Advertisement

Top 5 Expensive Shares: একটার দামই ৮০,০০০! এই ৫ শেয়ারই ভারতের সবচেয়ে দামি স্টক

Most expensive stocks In India: বহু মানুষই নিরাপদ বিনিয়োগের জন্য বড় সংস্থার শেয়ার কিনতে পছন্দ করেন। সেই সব শেয়ারের কয়েকটা কিনলেই ১ লক্ষের লগ্নি হয়ে যেতে পারে। ভারতে এমন শেয়ারও রয়েছে, যার একটার দামই ৮০ হাজার টাকা। বড় বিনিয়োগকারীরাই সাধারণত এই ধরনের শেয়ারে লগ্নি করেন।  

একটা শেয়ারের দামই ৮০ হাজার। একটা শেয়ারের দামই ৮০ হাজার।
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 21 Jul 2022,
  • अपडेटेड 11:15 AM IST
  • বহু মানুষই নিরাপদ বিনিয়োগের জন্য বড় সংস্থার শেয়ার কিনতে পছন্দ করেন।
  • ভারতে এমন শেয়ারও রয়েছে, যার একটার দামই ৮০ হাজার টাকা।

স্টক মার্কেটে বিনিয়োগের জন্য বহু মানুষই খোঁজেন পেনি স্টক। কারও কারও অগ্রাধিকার তালিকায় নামীদামী সংস্থার শেয়ার। পেনি স্টকে বিনিয়োগ অনেকটাই ঝুঁকিপূর্ণ। ঠিকঠাক বাজি ধরতে পারলে টাকা দ্বিগুণ বা তার বেশি হতে সময় লাগে না। আবার রাতারাতি ফকিরও হতে পারেন। ফলে বহু মানুষই নিরাপদ বিনিয়োগের জন্য বড় সংস্থার শেয়ার কিনতে পছন্দ করেন। সেই সব শেয়ারের কয়েকটা কিনলেই ১ লক্ষের লগ্নি হয়ে যেতে পারে। ভারতে এমন শেয়ারও রয়েছে, যার একটার দামই ৮০ হাজার টাকা। বড় বিনিয়োগকারীরাই সাধারণত এই ধরনের শেয়ারে লগ্নি করেন।  

১। MRF- ভারতে সবচেয়ে দামি স্টক টায়ার সংস্থা MR। বর্তমানে MRF-এর একটি শেয়ারের দাম ৭৯,৯৯৭ টাকা। গত এক মাসে এই স্টকটি ২১ শতাংশের বেশি রিটার্ন দিয়েছে। অর্থাৎ বর্তমানে, MRF একটি শেয়ার কিনতেই ৮০ হাজার টাকা লগ্নি করতে হবে। এই টাকায় একটা স্কুটি কিনে নেওয়া যায়।  MRF একটি টায়ার নির্মাতা সংস্থা। 

২। Page Industries Share: পেজ ইন্ডাস্ট্রিজ স্টক ভারতের দ্বিতীয় বৃহত্তম স্টক। বর্তমানে এই   শেয়ারের দাম ৪৪,০৬০ টাকা। বড় বড় মিউচুয়াল ফান্ড সংস্থাগুলি এই স্টকে বাজি ধরছে। গত এক বছরে পেজ ইন্ডাস্ট্রিজের স্টক ৩৪ শতাংশ রিটার্ন দিয়েছে।

আরও পড়ুন

৩। Honeywell Automation India Stock- হানিওয়েল অটোমেশন ইন্ডিয়া স্টক ভারতের দামি স্টকের তালিকায় তৃতীয়স্থানে। এই স্টকের দাম বর্তমানে ৩৬,৫০৫ টাকা। গত এক বছরে এই স্টক বিনিয়োগকারীদর হতাশই করেছে। এই সময়ে স্টকের দর পড়েছে প্রায় ১৭ শতাংশ। এই স্টকের ৫২ সপ্তাহের সর্বোচ্চ দাম ৪৭,২৭৫ টাকা। 

৪। 3m India Share- থ্রিএম ইন্ডিয়া দামি স্টকের তালিকায় চার নম্বরে। এই কোম্পানির শেয়ারের বর্তমান দর ২২,৬৭৫ টাকা। বাজার মূলধন ২৫৫ হাজার কোটি। 3m ইন্ডিয়ার স্টক গত এক বছরে ৬ শতাংশ পড়েছে। 

৫। শ্রী সিমেন্ট শেয়ার- দামি স্টকের তালিকায় পাঁচ নম্বরে রয়েছে সিমেন্ট কোম্পানি শ্রী সিমেন্ট। বর্তমানে শ্রী সিমেন্টের একটি শেয়ারের দাম ২০,০০৬ টাকা। এই স্টকটি এক বছরে ২৮ শতাংশ কমেছে। ৫২ সপ্তাহের সর্বোচ্চ দাম ৩১,৪৬৯ টাকা। 

Advertisement

Read more!
Advertisement
Advertisement