Advertisement

Political Donations: কোটি কোটি টাকা চাঁদা পেয়েছে BJP, TMC ও CPIM, সেই কর্পোরেট সংস্থাগুলির নাম প্রকাশ

কর্পোরেট সংস্থাগুলির থেকে চাঁদা নেওয়ার ক্ষেত্রে এগিয়ে বিজেপি। কংগ্রেস, তৃণমূল ও সিপিএমের অনুদান-বাক্সেও এসেছে কর্পোরেটের টাকা।

মমতা-মোদী-সেলিম-রাহুল। মমতা-মোদী-সেলিম-রাহুল।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 05 Apr 2022,
  • अपडेटेड 12:20 PM IST
  • রাজনৈতিক দলগুলিকে চাঁদার ক্ষেত্রে অগ্রগণ্য ভারতী এন্টারপ্রাইজ।
  • ৭৮ শতাংশ কর্পোরেট চাঁদাই গিয়েছে বিজেপির ঝুলিতে।
  • সিপিআই-র ভাঁড়ার শূন্য।

বহুজাতিক সংস্থাগুলির কাছ থেকে প্রতিবছর কোটি কোটি টাকা চাঁদা বা অনুদান পায় দেশের প্রায় প্রতিটি রাজনৈতিক দল। নামি-দামি সংস্থা তো বটেই বহু অখ্যাত কোম্পানিও চাঁদা দেয়। রাজনীতিতে স্বচ্ছতা সংক্রান্ত সমীক্ষায় যুক্ত অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস (এডিআর)-র সাম্প্রতিক এক প্রতিবেদনে রাজনৈতিক দলগুলিকে অনুদান দেওয়া সংস্থাগুলির নাম প্রকাশিত হয়েছে। ২০১৯-২০ আর্থিক বছর ভারতী গোষ্ঠী (ভারতী এন্টারপ্রাইজ) এবং আইটিসি-র মতো সংস্থাগুলি রাজনৈতিক দলগুলিকে অনুদান দেওয়ার ক্ষেত্রে অগ্রগণ্য।

ADR রিপোর্ট অনুযায়ী, ভারতী এন্টারপ্রাইজের নিয়ন্ত্রণাধীন প্রুডেন্ট ইলেক্টোরাল ট্রাস্ট অনুদানের ক্ষেত্রে সবচেয়ে এগিয়ে রয়েছে। ২০১৯-২০ আর্থিক বছরে রাজনৈতিক দলগুলিকে ২৪৭.৭৫ কোটি টাকা দান করেছে তারা। এই ট্রাস্টটি ২০১৬-১৭ এবং ২০১৭-১৮ সালেও অনুদান দেওয়ার ক্ষেত্রে এগিয়ে ছিল। এই দুই বছরে, ট্রাস্ট শুধুমাত্র বিজেপি এবং কংগ্রেসকে (INC) ৪২৯.৪২ কোটি টাকা দান করেছে। তখন এটি সত্য ইলেক্টোরাল ট্রাস্ট নামে পরিচিত ছিল। ২০১৯-২০ অর্থবর্ষেও এই ট্রাস্টটি মূলত বিজেপি এবং কংগ্রেসকে দান করেছে। এই সময়ের মধ্যে প্রুডেন্ট ইলেক্টোরাল ট্রাস্ট থেকে বিজেপি ২১৬.৭৫ কোটি এবং কংগ্রেস ৩১ কোটি পেয়েছে।

২০১৯-২০ আর্থিক বছরে অনুদানের ক্ষেত্রে শীর্ষে রয়েছে আইটিসি লিমিটেড, জনকল্যাণ ইলেক্টোরাল ট্রাস্ট, বিজি শিরকে কনস্ট্রাকশন প্রাইভেট লিমিটেড এবং পঞ্চশীল কর্পোরেট পার্ক প্রাইভেট লিমিটেডের মতো কর্পোরেট সংস্থাগুলি। ২০১৯-২০ আর্থিক বছরে ভারতী এন্টারপ্রাইজের প্রুডেন্ট ইলেক্টোরাল ট্রাস্ট অনুদানের ক্ষেত্রে এগিয়ে ছিল। ২০১৮-১৯ আর্থিক বছরে এই সংস্থা ছিল দ্বিতীয় স্থানে। তার পর টাটাদের প্রগতিশীল নির্বাচনী ট্রাস্ট। 

আরও পড়ুন

BJP একাই পেয়েছে ৭৮ শতাংশ অনুদান

কোনও দলকে ২০ হাজার টাকার বেশি চাঁদা দেওয়ার জন্য দাতাকে নাম, ঠিকানা এবং প্যান নম্বর সম্পর্কে তথ্য দিতে হয়। এর চেয়ে কম অনুদান দেওয়ার ক্ষেত্রে নাম-ঠিকানা না দিলেও চলে। পরে দলগুলি নিজেদের অনুদানের হিসাব নির্বাচন কমিশনকে জানায়। এডিআর-র রিপোর্ট অনুযায়ী, কেন্দ্রের শাসক দল ভারতীয় জনতা পার্টি অনুদান পাওয়ার ক্ষেত্রে সবাইকে পিছনে ফেলে দিয়েছে। ২০১৯-২০ অর্থবছরে শীর্ষ-৫ দলগুলি ৯২১.৯৫ কোটি টাকার কর্পোরেট অনুদান পেয়েছে। এর মধ্যে ৭২০.৪০ কোটি টাকা ঢুকেছে বিজেপির চাঁদা বক্সে। 

Advertisement

বিজেপি ছাড়া আর কে কে? 

বিজেপি ছাড়াও অনুদান পেয়েছে কংগ্রেস, এনসিপি, কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া (সিপিএম) এবং তৃণমূল কংগ্রেস (এআইটিসি)। এবার সিপিআই কোনও চাঁদা পায়নি। তাদের ভাঁড়ার শূন্য। কংগ্রেস ও এনসিপি পেয়েছে যথাক্রমে ১৩৩.০৪ কোটি এবং ৫৭.০৮ কোটি টাকা। মুথুট ফাইন্যান্স থেকে ২.৬৫ কোটি,, কল্যাণ জুয়েলার্স থেকে ১.১২ কোটি এবং নবযুগ ইঞ্জিনিয়ারিং থেকে ০.৫ কোটি টাকা পেয়েছে সিপিএম। নিউ ডেমোক্রেটিক ইলেক্টোরাল ট্রাস্ট, টেক্সম্যাকো ইনফ্রাস্ট্রাকচার হোল্ডিং লিমিটেড এবং টেক্সম্যাকো রেল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড চাঁদা দিয়েছে তৃণমূলকে। একইভাবে এনসিপি বিজি শিরকে কনস্ট্রাকশন প্রাইভেট লিমিটেড (Shirke Construction Pvt Ltd), পঞ্চশীল কর্পোরেট পার্ক (Panchsheel Corporate Park Pvt Ltd) এবং মর্ডান রোড মেকার্স প্রাইভেট লিমিটে়ড (Modern Road Makers Pvt Ltd) থেকে অনুদান পেয়েছে।

Read more!
Advertisement
Advertisement