Advertisement

Multibagger Stock: এক বছরে ২৫০% রিটার্ন, ২০২৩ সালে লগ্নিকারীদের মালামাল করেছে এই স্টক

Multibagger Stock: শেয়ার থেকে বড় রিটার্নের জন্য ধৈর্য্য ধরার প্রয়োজন। আপনি যদি কোনও শেয়ারে বিনিয়োগ করার পর দীর্ঘ মেয়াদে অপেক্ষা করতে পারেন, তাহলে আপনিও লাভবান হতে পারেন। এরকম একটি শেয়ার হল সুজলন এনার্জি। এই শেয়ার তার বিনিয়োগকারীদের ২৫০% রিটার্ন দিয়ে মালামাল করেছে।

এক বছরে ২৫০% রিটার্ন, ২০২৩ সালে লগ্নিকারীদের মালামাল করেছে সুজলন এনার্জির স্টক।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 22 Dec 2023,
  • अपडेटेड 10:26 AM IST
  • শেয়ার থেকে বড় রিটার্নের জন্য ধৈর্য্য ধরার প্রয়োজন।
  • আপনি যদি কোনও শেয়ারে বিনিয়োগ করার পর দীর্ঘ মেয়াদে অপেক্ষা করতে পারেন, তাহলে আপনিও লাভবান হতে পারেন।
  • এরকম একটি শেয়ার হল সুজলন কেপি।

High Return Investment Plan: কিছু শেয়ারে বিপুল রিটার্নের জেরে বিনিয়োগকারীরা সামান্য টাকা ঢেলেই কোটিপতি হয়ে যান। তবে শেয়ার থেকে বড় রিটার্নের জন্য ধৈর্য্য ধরার প্রয়োজন। আপনি যদি কোনও শেয়ারে বিনিয়োগ করার পর দীর্ঘ মেয়াদে অপেক্ষা করতে পারেন, তাহলে আপনিও লাভবান হতে পারেন। এরকম একটি শেয়ার হল সুজলন এনার্জি।

১৯৩.২ মেগাওয়াট বায়ু বিদ্যুৎ প্রকল্পের অর্ডার পেয়েছে সুজলন
কেপি গ্রুপ থেকে ১৯৩.২ মেগাওয়াট বায়ু বিদ্যুৎ প্রকল্পের অর্ডার পেয়েছে সুজলন। এ খবরের পর বিনিয়োগকারীদের মধ্যে এই শেয়ার কেনার জন্য উৎসাহ দেখা গিয়েছে। এই স্টক ২০২৩ সালে একটি দুর্দান্ত বৃদ্ধির মুখে দাঁড়িয়েছে। এ বছর এ পর্যন্ত প্রায় আড়াইশ শতাংশ রিটার্ন দিয়েছে এই শেয়ারটি।

২০২৩ সালে এখন পর্যন্ত ২৫০% রিটার্ন
সুজলন এনার্জির শেয়ার গত এক বছরে মাল্টিব্যাগার হিসেবে প্রমাণিত হয়েছে। ২০২৩ সালে (২১ ডিসেম্বর ২০২৩) এ পর্যন্ত রিটার্ন ২৪৫ শতাংশের বেশি হয়েছে। গত ৬ মাসের রিটার্ন ১৬৫ শতাংশ। বুধবার, স্টক লোয়ার সার্কিটে ৩৫.৬৫ পয়েন্টে বন্ধ হয়েছে। ২১ ডিসেম্বর ২০২৩-এ কোম্পানির মার্কেট ক্যাপ প্রায় ৫০,০৯৮ কোটি টাকা BSE-তে পৌঁছেছে। অর্ডার পাওয়ার সঙ্গে সঙ্গেই বৃহস্পতিবার প্রাথমিক লেনদেন সেশনে শেয়ারে জোরালো উত্থান হয়। স্টক প্রায় ৪.৪ শতাংশ লাফিয়েছে। সুজলনের ব্যালেন্স শীট এখন ঋণমুক্ত। সুজলন এনার্জি বায়ু শক্তি সেক্টরের বৃহত্তম কোম্পানি। দেশীয় বাজারে কোম্পানিটির মার্কেট শেয়ার ৩৩ শতাংশ।

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement