Advertisement

Multibagger Stock: মাত্র ৬ টাকার স্টক পৌঁছে গেল ২১৬-তে, দিচ্ছে বোনাস শেয়ারও

মধ্যপ্রদেশের ধর জেলার পিথমপুরে একটি বাণিজ্যিক কারখানা রয়েছে সংস্থার। তারা এলপিজি সিলিন্ডার তৈরি করে। পজিশনাল বিনিয়োগকারীদের বোনাস ইক্যুইটি শেয়ার উপহার দিতে চলেছে সংস্থা।

Multibagger stockMultibagger stock
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 17 Dec 2022,
  • अपडेटेड 9:58 PM IST
  • বিনিয়োগকারীদের জবরদস্ত রিটার্ন দিচ্ছে স্মল-ক্যাপ ফার্ম সার্থক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ার
  • পজিশনাল বিনিয়োগকারীদের বোনাস ইক্যুইটি শেয়ার উপহার দিতে চলেছে সংস্থা।

বিনিয়োগকারীদের জবরদস্ত রিটার্ন দিচ্ছে স্মল-ক্যাপ ফার্ম সার্থক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ার। বাণিজ্যিক পরিষেবা শিল্পে কাজ করে সংস্থা। সার্থক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের মার্কেট ক্যাপ ১১৩.৭৭ কোটি টাকা। মধ্যপ্রদেশের ধর জেলার পিথমপুরে একটি বাণিজ্যিক কারখানা রয়েছে সংস্থার। তারা এলপিজি সিলিন্ডার তৈরি করে। পজিশনাল বিনিয়োগকারীদের বোনাস ইক্যুইটি শেয়ার উপহার দিতে চলেছে সংস্থা।

৩টি শেয়ারের জন্য ১টি শেয়ার বোনাস

স্টক এক্সচেঞ্জে সংস্থা জানিয়েছে,তিনটি শেয়ারের উপর একটি শেয়ার বোনাস দেবে তারা। যার ফেস ভ্যালু ১০ টাকা। এই বোনাস ইস্যু করা হবে ২০ ডিসেম্বর। শুক্রবার সার্থক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ার ৩.৮৯ শতাংশ কমে ১৬৩.২৫ টাকায় বন্ধ হয়েছে। সংস্থার শেয়ার বিএসইতে ১৬৯.৮৫ টাকায় বন্ধ হয়েছিল।

আরও পড়ুন

পাঁচ বছরে বিরাট লাফ

২০১৮ সালের ৫ মার্চ সংস্থার শেয়ারের দাম ছিল ৫.৯৫ টাকা।  গত পাঁচ বছরে স্টকটি ২,৬৮৩ শতাংশ বেড়েছে। গত এক বছরে এই স্টক ৭০ শতাংশের বেশি বেড়েছে। YTD-র ভিত্তিতে এই স্টকটি বেড়েছে ৫২.৩৫ শতাংশ। একই সময়ে গত ৬ মাসে সার্থক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ার দর বেড়েছে ১৯৩.১০ শতাংশ।

সার্থক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ার বিনিয়োগকারীদের কয়েক গুণ রিটার্ন দিয়েছে৷ কোনও বিনিয়োগকারী এক বছর আগে এই স্টক কিনলে তিনি ৬৫ শতাংশের বেশি রিটার্ন পাচ্ছেন। ২০২২ সালে কোম্পানির স্টক ৫০ শতাংশের বেশি বেড়েছে।

৫২ সপ্তাহে সর্বনিম্ন ও সর্বোচ্চ দর

সার্থক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের স্টকের ৫২ সপ্তাহের সর্বোচ্চ দর ২১৬.০৫। এবং সর্বনিম্ন দর ৪৬.১০ টাকা। এই পরিসংখ্যান বুঝিয়ে দিচ্ছে  যে স্টকের বাজার মূল্য বর্তমানে এক বছরের সর্বোচ্চস্তর থেকে ২৪.৪৩ শতাংশ নীচে। 

Read more!
Advertisement
Advertisement