Advertisement

Mukesh Ambani Succession Plan: জিও-তে আকাশ, রিটেলে ইশা, ছোট ছেলেকে বড় দায়িত্ব অম্বানির

রিলায়েন্স গ্রুপের ব্যবসা ডিজিটাল, খুচরো এবং এনার্জি- এই তিন ভাগে ভাগ করা হবে। এজিএমে ভাষণ দেওয়ার সময় মুকেশ আম্বানিও নতুন প্রজন্মের প্রশংসা করেন।

অম্বানি পরিবার।
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 30 Aug 2022,
  • अपडेटेड 4:12 PM IST
  • রিলায়েন্স গ্রুপের ব্যবসা ডিজিটাল, খুচরো এবং এনার্জি- এই তিন ভাগে ভাগ করা হবে।
  • এজিএমে ভাষণ দেওয়ার সময় মুকেশ আম্বানিও নতুন প্রজন্মের প্রশংসা করেন।

বিগত দুই দশক ধরে দায়িত্ব সামলেছেন। এবার নতুন প্রজন্মকে ধীরে ধীরে জায়গা ছেড়ে দিচ্ছেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ অম্বানি। সোমবার সংস্থার ৪৫তম বার্ষিক সাধারণ সভায় (RIL 45th AGM) ভাষণ দিতে গিয়ে তিন সন্তানের মধ্যে দায়িত্ব ভাগাভাগি করার  ইঙ্গিত দেন। বড় ছেলে আকাশ অম্বানিকে ইতিমধ্যেই রিলায়েন্স জিওর দায়িত্ব দেওয়া হয়েছে। মেয়ে ইশা অম্বানি রিলায়েন্স রিটেলের ব্যবসা দেখাশোনা করছেন। মুকেশ অম্বানি জানান,ছোট ছেলে অনন্ত অম্বানি রিলায়েন্সের নতুন প্রাকৃতিক জ্বালানির নতুন ব্যবসায় মনোযোগ দিচ্ছেন।

এতে স্পষ্ট, রিলায়েন্স গ্রুপের ব্যবসা ডিজিটাল, খুচরো এবং এনার্জি- এই তিন ভাগে ভাগ করা হবে। এজিএমে ভাষণ দেওয়ার সময় মুকেশ আম্বানিও নতুন প্রজন্মের প্রশংসা করেন। তিনি বলেন,'নতুন প্রজন্ম আত্মবিশ্বাসের সঙ্গে কোম্পানির দায়িত্ব নিজেদের হাতে নিচ্ছে'। তিনি আরও বলেন,'আকাশ এবং ইশা জিও এবং রিটেল ব্যবসায় নেতৃত্ব দিচ্ছে। শুরু থেকে আমাদের কনজিউমার ব্যবসায় উৎসাহ দেখিয়েছে দু'জনে। অনন্তও নতুন এনার্জি ব্যবসা দেখভাল করছে। জামনগরেই বেশিরভাগ সময় কাটাচ্ছে। তিনজনই আমার বাবার চিন্তাধারাকে এগিয়ে নিয়ে চলেছে।'

গত জুনে আকাশ অম্বানিকে Jio Platforms Ltd-এর একটি সহযোগী প্রতিষ্ঠান Reliance Jio Infocomm Ltd-এর চেয়ারম্যান করা হয়েছিল। গতকাল এজিএমে মুকেশ অম্বানি ইশা এবং অনন্তের ভূমিকাও স্পষ্ট করে দিয়েছেন। তবে তাঁদের ঘোষণা করা হয়নি। মুকেশ অম্বানির রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের পাশাপাশি জিও-র চেয়ারম্যান। রিলায়েন্স রিটেল ভেঞ্চারস লিমিটেডের নেতৃত্বও দিচ্ছেন। যদিও আকাশ এবং ইশা  ২০১৪ সালের অক্টোবর থেকে রিলায়েন্স রিটেইল ভেঞ্চারস লিমিটেড এবং জিও প্ল্যাটফর্ম লিমিটেডের বোর্ডে রয়েছেন। 

আরও পড়ুন- দুবাইয়ের সবচেয়ে দামি ভিলার মালিক অম্বানি! দেখুন ছবি 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement