নতুন করে আর কোনও গ্রাহককে পরিষেবা দিতে পারবে না পেটিএম পেমেন্টস ব্যাঙ্ক। শুক্রবার জানিয়ে দিল রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া (RBI)। তারা জানিয়েছে, নতুন করে কোনও গ্রাহকের অ্যাকাউন্ট খুলতে পারবে না পেটিএম ব্যাঙ্ক। কোনও গ্রাহককে যোগ করা যাবে তাদের ব্য়াঙ্কিং পরিষেবায়।
আরবিআই টুইট করে জানিয়েছে, ব্যাঙ্কিং নিয়ন্ত্রণ আইমন ১৯৪৯-র ৩৫ নম্বর ধাকায় পেটিএম পেমেন্টস ব্যাঙ্কের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। দেশের শীর্ষ ব্যাঙ্কের বিবৃতিতে বলা হয়েছে, পেটিএম পেমেন্টস ব্যাঙ্ককে নিরপেক্ষ অডিট সংস্থা নিয়োগ করে কর ব্যবস্থার হিসেবনিকেশ করতে হবে।
২০১৭ সালের মে মাসে ব্যাঙ্কিং লাইসেন্স পেয়েছিল পেটিএম ব্যাঙ্ক। এনিয়ে দ্বিতীয়বার তাদের বিরুদ্ধে পদক্ষেপ করল আরবিআই। ২০১৮ সালের অগাস্টে গ্রাহকদের নো ইওর কাস্টমার বা কেওয়াইসি বিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছিল। ২০১৮ সালে একটি সংবাদমাধ্যমের রিপোর্টে দাবি করা হয়েছিল, পেটিএম ব্যাঙ্কের সঙ্গে মূল সংস্থা ওয়ান৯৭ কমিউনিকেশনের সম্পর্কে খুশি নয় আরবিআই।
আরও পড়ুন- সস্তা হল ফ্ল্যাট, গাড়ি কিনলে কর মকুব, আর কী আছে বাংলার বাজেটে?