Advertisement

RBI New Notes: গান্ধীকে সরিয়ে নোটে রবীন্দ্রনাথ-কালামের ছবি? জবাব আরবিআই-র

ব্যাঙ্কনোটে রবীন্দ্রনাথ ঠাকুর ও প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আবদুল কালামের ছবি ব্যবহার নিয়ে আলোচনা শুরু করেছে আরবিআই। মহাত্মা গান্ধীর পাশাপাশি আরও মনীষীদের ছবি রাখার কথা ভাবা হচ্ছে বলে দাবি করেছিল বিভিন্ন সংবাদমাধ্যম।

ব্যাঙ্ক নোটে কালাম-রবীন্দ্রনাথ নয়, জানাল আরবিআই।  ব্যাঙ্ক নোটে কালাম-রবীন্দ্রনাথ নয়, জানাল আরবিআই।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 06 Jun 2022,
  • अपडेटेड 5:05 PM IST
  • নোটে রবীন্দ্রনাথ-কালামের ছবি নিয়ে জল্পনা।
  • দেশে শীর্ষ ব্যাঙ্ক স্পষ্ট করে দিয়েছে, নোটে কোনও বদল হচ্ছে না।  

ভারতীয় নোটে এবার রবীন্দ্রনাথ ঠাকুর ও এপিজে আব্দুল কালামের ছবিও দেখা যেতে পারে বলে দাবি করেছে বেশ কয়েকটি সংবাদমাধ্যম। ওই খবর ভুল বলে সোমবার জানিয়ে দিল রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া (RBI)। দেশের শীর্ষ ব্যাঙ্ক স্পষ্ট করে দিয়েছে, নোটে কোনও বদল হচ্ছে না।  

আরবিআই সূত্র উদ্ধৃত করে বিভিন্ন সংবাদ মাধ্যম দাবি করেছিল, ব্যাঙ্কনোটে রবীন্দ্রনাথ ঠাকুর ও প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আবদুল কালামের ছবি ব্যবহার নিয়ে আলোচনা শুরু করেছে আরবিআই। মহাত্মা গান্ধীর পাশাপাশি আরও মনীষীদের ছবি রাখার কথা ভাবা হচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্রের নোটে এমন চল রয়েছে। দাবি করা হয়েছিল, সিকিউরিটি প্রিন্টিং অ্যান্ড মিন্টিং করপোরেশন অব ইন্ডিয়ার সঙ্গে একপ্রস্থ কথাবার্তাও সেরেছেন আরবিআই কর্তারা। আইআইটি দিল্লির সাম্মানিক অধ্যাপক দিলীপ টি শাহানির কাছে দু'টি নোটের নমুনা পাঠিয়েছিল ওই সংস্থা। অধ্যাপককে দু'টির মধ্যে থেকে একটি সেট বেছে নিতে বলা হয়। পরে সরকার চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। 

গোটা জল্পনায় জল ঢেলে আরবিআই একটি সংক্ষিপ্ত বিবৃতিতে জানিয়েছে, সংবাদ মাধ্যমের একটি অংশ দাবি করেছে মহাত্মা গান্ধীর ছবির পরিবর্তে নোট ও মুদ্রায় অন্যান্য ব্যক্তিত্বের ছবি রাখা হবে। এমন কোনও পরিবর্তনের কথা ভাবা হচ্ছে না।

আরও পড়ুন

অতীতেও জল্পনা

মার্কিন ডলারের ডলারের (USD)বিভিন্ন নোটে মার্কিন মনীষীদের ছবি বিদ্যমান। সেই ধাঁয়েই ভারতে গান্ধীজি ছাড়া অন্যান্যদের ছবিও নোটে রাখার দাবি উঠেছে। তবে তার বিরোধিতাই করেছে আরবিআই। সদ্য নেতাজির ছবি নোটে রাখার দাবি কলকাতা হাইকোর্টে দায়ের হয়েছিল জনস্বার্থ মামলা। ওই মামলায় আদালত জানিয়েছিল, দেশের স্বাধীনতায় অনেকেই আত্মহুতি দিয়েছেন। সবার ছবি রাখার দাবি উঠলে তার শেষ থাকবে না।         


Advertisement
Read more!
Advertisement
Advertisement