Advertisement

SBI FD Scheme : বর্ষশেষে SBI-এর ধামাকা স্কিম, মাত্র ৪০০ দিনের বিনিয়োগে বাম্পার সুদ

২০২৩ সাল শেষ হতে হাতে আর মাত্র এক সপ্তাহ বাকি। দেশজুড়ে নতুন বছর ২০২৪-কে স্বাগত জানানোর প্রস্তুতিও শুরু হয়েছে। এরই মধ্য়ে ধামাকা স্কিম স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার। মাত্র ৪০০ দিনের বিনিয়োগে বাম্পার সুদ দিচ্ছে এই ব্যাঙ্ক।

এফ ডি এফ ডি
Aajtak Bangla
  • দিল্লি ,
  • 24 Dec 2023,
  • अपडेटेड 6:18 PM IST
  • ধামাকা স্কিম স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার
  • বাম্পার সুদ দিচ্ছে SBI

২০২৩ সাল শেষ হতে হাতে আর মাত্র এক সপ্তাহ বাকি। দেশজুড়ে নতুন বছর ২০২৪-কে স্বাগত জানানোর প্রস্তুতিও শুরু হয়েছে। এরই মধ্য়ে ধামাকা স্কিম স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার। মাত্র ৪০০ দিনের বিনিয়োগে বাম্পার সুদ দিচ্ছে এই ব্যাঙ্ক। 

এই স্কিমের নাম SBI Amrit Kalash FD Scheme। এই স্কিমে মাত্র ৪০০ দিনের জন্য টাকা বিনিয়োগ করতে হয়। তবে এই বিনিয়োগের সময়সীমা শেষ হতে চলেছে ৩১ ডিসেম্বর ২০২৩-এ। এর আগে, SBI Amrit Kalash-এর সময়সীমা ১৫ অগাস্ট ২০২৩-এ শেষ হয়েছিল। ব্যাঙ্ক ৩১ ডিসেম্বর পর্যন্ তার মেয়াদ বাড়ায়।এখনও পর্যন্ত এই স্কিমের শেষ তারিখ বাড়ানোর বিষয়ে SBI  কোনও বিজ্ঞপ্তি জারি করেনি। অর্থাৎ FD স্কিমে বিনিয়োগ করার জন্য এখন মাত্র ৭ দিন বাকি। 


এই স্কিমে প্রবীণ নাগরিকদের জন্য ৭.৬% সুদ দেওয়া হচ্ছে। SBI-এর এই বিশেষ FD স্কিমে, সাধারণ গ্রাহকরা ৭.১% হারে সুদ পান। ব্যাঙ্ক প্রবীণ নাগরিকদের ৭.৬% হারে সুদ প্রদান করছে। এই স্কিমে, পরিপক্কতার সুদ এবং টিডিএস কেটে নেওয়া হয় এবং গ্রাহকের অ্যাকাউন্টে জমা করা হয়। আয়কর আইনের অধীনে প্রযোজ্য হারে TDS ধার্য করা হবে। বিনিয়োগকারীরা এই FD-তে ২ কোটি টাকা পর্যন্ত বিনিয়োগ করতে পারেন। আবার এই স্কিমে সময়ের আগেই টাকা তোলার ব্যবস্থা আছে। অর্থাৎ আপনি মেয়াদপূর্তির তারিখের আগে টাকা তুলতে পারবেন। 

SBI-এর তরফে জানানো হয়েছে, এই স্কিমে বিনিয়োগ করার জন্য আলাদা কোনও প্রোডাক্ট কোডের প্রয়োজন নেই। এতে আপনি Yono ব্যাঙ্কিং অ্যাপ ব্যবহার করতে পারেন। 

এই এফডি স্কিমের অধীনে, অ্যাকাউন্টধারীরা মাসিক, ত্রৈমাসিক, অর্ধবার্ষিক এবং বার্ষিক ভিত্তিতে তাদের সুদ পেতে পারেন৷ TDS থেকে কাটা সুদ গ্রাহকের অ্যাকাউন্টে জমা হবে। আপনি আয়কর (IT) নিয়ম অনুযায়ী কর কর্তনের ছাড়ের অনুরোধ করতে ফর্ম 15G/15H ব্যবহার করতে পারেন। 

প্রকল্পের অধীনে, ১৯ বছর বা তার বেশি বয়সের নাগরিকরা তাঁদের অ্যাকাউন্ট খুলতে পারেন। একটি অ্যাকাউন্ট খুলতে, আপনাকে আধার কার্ড, পরিচয় প্রমাণ, বয়সের পরিচয় প্রমাণ, আয়ের প্রমাণ, বৈধ মোবাইল নম্বর, পাসপোর্ট আকারের ছবি এবং ই-মেইল আইডি প্রয়োজন। অফলাইনে আবেদন করতে আপনাকে SBI শাখায় যেতে হবে।

Advertisement
Read more!
Advertisement
Advertisement