দেশের অন্যতম সস্তা এবং সেরা মাইলেজ গাড়ি মারুতি অল্টোর নতুন মডেল লঞ্চ হতে চলেছে৷ এখন তারই প্রস্তুতিতে ব্যস্ত সংস্থা। ইতিমধ্যেই এটির কিছু ছবিও ইন্টারনেটে ভাইরাল হয়েছে, যাতে নতুন গাড়ির লুক দেখা যাচ্ছে। তাহলে নতুন Maruti Alto 2022 কি সত্যিই এইরকমই দেখতে?
New Alto-র ঝাঁ চকচকে লুক
ভাইরাল হওয়া ছবিতে যে Maruti Alto দেখা যাচ্ছে সেটি আসলে জাপানের বাজারে আসা Maruti Alto Kei। এটি ভারতে বিক্রি হওয়া অল্টোর থেকে সম্পূর্ণ আলাদা একটি গাড়ি। Alto Kei একটি 660cc-র পেট্রোল ইঞ্জিনের গাড়ি। আর ভারতে যে অল্টো বিক্রি হয় সেটি 796cc-র।
শীঘ্রই আসছে Alto
মারুতি সুজুকি ইন্ডিয়া 2022 সালে নিজেদের অনেক গাড়ির নতুন মডেল লঞ্চ করেছে। তার মধ্যে রয়েছে Celerio, Baleno এবং WagonR। এবার সংস্থা ভারতের বাজারে তাদের Maruti Alto-র নতুন সংস্করণ লঞ্চ করতে চলেছে। এর উৎপাদন জুনে শুরু হবে বলে মনে করা হচ্ছে। কোম্পানি এটি 2022 সালের দ্বিতীয়ার্ধের শুরুতে লঞ্চ করতে পারে।
নতুন অল্টোর ডিজাইন এবং আকৃতি একই থাকতে পারে। তবে এটির সামনে নতুন গ্রিল এবং বাম্পার দেওয়া হতে পারে। যা গাড়িটিকে নতুন লুক দেবে। শুধু তাই নয়, কোম্পানি নতুন অল্টোতে 7-ইঞ্চি ইনফোটেইনমেন্ট স্ক্রিন, অ্যান্ড্রয়েড অটো বা অ্যাপল কার প্লে-র মতো অপশানও দিতে পারে। একইসঙ্গে, পাওয়ার উইন্ডো, ডুয়াল এয়ারব্যাগ এবং সিএনজি অপশানের সঙ্গেও আসতে পারে গাড়িটি।
যদিও নতুন Maruti Alto-র ভাইরাল হওয়া ছবি সম্পর্কে মন্তব্য করতে অস্বীকার করেছে সংস্থা। তবে খুব শীঘ্রই নতুন Maruti Alto বাজারে আসবে বলে ইঙ্গিত দেওয়া হয়েছে সংস্থার পক্ষ থেকে।
আরও পড়ুন - মাত্র ২ দিনে কীভাবে Six pack abs বানালেন এই যুবক? ভিডিও Viral