Advertisement

Multibagger Stock: ২৯ পয়সার স্টকে বিনিয়োগ করেই কোটিপতি, ৫ বছরে দাম বেড়েছে ৩৪,৩৫৮.৬২%

অনেকেই মনে করেন স্টক মার্কেট পয়সা ছাপার কল। আর এই কথাটা যে কিছু ক্ষেত্রে সত্যি, সেটা প্রমাণ হয়ে যায় কয়েকটি স্টকের দিকে তাকালেই। এই যেমন স্বদেশি ইন্ড্রাস্ট্রিজের শেয়ারের কথাই ধরুন। এই স্টকটি ৫ বছর আগে মাত্র ২৯ পয়সায় পাওয়া যাচ্ছিল। আর বর্তমানে এই স্টকই হয়ে গিয়েছে টাকা ছাপার মেশিন। ওই সময় যাঁরা ১ লক্ষ টাকা দিয়ে শেয়ার কিনেছিলেন, তাঁরা বর্তমানে মিলিয়নিয়র। তাঁদের হাতে রয়েছে কোটি টাকা।

পেনি স্টকে কোটিপতিপেনি স্টকে কোটিপতি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 05 Nov 2025,
  • अपडेटेड 5:41 PM IST
  • এই স্টকটি ৫ বছর আগে মাত্র ২৯ পয়সায় পাওয়া যাচ্ছিল
  • বর্তমানে এই স্টকই হয়ে গিয়েছে টাকা ছাপার মেশিন
  • ওই সময় যাঁরা ১ লক্ষ টাকা দিয়ে শেয়ার কিনেছিলেন, তাঁরা বর্তমানে মিলিয়নিয়র

অনেকেই মনে করেন স্টক মার্কেট পয়সা ছাপার কল। আর এই কথাটা যে কিছু ক্ষেত্রে সত্যি, সেটা প্রমাণ হয়ে যায় কয়েকটি স্টকের দিকে তাকালেই। এই যেমন স্বদেশি ইন্ড্রাস্ট্রিজের শেয়ারের কথাই ধরুন। এই স্টকটি ৫ বছর আগে মাত্র ২৯ পয়সায় পাওয়া যাচ্ছিল। আর বর্তমানে এই স্টকই হয়ে গিয়েছে টাকা ছাপার মেশিন। ওই সময় যাঁরা ১ লক্ষ টাকা দিয়ে শেয়ার কিনেছিলেন, তাঁরা বর্তমানে মিলিয়নিয়র। তাঁদের হাতে রয়েছে কোটি টাকা।

কোন স্টকে উঠল তুফান?

কথা হচ্ছে Swadeshi Industries and Leasing Limited-এর স্টক নিয়ে। এটি টেক্সটাইল, কপার, ফুড প্রোডাক্ট এবং পিভিসি বোতল তৈরি করে। পাশাপাশি এরা লিসিং সার্ভিস নিয়েও করে কাজ। আর এই স্টকই এখন মাল্টিব্যাগার হিসাবে সামনে চলে এসেছে। জানলে অবাক হয়ে যাবেন, মাত্র ৫ বছরে এই স্টক ৩৪,৩৫৮.৬২ শতাংশ রিটার্ন দিয়েছে। এই সময়ে স্টকের দাম ২৯ পয়সা থেকে ৯৯.৯৩ টাকায় পৌঁছে গিয়েছে। এটাই স্টকটির সর্বোচ্চ দাম।

বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এই স্টকে ৫ বছর আগে, নভেম্বর ৬, ২০২০ তে ২৯ পয়সা প্রতি শেয়ার হিসাবে কেউ যদি ১ লক্ষ টাকা ইনভেস্ট করতেন, তাহলে আজ সেটা দাঁড়াত ৩৪,৪৫৮,০০০ টাকায়। যার অর্থ মাত্র ১ লক্ষ টাকা বিনিয়োগ করে হয়ে যেতে পারতেন কোটিপতি।

রোজই আপার সার্কিট হিট করছে

এই স্টকটি প্রায় রোজই আপার সার্কিট হিট করছে। যার ফলে প্রতিদিনই লক্ষ্মীলাভ হচ্ছে ইনভেস্টরদের। আর এই আপার সার্কিট হিট করার ঘটনাটা শুধু আজ থেকে নয়। বরং বছরের পর বছর ধরেই চলে আসছে। যার ফলে আয় বাড়ছে বিনিয়োগকারীদের।

জানলে অবাক হয়ে যাবেন, গত বছরই এই স্টকের দাম ৩৫০০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এমনকী ৯ গুণ হারে বেড়েছে শেষ ৬ মাসে। তাতেই খুশির হাওয়া বয়ে যাচ্ছে ইনভেস্টরদের মধ্যে।

যদিও এত লাফালেও এই স্টকের মার্কেট ক্যাপিটালাইজেশন খুব কম। এটির মার্কেট ক্যাপিটালেইজশন মাত্র ১০৮ কোটি টাকা। তবে এই ছোট্ট একটা কোম্পানিই অনেক বিনিয়োগকারীদের কোটিপতি করে দিয়েছে।

Advertisement

বিদ্র: তবে এই নিবন্ধটি পড়ে আবার স্টক কিনবেন না। এটি খবর দেওয়ার এবং শিক্ষার উদ্দেশ্যে লেখা হয়েছে। কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন। এছাড়া নিজেও করুন রিসার্চ। তারপরই স্টকে করুন ইনভেস্ট।

Read more!
Advertisement
Advertisement