Advertisement

Muhurat Trading 2025: আজ মাত্র ১ ঘণ্টা খোলা শেয়ারবাজার, কখন হবে মুহুরত ট্রেডিং?

দীপাবলির দিন বাম্পার লাভের মুখ দেখেছে শেয়ারবাজার। লাফিয়ে বেড়েছে Sensex, Nifty। তবে দীপাবলিতে সারাদিন খোলা থাকলেও আজ আংশিক বন্ধ শেয়ার মার্কেট। দিনের অধিকাংশ সময়ই ট্রেডিং করা যাবে না দালাল স্ট্রিটে। মাত্র ১ ঘণ্টার খোলা থাকবে বাজার। আর সেই সময়কেই মুহুরত ট্রেডিং বলা হচ্ছে। 

মুহুরত ট্রেডিংয়ের সময়মুহুরত ট্রেডিংয়ের সময়
Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 21 Oct 2025,
  • अपडेटेड 7:46 AM IST
  • দীপাবলিতে সারাদিন খোলা থাকলেও আজ আংশিক বন্ধ শেয়ার মার্কেট
  • দিনের অধিকাংশ সময়ই ট্রেডিং করা যাবে না দালাল স্ট্রিটে
  • মাত্র ১ ঘণ্টা খোলা থাকবে বাজার

দীপাবলির দিন বাম্পার লাভের মুখ দেখেছে শেয়ারবাজার। লাফিয়ে বেড়েছে Sensex, Nifty। তবে দীপাবলিতে সারাদিন খোলা থাকলেও আজ আংশিক বন্ধ শেয়ার মার্কেট। দিনের অধিকাংশ সময়ই ট্রেডিং করা যাবে না দালাল স্ট্রিটে। মাত্র ১ ঘণ্টা খোলা থাকবে বাজার। আর সেই সময়কেই মুহুরত ট্রেডিং বলা হচ্ছে। 

কখন হবে মুহুরত ট্রেডিং? 
আজ, অর্থাৎ ২১ অক্টোবর মুহুরত ট্রেডিং করার সুযোগ পাবেন ট্রেডাররা। দুপুর ১টা বেজে ৪৫ মিনিট থেকে ২.৪৫ পর্যন্ত খোলা থাকবে মার্কেট। এই সময় যে কোনও ব্যক্তি চাইলে ট্রেড করতে পারেন। সব ধরনের ট্রেডিংই করা যাবে। 

কেন মুহুরত ট্রেডিং?
দীপাবলিতে সারাদিন খোলা ছিল মার্কেট। তাই আজ মাত্র ১ ঘণ্টার জন্য খোলা থাকবে বাজার। আর এই সময়টায় করা যাবে মুহুরত ট্রেডিং। আসলে হিন্দু মতে দীপাবলি হল শুভ সময়। তাই সেই উপলক্ষে মুহুরত ট্রেডিং করার সুযোগ দিচ্ছে দালাল স্ট্রিট। চাইলে এ দিন অনায়াসে শেয়ার কেনাবেচা করতে পারেন। 

ভলিউম লো থাকতে পারে
মাথায় রাখবেন, মহুরত ট্রেডিংয়ের দিন কিন্তু খুব বেশি মানুষ ট্রেডিং-এ অংশগ্রহণ করবেন না। যার ফলে ভলিউম লো থাকার আশঙ্কা একটা থাকছে। 

বিশেষজ্ঞদের মতে, এ দিন যাঁরা ট্রেড করেন, তাঁরা সাধারণত লং টার্ম ইনভেস্টর। আজ শেয়ার কিনে তাঁরা অনেকদিন পর্যন্ত রেখে দেবেন। তাই তাঁদের ভলিউম নিয়ে চিন্তা করার কিছু নেই। 

গতকাল কোথায় শেষ করে Nifty, Sensex?
দীপাবলিতে বাম্পার চলেছে শেয়ারবাজার। এ দিন শুরু থেকেই লাফিয়েছে শেয়ারের দর। আর সেই ট্রেন্ড শেষ পর্যন্ত ছিল। যার ফলে দিনের শেষে ৪০০ পয়েন্ট বেড়ে ৮৪,৩৬৯-এ শেষ করে Sensex। ও দিকে ১৪০ পয়েন্ট বেড়েছে Nifty-ও। এটি রয়েছে এখন ২৫,৮৫০ পয়েন্টে।

কোন কোন স্টকে হয়েছে লক্ষ্মী লাভ? 
এ দিন বাজারের অধিকাংশ স্টকই উপরের দিকে ছিল। তবে তার মধ্যে উল্লেখযোগ্য হারে বেড়েছে 
Reliance Industries, Bajaj Finserv, Axis Bank, State Bank of India এবং TCS। তাই এই সব স্টকের দিকে আজও থাকবে নজর। 

Advertisement

খারাপ করেছে কোন কোন স্টক?
অন্যদিকে কিছু বড় স্টকের পারফর্মেন্স এ দিন খারাপ ছিল। আর সেই তালিকায় রয়েছে Maruti, Ultra Cement, Tech Mahindra, Hindustan Unilever, Trent ইত্যাদি। এখন দেখার আজ কেমন ফল করে শেয়ারগুলি।

পরিশেষে বলি, এই প্রতিবেদনে কোনও স্টক রেকমেন্ড করা হয়নি। তাই নিজের বুদ্ধি খরচ করেই স্টক কিনুন।


 

 

Read more!
Advertisement
Advertisement