Advertisement

Multibagger Stock: ৩০ টাকার শেয়ার ৩ বছরে ২১০০ পার, ৭০০০% রিটার্ন আদানির এই স্টকে

Best Multibagger Stock: প্রায় ৪ বছর আগে ৩০ টাকারও কমে শুরু হয়েছিল যাত্রা। ২০১৮ সালের ২২ জুন শেয়ারের দাম ছিল মাত্র ২৯.৪৫ টাকা। এখন মূল্য ২১২৮.৯০ টাকা।

গৌতম আদানির এই কোম্পানির শেয়ারে ৭০০০ শতাংশ রিটার্ন তিন বছরে।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 19 Feb 2022,
  • अपडेटेड 2:58 PM IST
  • আদানি গ্রিনে মালামাল বিনিয়োগকারীরা।
  • তিন বছরে ৭০০০ শতাংশ বৃদ্ধি।
  • আরও বৃদ্ধির পূর্বাভাস।

কয়েক দিন ধরে পড়ছে শেয়ার বাজার। এর মধ্যেও কয়েকটি স্টক দারুণ পারফর্ম করছে। এই সব স্টকে বাম্পার কামিয়েছেন বিনিয়োগকারীরা। আদানি গোষ্ঠীর এমনই একটি স্টক দারুণ রির্টান দিয়েছে। ৩ বছরে ৭০০০ শতাংশ বেড়েছে আদানি গ্রিন (Adani Green Share)।

শুক্রবার বম্বে স্টেক এক্সচেঞ্জ বন্ধে সময় আদানি গ্রিনের মূল্য ২১২৮.৯০ টাকা। ঠিক ৩ বছর আগে ২০১৯ সালের ১৮ ফেব্রুয়ারি শেয়ারটির দাম ছিল মাত্র ৩০.১০ টাকা। অর্থাৎ ৩ বছরে ২১০০ টাকার কাছাকাছি বেড়েছে এই শেয়ার। রিটার্ন ৬৯৬৮ শতাংশ। দিন কয়েক আগে আদানি গ্রিনের মার্কেট ক্যাপ ৩ লক্ষ কোটি টাকা পেরিয়ে গিয়েছিল। আইটিসি, টাইটানের মতো বড় সংস্থার সমতুল হয়ে উঠেছে আদানির এই সংস্থা। 

আদানি গ্রিনে ৩ বছর আগে বিনিয়োগ করলে এখন ঠিক কত টাকার মালিক হবেন? ধরা যাক ৩ বছরে আগে ১ লক্ষ টাকা বিনিয়োগ করেছেন কোনও বিনিয়োগকারী। তার পোর্টফোলিও-র মূল্য এখন ৭০.৬৯ লক্ষ টাকা। স্টক বিএসই-কে ছুঁয়েছে সর্বোচ্চকালীন রেকর্ড দর। পৌঁছে গিয়েছে ২১২৮.৯০ টাকায়। যদিও সেনসেক্স ও নিফটি লাগাতার তিন দিন ধরে পতন দেখছে। তার উল্টো পথে আদানি গ্রিন। গত ৪ দিনে ১১ শতাংশ বেড়েছে শেয়ারের মূল্য। 

শুরুতে ধুঁকছিল

শেয়ার বাজারে প্রবেশ করে সুখকর অভিজ্ঞতা হয়নি আদানি গ্রিনের  (Adani Green Share)। প্রায় ৪ বছর আগে ৩০ টাকারও কমে শুরু হয়েছিল যাত্রা। ২০১৮ সালের ২২ জুন শেয়ারের দাম ছিল মাত্র ২৯.৪৫ টাকা। ১০০ টাকায় পৌঁছতে লেগে গিয়েছিল দেড় বছর। করোনাকালে গতি বাড়ে এই শেয়ারের। দেখতে দেখতে ৫০০ টাকা, ১০০০ টাকা ও ১৫০০ টাকা পেরিয়ে যায় আদানি গ্রিন। এভাবে ৭০০০ শতাংশ বেড়েছে শেয়ারের দর। 

আরও উত্থানের আভাস

Advertisement

কোম্পানির আয়তন বজাজ ফিনসার্ভ, অ্যাভিনিউ সুপারমার্ট, লার্সন অ্যান্ড টুর্বো, আইটিসি. মারুতি সুজুকি ও টাইটানের মতো। অতিসম্প্রতি একটি সংস্থা ভাল রেটিং দিয়েছে আদানি গ্রিনকে। আগামী দু'বছরে এই স্টক ২৮১০ টাকায় পৌঁছতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। 

দেশের সবচেয়ে বড় পুনর্ব্যবহারযোগ্য শক্তির সংস্থা আদানি গ্রিন। এখন তাদের ১৩৯৯০ মেগাওয়াটের ক্ষমতা রয়েছে। ডিসেম্বরে বিক্রি ৯৭ শতাংশ বেড়ে ২.৫০ কোটি ইউনিটে পৌঁছে গিয়েছিল। ডিসেম্বর ত্রৈমাসিকে কোম্পানির ক্ষমতা ৮৪ শতাংশ বেড়ে হয়েছে ৫৪১০ মেগাওয়াট।    

আরও পড়ুন- আর মাত্র ৩ সপ্তাহ, LIC IPO-তে এই তারিখে বাম্পার কামাইয়ের সুযোগ

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement