Advertisement

SBI Alert: এক মাসে দু'বার! মধ্যবিত্তের গাড়ি-বাড়ির স্বপ্নে ধাক্কা দিল SBI-র সিদ্ধান্ত

অতিসম্প্রতি রেপো রেট ৪০ বেসিস পয়েন্ট বাড়িয়ে ৪.৪ শতাংশ করেছে রিজার্ভ ব্যাঙ্কের আর্থিক নীতি সংক্রান্ত কমিটি।

এসবিআই।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 16 May 2022,
  • अपडेटेड 10:33 PM IST
  • এক মাসে দু'বার বাড়ল লেন্ডিং রেট।
  • বাড়তে পারে মাসিক কিস্তি।

রিজার্ভ ব্যাঙ্ক রেপো রেট বাড়ানোর পর সব ব্যাঙ্কই বাড়িয়েছে লেন্ডিং রেট (MCLR)। সেই পথে হেঁটে লেন্ডিং রেট বাড়িয়েছে এসবিআই। তবে এক মাসও কাটেনি। আরও একবার এমসিএলআর বাড়াল দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক। এ নিয়ে গত ৩০ দিনে দু'বার। গত কয়েক মাস ধরে টানা মূল্যবৃদ্ধির হার বেড়ে চলেছে। তাতে রাশ টানতে রেপো রেট বাড়িয়েছে রিজার্ভ ব্যাঙ্ক। সেই অনুযায়ী বিভিন্ন ব্যাঙ্কে ঋণের উপর সুদ বাড়াচ্ছে। মহার্ঘ হচ্ছে গৃহঋণের কিস্তি। 

অতিসম্প্রতি রেপো রেট ৪০ বেসিস পয়েন্ট বাড়িয়ে ৪.৪ শতাংশ করেছে রিজার্ভ ব্যাঙ্কের আর্থিক নীতি সংক্রান্ত কমিটি।রিজার্ভ ব্যাঙ্ক যে সুদের হারে বাণিজ্যিক ব্যাঙ্কগুলিকে স্বল্পমেয়াদি ঋণ দেয় সেটাকেই বলে রেপো রেট। রেপো বাড়ার ফলে বাড়ি-গাড়ির জন্য নেওয়া ব্যাঙ্ক ঋণের সুদের হারও বেড়েছে।

এবার ঋণের তহবিল সংগ্রহের খরচের উপর হিসাব কষা সুদের হার ১০ বেসিস পয়েন্ট বা ০.১ শতাংশ বাড়িয়ে দিল এসবিআই। ১৫ মে থেকে সুদের নতুন হার কার্যকর হয়েছে। এর আগে ১৫ এপ্রিল থেকে ১০ বেসিস পয়েন্ট বাড়ানো হয়েছিল লেন্ডিং রেট। 

এমসিএলআর-র সঙ্গে প্রত্যক্ষ সম্পর্ক বাড়ি, গাড়ির ঋণে সুদের হার। এর ফলে বাড়ি, গাড়ি ছাড়াও অন্যান্য ঋণের মাসিক কিস্তি আরও বাড়তে চলেছে। এমনিতেই মূল্যবৃদ্ধি জেরে নাজেহাল দশা মধ্যবিত্তের। তার উপরে মাসিক কিস্তি আরও বাড়ছে।     

আরও পড়ুন- কলকাতায় চালু বেসরকারি CNG বাস, ভাড়া নামমাত্র, কোন রুট?

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement