Advertisement

SBI Alert : SBI গ্রাহকদের জন্য বড় খবর, এক মেসেজে ফাঁকা হতে পারে অ্যাকাউন্ট

SBI গ্রাহকদের জন্য সতর্কবার্তা। তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফাঁকা হয়ে যেতে পারে। গ্রাহকদের কাছে যে মেসেজ আসছে, সেখানে বলা হচ্ছে, Yono অ্যাকাউন্টে গ্রাহকরা প্যান নম্বর আপডেট না করলে Yono অ্যাকাউন্টটি বন্ধ করা হবে।

ফাইল ছবি
Aajtak Bangla
  • দিল্লি ও কলকাতা ,
  • 21 Feb 2023,
  • अपडेटेड 3:58 PM IST
  • SBI গ্রাহকদের জন্য সতর্কবার্তা
  • তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফাঁকা হয়ে যেতে পারে

SBI গ্রাহকদের জন্য সতর্কবার্তা। তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফাঁকা হয়ে যেতে পারে। প্যান কার্ড আপডেটের নামে অনেক গ্রাহকের কাছেই মেসেজ আসছে। আর তাই হল প্রতারণার ফাঁদ। সেই ফাঁদে পা দিলেই ফাঁকা হয়ে যাবে অ্যাকাউন্ট।  

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ইতিমধ্যেই জানিয়েছে, গ্রাহকদের কাছে তাদের তরফ থেকে এরকম কোনও মেসেজ পাঠানো হচ্ছে না। 

গ্রাহকদের কাছে যে মেসেজ আসছে, সেখানে বলা হচ্ছে, Yono অ্যাকাউন্টে গ্রাহকরা প্যান নম্বর আপডেট না করলে Yono অ্যাকাউন্টটি বন্ধ করা হবে। এই দাবি সোশ্যাল মিডিয়ায় খুব ভাইরাল হয়েছে। একই সঙ্গে একটি  লিঙ্কও পাঠানো হচ্ছে। সেখানে এও বলা হচ্ছে, সেই লিঙ্ক ক্লিক করলেই আপডেট হয়ে যাবে।  আর SBI Yono অ্যাকাউন্টে তাদের প্যান নম্বর আপডেট না করলে অ্যাকাউন্ট ব্লক বা বন্ধ হয়ে যাবে। তবে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফে সাফ জানানো হয়েছে, এমন কোনও মেসেজ গ্রাহকদের ব্যাঙ্কের তরফে পাঠানো হচ্ছে না। 

আরও পড়ুন : কংগ্রেস ছাড়ছেন কৌস্তভ? 'ওই দলে ওঁর শ্বাসকষ্ট হচ্ছে'; কটাক্ষ দেবাংশুর

এদিকে প্রেস ইনফরমেশন ব্যুরো (PIB) নিশ্চিত করেছে, এই দাবি সম্পূর্ণ মিথ্যা এবং SBI তাদের গ্রাহকদের এমন কোনও মেসেজ পাঠায় না। 

প্রসঙ্গত, SBI গ্রাহকদের ব্যাঙ্কিং পরিষেবা সহজভাবে দেওয়ার জন্য বিভিন্ন সুবিধা প্রদান করে। সাম্প্রতিক বছরগুলিতে SBI-এর Yono মোবাইল ব্যাঙ্কিং অ্যাপের ব্যবহার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। এতে গ্রাহকরা ঘরে বসেই অ্যাকাউন্ট খুলতে এবং বিভিন্ন ব্যাঙ্কিং লেনদেন করতে পারেন৷ ব্যাঙ্ক গ্রাহকদের সাইবার অপরাধের বিরুদ্ধে সতর্ক থাকতে এবং মোবাইল নম্বর, আধার নম্বর, প্যান কার্ড নম্বর, ক্রেডিট/ডেবিট কার্ড নম্বর এবং OTP-এর মতো ব্যক্তিগত বিবরণ শেয়ার না করার জন্য সতর্ক করেছে।

 

Advertisement

TAGS:
Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement