Advertisement

Stock Market Crash: শেয়ারমার্কেটে ধস, শীর্ষে থাকা কোম্পানিগুলির ৩.৯ লাখ কোটি গায়েব

Stock Market Weekly: শেয়ারমার্কেটে তুলকালাম, এক সপ্তাহে দেশের শীর্ষে থাকা, সেরা কোম্পানিগুলির শেয়ার হোল্ডারদের মোট৩.৯ লাখ কোটি গায়েব। শেয়ারহোল্ডারদের মাথায় হাত। আপনার শেয়ার যদি থেকে থাকে, তাহলে সাবধান হয়ে যান।

শেয়ার মার্কেটে পতন, ৩.৯ লাখ কোটি গায়েব
Aajtak Bangla
  • মুম্বই,
  • 19 Jun 2022,
  • अपडेटेड 5:20 PM IST
  • ভারতে শেয়ারমার্কেট তছনছ হয়ে চলেছে
  • এক সপ্তাহে পতনে শেয়ার হোল্ডারদের মাথায় হাত
  • শীর্ষে থাকা কোম্পানিগুলির ৩.৯ লাখ কোটি গায়েব

শেয়ার মার্কেটে এ সময় পরিস্থিতি এক্কেবারে ভালো নয়। বাজারে প্রায় মাসাধিককাল ধরে পতন অব্যাহত রয়েছে। এখন স্থিতি এমন হয়ে গিয়েছে যে একই দিনে বড় বড় পতন ঘটতে শুরু করেছে। গত সপ্তাহ থেকে স্টক মার্কেটের পরিস্থিতি কমবেশি এমন হয়ে গিয়েছে যে, বাজারের টপ টেন কোম্পানির শেয়ারহোল্ডার ৩.৯১ লাখ কোটি টাকা সাফ হয়ে গিয়েছে।

সেরা দশ কোম্পানির পরিস্থিতিই খারাপ

এখানে বিষয়টি হল শেয়ার বাজারের সবচেয়ে বেশি মার্কেট ক্যাপিটালাইজেশন টপ টেন কোম্পানিগুলির। ওয়ার্ল্ড টপ টেন কোম্পানি এই কোম্পানিটির শেয়ারের মূল্য গত সপ্তাহে বড় সংখ্যায় পড়ে গিয়েছে। জাতে ওই কোম্পানিগুলির মার্কেট ক্যাপিটালাইজেশন অত্যন্ত নীচে নেমে এসেছে এবং এর শেয়ারহোল্ডারদের মোট সম্পত্তি ৩.৯১ লাখ কোটি টাকা কমে গিয়েছে।

সবচেয়ে বড় ঝটকা টিসিএস শেয়ার হোল্ডারদের

গত সপ্তাহে সবচেয়ে বড় এমকে টিসিএসের পড়েছে। কোম্পানির মার্কেট ক্যাপিটালাইজেশন ৫০ লাখ কোটি টাকা থেকে নেমে ১১ লক্ষ ৩০ হাজার ৩৭২.৪৫ কোটি টাকা হয়ে গিয়েছে। এখানে দেশের সবচেয়ে মূল্যবান কোম্পানি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ এর পরিস্থিতিও খুব একটা ভালো নয়। কোম্পানির এমক্যাপ গত সপ্তাহে ৮৪ হাজার ৩৫২.৭৬ কোটি টাকা পড়ে গিয়েছে। এখন কোম্পানির মোট মূল্য ১৭ লক্ষ ৫১ হাজার ৬৮০.৫২ কোটি টাকা হয়ে গিয়েছে।

ক্ষতির মুখে পড়েছে এই সমস্ত কোম্পানির শেয়ার হোল্ডাররাও

একইভাবে ইনফোসিসের ৩৭ হাজার ৬৫৬.৬২ কোটি টাকা পড়ে ৫ লক্ষ ৩০ হাজার ৮৪৩.১০ কোটি টাকা হয়ে গিয়েছে। এলআইসির ৩৪৭৮৭.৪৯ কোটি টাকা পড়ে ৪ লক্ষ ১৪ হাজার ৯৭.৬০ কোটি টাকায় চলে এসেছে। এইচডিএফসি ব্যাংক ৩৩ হাজার ৫০৭.৬৬ কোটি টাকা পড়ে ৭ লক্ষ ১৬ হাজার ৩৭৩.১৩ কোটি টাকায় এবং এইচডিএফসি ২২ হাজার ৯৭৭.৫১ কোটি টাকা পড়ে ৩ লাখ ৭২ হাজার ৪৪২.৬৩ কোটি টাকা হয়ে গিয়েছে।

Advertisement

গত সপ্তাহের টপ টেন কোম্পানির মধ্যে কারো এম ক্যাপ উপরে চড়েনি

ক্ষতি চলতে থাকা কোম্পানিগুলি আইসিআইসিআই ব্যাংকের মারকেট ক্যাপ ২২ হাজার ২০৩.৬৯ কোটি টাকা পড়ে ৪ লক্ষ ৭৮ হাজার ৫৪০.৫৮ কোটি টাকা, হিন্দুস্তান ইউনিলিভারের ২০ হাজার ৫৩৫.৪৩ কোটি টাকা পড়ে ৪ লক্ষ ৯৬ হাজার ৩৫১.১৫ কোটি টাকা, এসবিআই ৮ হাজার ৫৬৩.১৯ কোটি টাকা পড়ে ৩ লক্ষ ৯৩ হাজার ৫৭৫.৩৭ কোটি টাকায় রয়েছে। 

এয়ারটেল ১৬ হাজার ০৯.২৬ কোটি টাকা পড়ে ৩ লক্ষ ৫৩ হাজার ৬০৪.১৮ কোটি টাকাতে এসে স্থির হয়েছে। তালিকা অনুযায়ী মিড ক্যাপের সবচেয়ে উপরে রয়েছে রিলায়েন্স। এরপরে টিসিএস, এইচডিএফসি, ইনফোসিস, হিন্দুস্তান ইউনিলিভার, আইসিআইসিআই ব্যাঙ্ক, এলআইসি, এসবিআই, এইচডিএফসি এবং ভারতী এয়ারটেল রয়েছে।

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement