Advertisement

Share Market Down: শেয়ারবাজারে হাহাকার, বিরাট পতন Sensex-Nifty, কত ডুবল লগ্নিকারীদের?

সোমবার, শেয়ার বাজারে বেশ চাঙ্গাই ছিল। সেনসেক্স ও নিফটি—দুই সূচকই সারাদিন সবুজে ছিল। ২০২১ সালের পর একদিনের মধ্যে এত বেশি উত্থান কেউ দেখেনি।। সেনসেক্স বেড়েছিল ২৯৭৫ পয়েন্ট। নিফটি বেড়েছিল ৯১৬ পয়েন্ট। কিন্তু সেই রেকর্ড পর্ব থেমে গেল একদিনের মধ্যেই।

Aajtak Bangla
  • মুম্বই,
  • 13 May 2025,
  • अपडेटेड 11:28 AM IST

সোমবারই উত্থান। মঙ্গলবারেই ফের পতন। সাম্প্রতিক সংঘাত পরিস্থিতির পর ভারতের শেয়ার বাজার কার্যত 'ভোলাটাইল'। 

সোমবার, শেয়ার বাজারে বেশ চাঙ্গাই ছিল। সেনসেক্স ও নিফটি—দুই সূচকই সারাদিন সবুজে ছিল। ২০২১ সালের পর একদিনের মধ্যে এত বেশি উত্থান কেউ দেখেনি।। সেনসেক্স বেড়েছিল ২৯৭৫ পয়েন্ট। নিফটি বেড়েছিল ৯১৬ পয়েন্ট। কিন্তু সেই রেকর্ড পর্ব থেমে গেল একদিনের মধ্যেই।

আজ, মঙ্গলবার, লেনদেন শুরুর কয়েক মিনিট পরেই বাজারে পতন দেখা যায়। প্রথমে সেনসেক্স-নিফটি সবুজ সংকেত দেখালেও কিছুক্ষণের মধ্যেই বাজার রঙ বদলে ফেলে। সেনসেক্স নামতে শুরু করে ৮০০ পয়েন্টেরও বেশি। নিফটি সূচকও পড়ে যায় ২৫০ পয়েন্ট।

নামল টাটা স্টিল-ইনফোসিসের মতো জনপ্রিয় স্টক

যে সব শেয়ার সোমবার হু-হু করে বেড়েছিল, তারাই মঙ্গলবার লেনদেন শুরুর সঙ্গে সঙ্গেই পড়ে যেতে থাকে। টাটা স্টিল, ইনফোসিস—এই দুই স্টকেই পতন দেখা যায় শুরুতেই।

সেনসেক্সে বড় পতন

মঙ্গলবার বিএসই সেনসেক্স শুরু করে আগের দিনের ৮২,৪২৯ পয়েন্টের তুলনায় সামান্য ঊর্ধ্বে। কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই তা ২০০ পয়েন্ট পড়ে যায়। এরপর টানা পতন দেখা যায় সেনসেক্সে। মাত্র ১৫ মিনিটে সূচক নেমে আসে ৮১,৪৮৩-এ। কমে যায় ৮৫০ পয়েন্ট বা ০.৯৫%।

নিফটি

এনএসই নিফটি শুরু করে ২৪,৮৬৪-এ, আগের দিনের ২৪,৯২৪.৭০ থেকে কিছুটা নিচে। সেনসেক্সের মতোই, নিফটিও দ্রুত পড়ে যায় ২৫০ পয়েন্ট। এসে দাঁড়ায় ২৪,৬৭৫-এ।

এই ১০ স্টক বাজার খুলতেই নিম্নমুখী

বড় সংস্থাগুলির মধ্যে ইটারনাল (২%), ইনফোসিস (২%), টিসিএস (১.৩০%), টাটা স্টিল (১.১০%)—এই শেয়ারগুলিতে পড়তি ধারা দেখা গেছে। মিডক্যাপ শেয়ারের মধ্যে UPL পড়েছে ৪%, Paytm ২.৯০% এবং FirstCry ১.৮০%। স্মলক্যাপ স্টকে জেনসল কমেছে ৪.৯৯%, কেফিনটেক ৪.৯০% এবং এথার ৪.৫৬%।

সোমবার ছিল রেকর্ড গেইন

সোমবার ভারত-পাকিস্তান সংঘর্ষ বিরতির খবরে বাজার চনমনে হয়ে ওঠে। বিনিয়োগকারীদের মধ্যে আত্মবিশ্বাস বাড়ে। বিএসই সেনসেক্স এক ঝটকায় ১৫০০ পয়েন্ট উঠে ৮০,৮০৩.৮০-তে শুরু করে এবং দিন শেষে ২৯৭৫.৪৩ পয়েন্ট বা ৩.৭৪% বেড়ে পৌঁছে যায় ৮২,৪২৯.৯০-এ। নিফটিও একইভাবে উত্থানের পথে হেঁটে ৯১৬.৭০ পয়েন্ট বা ৩.৮২% বেড়ে বন্ধ হয় ২৪,৯২৪.৭০-তে।

Advertisement

(বিঃদ্রঃ: শেয়ার বাজারে বিনিয়োগ ঝুঁকিপূর্ণ। বিনিয়োগের আগে বিশেষজ্ঞদের পরামর্শ নিন।)

Read more!
Advertisement
Advertisement