Advertisement

একদিনে লাভ হল ৫০০ টাকা, রকেটের গতিতে দাম বাড়ছে TATA-র এই ২ শেয়ারের

বুধবার সপ্তাহের তৃতীয় দিনে ভারতীয় শেয়ার বাজার বন্ধ হয়েছে রেড জোনেই। তবে একাধিক শেয়ার এদিন বিনিয়োগকারীদের ভরিয়ে দিয়েছে। সেই তালিকায় রয়েছে TATA-দের শেয়ারও। এদিন Tata Elxsi Ltd ও Titan কোম্পানির শেয়ার বিনিয়োগকারীদের মোটা টাকার রিটার্ন দিয়েছে। কোন কোম্পানির শেয়ারের দাম কত বাড়ল? জেনে নেওয়া যাক।

রকেটের গতিতে লাফাচ্ছে TATA-র এই দুটি শেয়াররকেটের গতিতে লাফাচ্ছে TATA-র এই দুটি শেয়ার
Aajtak Bangla
  • দিল্লি,
  • 07 Jan 2026,
  • अपडेटेड 6:17 PM IST
  • বুধবার সপ্তাহের তৃতীয় দিনে ভারতীয় শেয়ার বাজার বন্ধ হয়েছে রেড জোনেই।
  • তবে একাধিক শেয়ার এদিন বিনিয়োগকারীদের ভরিয়ে দিয়েছে।
  • কোন কোম্পানির শেয়ারের দাম কত বাড়ল? জেনে নেওয়া যাক।

বুধবার সপ্তাহের তৃতীয় দিনে ভারতীয় শেয়ার বাজার বন্ধ হয়েছে রেড জোনেই। তবে একাধিক শেয়ার এদিন বিনিয়োগকারীদের ভরিয়ে দিয়েছে। সেই তালিকায় রয়েছে TATA-দের শেয়ারও। এদিন Tata Elxsi Ltd ও Titan কোম্পানির শেয়ার বিনিয়োগকারীদের মোটা টাকার রিটার্ন দিয়েছে। কোন কোম্পানির শেয়ারের দাম কত বাড়ল? জেনে নেওয়া যাক।

Titan-এর শেয়ারের দাম কত বাড়ল?

শেয়ার বাজারে লেনদেন শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই রকেট গতিতে বাড়তে শুরু করেছে Titan কোম্পানির শেয়ার। আজ টাটাদের এই শেয়ারটি ৩.৯৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে। বাজার বন্ধ হওয়ার সময় টাইটান কোম্পানি লিমিটেডের দাম রয়েছে ৪,২৭৩.৯০ টাকা। যা আগের দিন ছিল  ৪১১১.৮০ টাকা। সকাল থেকে Titan-এর শেয়ারের দাম বেড়েছে ১৬২.১০ টাকা।

Tata Elxsi Ltd-এর শেয়ারের দাম কত বাড়ল?

বুধবার Tata Elxsi Ltd-এর শেয়ার লাফিয়ে বেড়েছে। এদিন এই শেয়ারটি ৯.৪৭ শতাংশের রেকর্ড বৃদ্ধি পেয়েছে। শুধুমাত্র একদিনের বিচারেই টাটা এলক্সির শেয়ারে বিনিয়োগকারীরা ৫০৬ টাকা বেড়েছে। বুধবার বাজার বন্ধের সময় Tata Elxsi Ltd-এর শেয়ারটি ৫,৮৫১ টাকায় বন্ধ হয়েছে।

বুধবার টাইটানের শেয়ার খোলার সঙ্গে সঙ্গেই রকেটের মতো বেড়ে গিয়েছে এই শেয়ারটি। দামের এই ঊর্ধ্বগতির জেরে কোম্পানির বাজার মূলধনও অনেকটাই বৃদ্ধি পেয়েছে। গত ৫ বছরে এই শেয়ারটির দাম ২,৭৫৪ টাকা বেড়েছে। যা বিনিয়োগকারীদের ১৭৮ শতাংশ রিটার্ন দিয়েছে। গত এক বছরে টাটার এই স্টকটি ২৩ শতাংশ বেড়েছে।  শেষ এক মাসের মধ্যে টাইটানের শেয়ারের দাম ১৩.৪৬ শতাংশ বেড়েছে। আর শেষ পাঁচ দিনে টাইটানের শেয়ারের দাম ৫.৪৪ শতাংশ বেড়েছে।

ব্যাপক উপার্জন করেছেন রাকেশ ঝুনঝুনওয়ালার স্ত্রী

শেয়ার বাজারের বিগ বুল রাকেশ ঝুনঝুনওয়ালার স্ত্রী রেখা ঝুনঝুনওয়ালা টাইটানের শেয়ারের দাম বৃদ্ধিতে মোটা টাকা লাভ করেছেন। আসলে রেখা ঝুনঝুনওয়ালার টাটা গ্রুপের টাইটান কোম্পানিতে বড় শেয়ার রয়েছে। গত বছরের ৩০ সেপ্টেম্বরের তথ্য অনুসারে এই কোম্পানিতে রেখা ঝুনঝুনওয়ালার শেয়ারের পরিমাণ প্রায় ৫.৩২ শতাংশ। এর আওতায় রেখার পোর্টফোলিওতে ৪৭,২৯৩,৪৭০টি টাইটান স্টক রয়েছে। মঙ্গলবার এই শেয়ারগুলির মোট ভ্যালু ছিল ১৯,৪১৬ কোটি টাকা। যা বুধবার বেড়ে হয়েছে ২০,২১২ কোটি টাকা। অর্থাৎ একদিনের মধ্যেই ৮০০ কোটি টাকারও বেশি আয় করেছেন রেখা ঝুনঝুনওয়ালা।

Advertisement

(বিশেষ দ্রষ্টব্য: শেয়ার বাজাপে বিনিয়োগ বাজারগত ঝুঁকির আওতাধীন। এই প্রতিবেদনে বিনিয়োগ সংক্রান্ত কোনও পরামর্শ দেওয়া হয়নি। তথ্য তুলে ধরা হয়েছে মাত্র। শেয়ার বাজারে বিনিয়োগের আগে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া জরুরি। নিজ দায়িত্বে স্টক মার্কেটে বিনিয়োগ করুন।)
 

 

Read more!
Advertisement
Advertisement