অনেকেই মনে করেন চাষাবাদে একেবারেই লাভ নেই। সেই কারণে বর্তমান প্রজন্ম তো চাষাবাদ থেকে কার্যত মুখ ফিরিয়ে নিয়েছেন। কিন্তু, যদি আপনি সঠিক জিনিস চাষ করেন তাহলে কোটিপতি হতে পারবেন। চন্দনের চাষ। এই গাছের চাষ যদি আপনি করতে পারেন তাহলে লাখপতি নয়, হতে পারবেন কোটিপতি।
বিশ্বজুড়ে চন্দনের চাহিদা ব্যাপক। চাহিদার তুলনায় এর জোগানে ঘাটতি রয়েছে। সেই কারণে এই গাছের দাম অনেক বেশি। আর এই গাছ থেকে যে কাঠ পাওয়া যায়, তা থেকে আয়ুর্বেদিক নানা ওষুধ, ক্রিম ইত্যাদি তৈরি হয়। আবার পুজোর কাজেও চন্দন কাঠের চাহিদা বেশ ভালোই। অর্গানিক পদ্বতিতে এর চাষ করলে ১০-১৫ বছর সময় লাগতে পারে। তবে যদি আপনি সম্পূর্ণ প্রাকৃতিকভাবে চাষ করেন তাহলে ২০-২৫ বছর পরে গাছ কাটতে পারবেন।
গাছ বিশেষজ্ঞরা জানিয়েছেন, এই গাছে বিভিন্ন পশু-পাখি হামলা করতে পারে। তাই সেদিকটা খেয়াল রাখতে হবে। আর বালিমাটি ও বরফ ছাড়া যে কোনও জায়গাতে এই গাছ লাগানো যেতে পারে। অর্থাৎ যদি বড় জমি থাকে, তাহলে আপনিও এর চাষ করতে পারবেন।
কীরকম দাম এই গাছের কাঠের ?
যখন এই গাছ বেশ বড় হয়ে যায়, তখন এখান থেকে প্রায় ১৫ থেকে ২০ কেজি কাঠ পাওয়া যায়। যার প্রতি কেজিক দাম ৩ থেকে ৫ হাজার টাকা। আবার ১০ হাজার টাকা কেজি দরেও এই কাঠ বিক্রি হয়।
এক হেক্টর জমিতে এই চাষ করতে বছরে খরচ হতে পারে ২৫ লাখ টাকা। কিন্তু, তার পরিবর্তে পাওয়া যাবে ১ কোটিরও বেশি টাকা।