Advertisement

Youtube Rule Change: Youtube Monetization নিয়মে বড় বদল, না জানলে টাকা পাবেন না

অনেকদিন ধরেই এআই ভিডিওর (AI Video) জেরে সমস্যায় পড়তে হচ্ছে ইউটিউব (Youtube) কন্টেন্ট ক্রিয়েটারদের। ভিডিওগুলি যেমন প্ল্যাটফর্মের মান কমিয়ে দিচ্ছে, তেমনই সৎ কনটেন্ট ক্রিয়েটরদের (Content Creator) আয়ের উপরেও প্রভাব ফেলছে। এই সমস্যা মোকাবিলা করতে আসরে নামল ইউটিউব।

ইউটিউব মনিটাইজেশন আপডেটইউটিউব মনিটাইজেশন আপডেট
Aajtak Bangla
  • কলকাতা,
  • 12 Jul 2025,
  • अपडेटेड 4:15 PM IST

অনেকদিন ধরেই এআই ভিডিওর (AI Video) জেরে সমস্যায় পড়তে হচ্ছে ইউটিউব (Youtube) কন্টেন্ট ক্রিয়েটারদের। ভিডিওগুলি যেমন প্ল্যাটফর্মের মান কমিয়ে দিচ্ছে, তেমনই সৎ কনটেন্ট ক্রিয়েটরদের (Content Creator) আয়ের উপরেও প্রভাব ফেলছে। এই সমস্যা মোকাবিলা করতে আসরে নামল ইউটিউব। 

কী ব্যবস্থা নেওয়া হচ্ছে?
জাল এবং কোনও পরিশ্রম ছাড়া বানানো ভিডিয়ও গুলিকে মানিটাইজেশন নীতি থেকে বাদ দেওয়া হবে। এমনটাই জানিয়ে দিয়েছে ইউটিউব। শুধুমাত্র এআই ভয়েসওভার, স্টক ফুটেজ বা আগে থেকে ইউটিউবে থাকা ভিডিওর ক্লিপ ব্যবহার করে এমন ভিডিওগুলি দ্রুত ছড়িয়ে পড়ছে। যদিও এই ভিডিওগুলির মধ্যে কিছু কিছু লক্ষাধিক ভিউ পেয়েছে। তবু এতে মৌলিকত্ব এবং মানবিক সৃজনশীলতার অভাব রয়েছে। ইউটিউব এখন এই ধরনের ভিডিওগুলির বিরুদ্ধে ব্যবস্থা নিতে চলেছে।

চ্যানেলের মানিটাইজেশন নিয়মে বদল 
চ্যানেলকে মানিটাইজ করতে হলে আপনার ১০০০ এর বেশি সাবস্ক্রাইবার থাকতে হবে। এ ছাড়াও, চ্যানেলটির ১২ মাসে ৪০০০ জনসাধারণের দেখার ঘন্টা অথবা ৯০ দিনে ১ কোটি শর্টস ভিউ থাকতে হবে। তবে, এখন শর্ত শুধু এই নয়, আপনার কন্টেন্টটি মৌলিক এবং খাঁটি হতে হবে। অনেক কনটেন্ট ক্রিয়েটর আশঙ্কা করছেন যে এই নিয়মগুলি তাদের ভিডিওর আয়ের উপরে প্রভাব ফেলবে। তবে ইউটিউবের এডিটোরিয়াল অ্যান্ড ক্রিয়েটর লিয়াজোঁ হেড রেনে রিচি জানিয়েছেন, এটি কেবল একটি ছোট এবং স্পষ্ট পরিবর্তন যাতে নিয়মগুলি আরও স্পষ্টভাবে প্রয়োগ করা যায়।

তিনি আরও স্পষ্ট করে বলেন যে রিয়েকশন ভিডিও বা ট্রান্সফর্মেটিভ ভিডিওর উপরে এর কোনও প্রভাব পড়বে না। রিচি জানান যে এটি কোনও নতুন নিয়ম নয়। পুনরাবৃত্ত এবং ব্যাপকভাবে উৎপাদিত সামগ্রী আগে মানিটাইজেশনের জন্য অযোগ্য ছিল। 

কবে থেকে চালু হবে এই নিয়ম?
ইউটিউবের নতুন এই নিয়ম চালু হবে ১৫ জুলাই থেকে। অর্থাৎ এরপর থেকে এআই ভিডিও ব্যবহার করলে মানিটাইজেশন পাওয়া যাবে না। 

Read more!
Advertisement
Advertisement