Advertisement

Share Bazar Falls: শেয়ারবাজারে আজ বড় পতন, কোন কোন স্টকের অবস্থা সবথেকে খারাপ?

সোমবার রেড জোনে শেষ করেছিল স্টক মার্কেট। আর আজও খারাপ দশা সেনসেক্স-নিফটির। এ দিন শুরুতেই ৩৬০ পয়েন্ট পড়ে যায় সেনসেক্স। ও দিকে আবার খারাপ শুরু করেছে নিফটিও। এই সূচকও মোটামুটি ১০০ পয়েন্টের নীচে চলে গিয়েছে।

পড়ল শেয়ার বাজারপড়ল শেয়ার বাজার
Aajtak Bangla
  • কলকাতা,
  • 02 Dec 2025,
  • अपडेटेड 2:28 PM IST
  • আজও খারাপ দশা সেনসেক্স-নিফটির
  • এ দিন শুরুতেই ৩৬০ পয়েন্ট পড়ে যায় সেনসেক্স
  • ও দিকে আবার খারাপ শুরু করেছে নিফটিও

সোমবার রেড জোনে শেষ করেছিল স্টক মার্কেট। আর আজও খারাপ দশা সেনসেক্স-নিফটির। এ দিন শুরুতেই ৩৬০ পয়েন্ট পড়ে যায় সেনসেক্স। ও দিকে আবার খারাপ শুরু করেছে নিফটিও। এই সূচকও মোটামুটি ১০০ পয়েন্টের নীচে চলে গিয়েছে।

এ দিনের শুরুতেই খারাপ অবস্থা ব্যাঙ্কিং সেক্টরগুলির। এইচডিএফসি ব্যাঙ্ক এবং আইসিআইসিআই ব্যাঙ্কের শেয়ারের দাম পড়েছে অনেকটা।

সেনসেক্স এবং নিফটি কতটা পড়েছে?

মঙ্গলবার বেশ কিছুটা পড়েছে নিফটি। এ দিন সেনসেক্স ৮৫,৩২১.৫১ পয়েন্টে শুরু করে, যেটা আগের দিনের ক্লোজিং ৮৫,৬৪১.৯০-এর থেকে বেশ কিছুটা কম। আর একটু সময় যেতেই আরও অনেকটা পড়ে যায় বাজার। এটা চলে আসে ৮৫,২৬১ পয়েন্টে। আবার নিফটির দিকে তাকালেও অবস্থা একই। সোমবার এর ক্লোজিং হয় ২৬১৭৫ পয়েন্টে। আর আজ এই সূচক খোলেই ২৬০৮৭ পয়েন্টে। তারপর আরও কমে যায় নিফটি। এটি ২৬০৬৮ পয়েন্টে পৌঁছে যায়। যাতে ক্ষতির বহর বাড়ে বিনিয়োগকারীদের।

কেন পড়ছে শেয়ারবাজার?

এশিয়ান মার্কেটের অবস্থাও আজ খারাপ ছিল। যার ফলে আগেই আভাস ছিল যে বাজার পড়তে পারে। GIFT নিফটিও সেই কারণে ১০০ পয়েন্টের নীচে চলে গিয়েছিল।

এ দিন শুরুতে এশিয়ান পেইন্টস, মারুতি সুজুকি, এনটিপিসি, এসবিআই, ট্রেন্ট মোটের উপর আপ ট্রেন্ডে ছিল। আর অপরদিকে এইচডিএফসি ব্যাঙ্ক, আইসিআইসিআই ব্যাঙ্ক, বাজাজ ফিনসার্ভ, বাজাজ ফিনান্স এবং রিলায়েন্সও আজ রেড জোনে রয়েছে। অর্থাৎ এই শেয়ারগুলিতে টাকা ডুবিয়ে ফেলেছেন বিনিয়োগকারীরা।

ব্যাঙ্কের শেয়ারগুলি খারাপ ফল করেছে

এ দিন এইচডিএফসি ব্যাঙ্ক পড়েছে ১.৫০ শতাংশ, আইসিআইসিআই ব্যাঙ্ক ১.৩০ শতাংশ এবং অ্যাক্সিস ব্যাঙ্ক ১.১০ শতাংশ। তাই এই ব্যাঙ্কের বিনিয়োগকারীদের অবস্থা খুব একটা ভালো নয়। তবে ইয়েস ব্যাঙ্ক, আইডিএফসি ফার্স্ট এই খারাপ বাজারেও উঠেছে।

কোন কোন স্টক নীচে নেমেছে?

আজ ভীষণই খারাপ দশা কয়েকটি অ্যাপের। সেগুলি হল- 

ভিটিএম শেয়ার ৫ শতাংশ, ওয়ার্থের শেয়ার ৪.৯৮ শতাংশ, সিগাচির শেয়ার ৪.৯৫ শতাংশ, এমক্লাউডের শেয়ার ৪.৩০ শতাংশ, হরিওম পাইপের শেয়ার ৩.৬০ শতাংশ পড়েছে।

Advertisement

এছাড়া মিডক্যাপ ক্যাটাগরিতে এমএফএসএল ২.০৫ শতাংশ, নাম ইন্ডিয়া ১.৮০, নিয়াসিএল ১.৮০ শতাংশ, ইউনোমিন্ডা ১.৭০ শতাংশ, এমকিওর ১.৬০ শতাংশ ফল করেছে। 

বিদ্র: এই নিবন্ধটি পড়ে আবার স্টক কিনবেন না বা বিনিয়োগ করবেন না। এটি খবর দেওয়ার এবং শিক্ষার উদ্দেশ্যে লেখা হয়েছে। কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন। এছাড়া নিজেও করুন রিসার্চ। তারপরই স্টকে করুন ইনভেস্ট।


 

Read more!
Advertisement
Advertisement