Advertisement

Jio IPO আসছে শেয়ারবাজারে, রিলায়েন্সের AGM এ বড় ঘোষণা মুকেশের

Jio র IPO আসছে শেয়ার বাজারে(Share Market)। রিলায়েন্সের চেয়ারম্যান মুকেশ আম্বানি(Mukesh Ambani) জানালেন, ২০২৬ সালের প্রথমার্ধেই Jio র পাবলিক লিস্টিং হতে পারে। তার প্রস্তুতি চলছে পুরোদমে। এবার বাকিটা নির্ভর করছে বাজার নিয়ন্ত্রকের অনুমোদনের উপর।

Jio র IPO আসছে বাজারে, বড় ঘোষণা মুকেশ আম্বানির।Jio র IPO আসছে বাজারে, বড় ঘোষণা মুকেশ আম্বানির।
Aajtak Bangla
  • মুম্বই,
  • 29 Aug 2025,
  • अपडेटेड 5:02 PM IST
  • Jio র IPO আসছে শেয়ার বাজারে(Share Market)।
  • রিলায়েন্সের চেয়ারম্যান মুকেশ আম্বানি(Mukesh Ambani) জানালেন, ২০২৬ সালের প্রথমার্ধেই Jio র পাবলিক লিস্টিং হতে পারে।
  • আগামী বছর ভারতের অন্যতম বহুল প্রচলিত সংস্থার মেগা IPO আসতে পারে বাজারে।

Jio র IPO আসছে শেয়ার বাজারে(Share Market)। রিলায়েন্সের চেয়ারম্যান মুকেশ আম্বানি(Mukesh Ambani) জানালেন, ২০২৬ সালের প্রথমার্ধেই Jio র পাবলিক লিস্টিং হতে পারে। তার প্রস্তুতি চলছে পুরোদমে। এবার বাকিটা নির্ভর করছে বাজার নিয়ন্ত্রকের অনুমোদনের উপর। অর্থাৎ, আগামী বছর ভারতের অন্যতম বহুল প্রচলিত সংস্থার মেগা IPO আসতে পারে বাজারে। Jio র আইপিও লঞ্চ যে ২০২৬ সালে ভারতের শেয়ার বাজারের যে অন্যতম বড় ইভেন্ট হতে চলেছে, তা বলাই বাহুল্য। 

রিলায়েন্সের বার্ষিক সাধারণ সভায় JIO IPO র ঘোষণা মুকেশ আম্বানির
শুক্রবার রিলায়েন্সের ৪৮তম বার্ষিক সাধারণ সভায় (Reliance AGM 2025) মুকেশ আম্বানি এই ঘোষণা করেন। জিওর আইপিও ঘোষণা করে RIL চেয়ারম্যান বলেন, 'অত্যন্ত গর্বের সঙ্গে জানাই, জিও আইপিও ছাড়ার জন্য সবরকম প্রস্তুতি নিচ্ছে। আগামী ২০২৬ সালের মধ্যেই জিওকে লিস্টেড করার টার্গেট নেওয়া হয়েছে। সমস্ত প্রয়োজনীয় অনুমোদন পেলে, জিও এটা প্রমাণ করে দেবে যে তারা বিশ্বমানের কোম্পানিগুলির মতোই ভ্যালু অ্যাডিশন করার ক্ষমতা রাখে।'

বিশ্লেষকরা যা বলছেন
বাজার বিশ্লেষকদের মতে, এই জিওর আইপিও ভারতের ইতিহাসে অন্যতম বড় শেয়ার মার্কেট লিস্টিং হতে চলেছে। এমনিতেই বর্তমানে ভারতে টেলিকম ব্যবসায় এক নম্বরে জিও। তাছাড়াও বিভিন্ন প্রযুক্তি ক্ষেত্র, রিটেল বিজনেসেও ক্রমেই প্রসার বাড়াচ্ছে সংস্থা। Jio র নাম শোনেনি এমন ব্যক্তির সংখ্যাও বিরল। ফলে এহেন সংস্থার শেয়ার IPO নিয়ে যে বেশ উন্মাদনা হবে, তা ধরে নেওয়াই যায়। 

মুকেশ আম্বানি জানিয়েছেন, ডিজিটাল ইন্ডিয়ার মডেলকেই পাথেয় করে এগিয়ে চলবে জিও। ব্রডব্যান্ড থেকে এআই, স্মার্ট হোম থেকে ইন্টারন্যাশানাল এক্সপ্যানশন, প্রতিটি ক্ষেত্রেই জিওর বড় টার্গেট সেট করেছে। ফলে জিওর আইপি নিয়ে যে বেশ হইচই হবে, তা বলাই বাহুল্য।

Read more!
Advertisement
Advertisement