Advertisement

RRP Semiconductor Stock: ১৫ টাকা হল ৯,৪৭৮! মাত্র ১৮ মাসে কোটিপতি করল এই স্টক

এই তো গতবছর পর্যন্তও RRP Semiconductor সংস্থাটার নাম খুব কম মানুষই জানতেন। কিন্তু সেই অপরিচিত স্টকই আজ সকলের মুখে মুখে। কারণ, গত ১৮ মাসে বিনিয়োগকারীদের বাম্পার রিটার্ন দিয়েছে সংস্থাটি। এই স্বদেশি সংস্থার শেয়ারের দাম ৬৩০০০ শতাংশ বেড়েছে। হ্যাঁ, ঠিকই পড়ছেন, ৬৩০০০ শতাংশ বৃদ্ধি। আর এই সংস্থাকেই ভারতের Nvidia বলা হয়। যদিও এখনও পর্যন্ত এই সংস্থা একটা চিপও বিক্রি করেনি। তাও এই কোম্পানিকে নিয়ে তুঙ্গে রয়েছে বিনিয়োগকারীদের আগ্রহ।

RRP Semiconductor স্টকের দাম বাড়ল অনেকটাRRP Semiconductor স্টকের দাম বাড়ল অনেকটা
Aajtak Bangla
  • কলকাতা,
  • 23 Oct 2025,
  • अपडेटेड 4:41 PM IST
  • ১৮ মাসে বিনিয়োগকারীদের বাম্পার রিটার্ন দিয়েছে সংস্থাটি
  • স্বদেশি সংস্থার শেয়ারের দাম ৬৩০০০ শতাংশ বেড়েছে
  • এই সংস্থাকেই ভারতের Nvidia বলা হয়

এই তো গতবছর পর্যন্তও RRP Semiconductor সংস্থাটার নাম খুব কম মানুষই জানতেন। কিন্তু সেই অপরিচিত স্টকই আজ সকলের মুখে মুখে। কারণ, গত ১৮ মাসে বিনিয়োগকারীদের বাম্পার রিটার্ন দিয়েছে সংস্থাটি। এই স্বদেশি সংস্থার শেয়ারের দাম ৬৩০০০ শতাংশ বেড়েছে। হ্যাঁ, ঠিকই পড়ছেন, ৬৩০০০ শতাংশ বৃদ্ধি। আর এই সংস্থাকেই ভারতের Nvidia বলা হয়। যদিও এখনও পর্যন্ত এই সংস্থা একটা চিপও বিক্রি করেনি। তাও এই কোম্পানিকে নিয়ে তুঙ্গে রয়েছে বিনিয়োগকারীদের আগ্রহ।

ইন্ডিয়া টুডে-এর রিপোর্ট অনুযায়ী, অনেক ছোটখাট বিনিয়োগকারী এই সংস্থাকে ভারতের Nvidia বলে ডাকে। এর তুলনাও করেন বিশ্বের অন্যতম সেরা চিপ প্রস্তুতকারী সংস্থা Nvidia-এর সঙ্গে। কিন্তু তাই বলে আবার আজই এই সংস্থায় বিনিয়োগ করে বসবেন না। তার আগে নিজের অর্থনৈতিক পরামর্শদাতার সঙ্গে কথা বলুন। তিনি কী বলছেন দেখুন। তারপর না হয় ভেবে দেখবেন।

কীভাবে উত্থান হয় শেয়ারের?

২০২৪ সালের RRP Semiconductor শেয়ারের দাম ছিল ১৫ টাকা। সেই সময় এই পেনি স্টকের দিকে কেউ ফিরেও তাকায়নি। তবে ভাগ্যের পরিহাস দেখুন। ২০২৫ সালের অক্টোবর মাসে এই শেয়ারের দাম গিয়ে পৌঁছে গিয়েছে ৯৪৭৮ টাকায়। হিসেব বলছে, ১৮ মাসে ৬৩০০০ শতাংশ বেড়েছে এই শেয়ারের দাম। আর এই বৃদ্ধিই সকলকে অবাক করে দিয়েছে।

বিশেষজ্ঞরা বুঝতেই পারছেন না কেন এই সংস্থার শেয়ারের দাম এতটা বাড়ছে। কারণ, এই সংস্থা এখনও পর্যন্ত কোনও লাভ করেনি। শুধু তাই নয়, কোনও সেলও নেই সংস্থার। কিন্তু তারপরও বেড়েই চলেছে শেয়ারের দাম। থামার কোনও লক্ষণই নেই।

RRP Semiconductor-এর শুরু কবে?

RRP Semiconductor সংস্থাটি তৈরি হয়েছে ১৯৮০ সালে। তখন এই সংস্থার নাম ছিল GD Trading & Agencies Limited। তবে ২০২৫ সালের মে মাসে এই সংস্থার নিজের নাম বদলে ফেলে RRP Semiconductor করে নেয়।

Semiconductor নিয়ে কাজ শুরু করছে

আগে স্টক, ইক্যুয়েটি ইনভেস্টমেন্ট এবং ট্রেডিং নিয়ে কাজ করত এই সংস্থা। তবে বর্তমানে এই সংস্থাটি Semiconductor-এর ব্যবসায় প্রবেশ করছে। কোম্পানিটি সেমিকনডাক্টর তৈরির প্ল্যান্টও তৈরি করছে। এই কারখানায় তৈরি হবে স্বদেশি চিপ। যদিও সংস্থাটি এখনও কোনও চিপ তৈরি করেনি। ফলে বিক্রি এবং লাভের কোনও প্রশ্নই নেই।

Advertisement

দ্রুত গতিতে বেড়েছে

এই স্টক নিয়ে এখনও আলোচনা তুঙ্গে। মাত্র ১৮ মাসে RRP Semiconductor-এর বোম্বে স্টক এক্সচেঞ্জে এর মার্কেট ক্যাপ শূন্য থেকে ১২,৭৫০-এ পৌঁছে গিয়েছে।

 

Read more!
Advertisement
Advertisement