Advertisement

Russia-Ukraine থেকে সুসংবাদ এলেই রকেট হবে এই ৫ শেয়ার, এখনই কিনে রাখলে হতে পারেন মালামাল

Russia-Ukraine থেকে সুসংবাদ এলেই রকেট হবে এই ৫ শেয়ার, এখনই কিনে রাখলে হতে পারেন মালামাল। জেনে নিন কোন শেয়ার দিতে পারে আপনাকে দারুণ সুযোগ।

রকেটের মতো দ্রুত চড়বে শেয়ার
Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 06 Mar 2022,
  • अपडेटेड 6:07 PM IST
  • Russia-Ukraine থেকে সুসংবাদ এলেই রকেট হবে এই ৫ শেয়ার
  • এখনই কিনে রাখলে হতে পারেন মালামাল
  • টাটা থেকে বাজাজ, অ্যাক্সিস আছে তালিকায়

রুশ ইউক্রেনের মধ্যে যুদ্ধ যদি চলতে থাকে, শেয়ার মার্কেটে উত্থান-পতনও চলতে থাকবে। যুদ্ধের কারণে মার্কেটের সেন্টিমেন্ট এখন অনেকটা Low রয়েছে। অন্যদিকে রাশিয়ার ওপর বিভিন্ন রকম আর্থিক প্রতিবন্ধকতার ইকোনমি একটা বড় ইমপ্যাক্ট তৈরি করছে। এটি লম্বা চলতে থাকলে এর উপর দীর্ঘমেয়াদি প্রভাব পড়বে। এক্সপার্ট এর খবর অনুযায়ী সোমবার শুরু হতে চলা বিজনেস উইকে ভারী উত্থান-পতন লক্ষ্য করা যেতে পারে।

নজরে রাশিয়া-ইউক্রেন

ভোটের ফলাফলে প্রভাব শেয়ারবাজারে নিবেশ যাঁরা করেন তাঁদের লক্ষ্য এখন ইউক্রেন রাশিয়া ক্রাইসিস এর উপর। সঙ্গে সঙ্গে ১০ মার্চ ভোটের উপরও নজর রয়েছে লগ্নিকারীদের। ১০ মার্চ উত্তরপ্রদেশ, উত্তরাখান্ড, গোয়া, পঞ্জাব এবং মণিপুরে বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা করা হবে। এর ফলাফলের উপর নির্ভর করে এই সপ্তাহের শেয়ার মার্কেট চড়াই উতরাই লক্ষ্য করা যাবে।

টাকা কোথা থেকে লগ্নি করবেন?

অনেক অ্যানালিস্ট বলছেন যে শেয়ারবাজারে অর্থলগ্নি করার সঠিক সময়। কিন্তু রিটেল ইনভেস্টরস প্রশ্ন করছেন যে কোন শেয়ারে আপনি  লগ্নি করবেন এটা একটা কঠিন প্রশ্ন। কারণ এই সময়ে ফান্ডামেন্টালিস্ট লগ্নি করা আপনাকে বড় ক্ষতিতে ফেলে দিতে পারে।

এই শেয়ারে লগ্নি করতে পারেন পয়সা

CNI রিসার্জিচ লিঃ এর এমডি কিশোর ওস্তওয়াল জানিয়েছেন, যে উত্থান-পতনের ডামাডোলের সময় ফান্ডামেন্টাল স্টকে পয়সা লাগানো অনেক বেশি সুবিধাজনক এবং লাভজনক হতে পারে তারা এমন সময়ে কিছু স্টকের নাম পরামর্শ দিয়েছেন। যাতে আপনারা লগ্নি করতে পারেন এবং ঝুঁকি তুলনামূলক কম।

Tata Power এই শেয়ার এই সপ্তাহে এক্সপার্টদের ফেভারিট চেয়ার এর কারণ এই শেয়ারে মজবুত ফান্ডামেন্টাল শুক্রবার শেয়ারবাজারের বন্ধ হওয়ার সময়ে এনএসসি তে টাকা পাওয়ার এর 14 এর দাম 221 টাকা 50 পয়সা ছিল

Advertisement

Axis Bank এশিয়ার টপ সিক্স এর মধ্যে রয়েছে এই শেয়ার শুক্রবার লাল নিশান এর সঙ্গে 713 দশমিক 75 টাকা তে বন্ধ হয়েছে যেখানে এক্সপার্টরা আশা করছেন যে আগামী সময়ে এটি ভাল পারফর্ম করতে পারে

Tata Power এই স্টক গত কিছু সময় এক্সপার্টরা ফেভারিট বলে মন্তব্য করেছেন এনালিস্ট এর ঘোষণা অনুযায়ী লঙ্কার মেয়েটি ভালো ফল দেবে এই শেয়ারের দাম শুক্রবার 418 টাকা 40 পয়সা পর্যন্ত ছিল


Nalco যুদ্ধের কারণে অ্যালুমিনিয়ামের দাম চাপ পড়ছে এই কারণে এটি সরকারি কোম্পানির শেয়ারের মূল্য বেড়ে যাওয়ার আশা রয়েছে কোম্পানির শেয়ারের দাম শুক্রবার 123 টাকায় বন্ধ হয়েছে

Bajaj Consumers বাজাজ গ্রুপের কোম্পানির শেয়ারের ভালো রিটার্ন দেওয়া রয়েছে কনজিউমার ইলেকট্রনিক্স সেন্টার আসন্ন সময়ে রকেটের মতো উড়তে পারে শুক্রবার এই শেয়ারের দাম 162 টাকা 30 পয়সা ছিল

এছাড়া  Indusind Bank, Hindustan Copper, Vipul Organics GVK Engeenering, Mahinda and Mahindra Finance-এ লগ্নি করার পরামর্শ দিয়েছেন।

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement