প্রদেশ- ৮৩৮, ঝাড়খন্ড- ১৩৮৫, কর্ণাটক- ৮৬৩৩, কেরল-৫৬৯৩, মধ্যপ্রদেশ- ৩১২০, মহারাষ্ট্র-১৪১৪৫, পন্ডিচেরি- ৫৭৬,  পঞ্জাব- ৫৮৯০, রাজস্থান- ৯৬৩, তামিলনাড়ু- ৯৬০২, তেলেঙ্গানা- ২৯৬, উত্তরপ্রদেশ- ৮৮৭৪ এবং উত্তরাখণ্ড- ১৪৪৯। 

Advertisement
Read more!
Advertisement
Advertisement