
কয়েক মাস ধরেই শোনা যাচ্ছে নয়া শ্রম আইন (New Labour Code) চালু করবে কেন্দ্র সরকার। তবে কবে থেকে নতুন শ্রম আইন আসবে তা নিয়ে এখনও পর্যন্ত নিশ্চিতভাবে খবর পাওয়া যায়নি। তবে এটা ঠিক, খুব শিগগিরই এই নতুন কোড চালু হবে। অনেকেই মনে করছেন ১ অক্টোবর থেকেই চালু হতে পারে। অর্থাৎ দুর্গাপুজোর আগেই নতুন শ্রম কোড অনুযায়ী বেতন ঢুকতে পারে। (September Salary)
আর এই কোড বা নতুন শ্রম আইন চালু হলে তার প্রভাব পড়বে সাধারণ মানুষের জীবনে। চাকরিজীবী ও সাধারণ শ্রমিকদের জীবনেও এর প্রভাব দেখা দেবে। নতুন কোড কার্যকর হওয়ার পর সাপ্তাহিক ছুটি ও বেতনে পরিবর্তন আসবে। শ্রম আইনের উন্নতির লক্ষ্যে পুরনো শ্রম আইনকে ৪টি শ্রম কোডের অধীনে করার প্রস্তাব দিয়েছে শ্রম মন্ত্রক। এই চারটি শ্রম কোড হল মজুরি, সামাজিক নিরাপত্তা, শিল্প সম্পর্ক ও পেশাগত নিরাপত্তা।
আরও পড়ুন : Sleeping Tips Triparna Chakraborty : গভীর ঘুম কীভাবে? সিক্রেট বললেন ঘুমিয়ে ৫ লাখ জয়ী শ্রীরামপুরের ত্রিপর্ণা
গত ২৫ অগাস্ট জাতীয় শ্রম সম্মেলনে ভাষণ দেওয়ার সময়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) নয়া শ্রম আইন কার্যকরের কথা বলেছিলেন।তিনি জানিয়েছিলেন, মানুষের ব্যক্তিগত জীবন ও কাজের মধ্যে ভারসাম্য আনতে নতুন শ্রম আইন আনা হচ্ছে। কেন্দ্রীয় সরকার চায় সমস্ত রাজ্য একযোগে নতুন শ্রমবিধি কার্যকর করুক।
নতুন Labour Code-এ কী কী পরিবর্তন ?
অর্থাৎ নতুন শ্রম কোডের ফলে আপনার কাজের সময় থেকে PF-এ অংশগ্রহণ, মূল বেতনের মতো অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে পরিবর্তন হবে। সামগ্রিকভাবে, এই শ্রমবিধি বেসরকারি ক্ষেত্রে কর্মরত ব্যক্তিদের জন্যও উপকারী হতে চলেছে।