Advertisement

শিক্ষা-দীক্ষা

Bank Note Press Recruitment: টাঁকশালে চাকরির সুযোগ! মাসিক বেতন ৬৭,৩৯০ টাকা

Aajtak Bangla
  • 05 Mar 2022,
  • Updated 11:23 AM IST
  • 1/9

জুনিয়র টেকনিশিয়ানের পদে ৮১ জনকে নিয়োগ করছে ব্যাঙ্ক নোট প্রেস (Bank Note Press)। টাঁকশালের ইংক ফ্যাক্টরি, প্রিন্টিং, ইলেক্ট্রিক্যাল, আইটি বিভাগের জন্য জুনিয়র টেকনিশিয়ান নিয়োগ করা হচ্ছে। চলুন এই নিয়োগ সম্পর্কে সবিস্তারে জেনে নেওয়া যাক...

  • 2/9

এই নিয়োগে মোট ৮১ শূন্যপদের মধ্যে ইংক ফ্যাক্টরিতে ৬০ জন, প্রিন্টিং বিভাগে ১৯ জন এবং ইলেক্ট্রিক্যাল/আইটি বিভাগের জন্য ২ জনকে নেওয়া হবে।

  • 3/9

ইংক ফ্যাক্টরির ক্ষেত্রে: এনসিভিটির ১ বছরের ন্যাশনাল অ্যাপ্রেন্টিস সার্টিফিকেট সহ ডাইস্টফ টেকনোলজি অথবা পেইন্ট টেকনোলজি অথবা সারফেস কোটিং টেকনোলজি অথবা প্রিন্টিং ইঙ্ক টেকনোলজি অথবা প্রিন্টিং টেকনোলজির রেগুলার কোর্সে আইটিআই সার্টিফিকেট থাকতে হবে।

  • 4/9

প্রিন্টিংয়ের ক্ষেত্রে: লিথো অফসেট মেশিন মাইন্ডার অথবা লেটার প্রেস মেশিন মাইন্ডার অথবা অফসেট প্রিন্টিং অথবা প্লেটমেকিং অথবা ইলেক্ট্রোপ্লেটিং প্রভৃতি প্রিন্টিং ট্রেডে রেগুলার কোর্সে আইটিআই সার্টিফিকেট, এনসিভিটি থেকে ১ বছরের ন্যাশনাল অ্যাপ্রেন্টিস সার্টিফিকেট সহ প্লেটমেকার-কাম-ইমপোজিটর, হ্যান্ড কম্পোজিং-এর রেগুলার কোর্সে আইটিআই কোর্স পাশ হতে হবে।

  • 5/9

ইলেক্ট্রিক্যাল/আইটি-র ক্ষেত্রে: ইলেক্ট্রিক্যাল অথবা ইলেক্ট্রনিক্সে রেগুলার কোর্সে আইটিআই সার্টিফিকেট থাকা প্রার্থীরা এর সঙ্গে এনসিভিটি থেকে ১ বছরের ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট থাকলে এই পদের জন্য আবেদন করতে পারেন।

  • 6/9

বেতন ও বয়সসীমা: উল্লেখিত পদে নিযুক্তরা মাসে ১৮,৭৮০ টাকা থেকে ৬৭,৩৯০ টাকা পর্যন্ত বেতন পাবেন। আবেদনকারীদের বয়স ২৮ মার্চ, ২০২২ তারিখের হিসেবে ১৮ বছর থেকে ২৫ বছরের মধ্যে হওয়া চাই।

  • 7/9

প্রার্থী বাছাই করা হবে কম্পিউটার ভিত্তিক টেস্ট (সিবিটি) এবং স্কিল টেস্টের মাধ্যমে। নির্ধারিত কেন্দ্রে কম্পিউটার ভিত্তিক টেস্ট (সিবিটি) হতে পারে এই বছরের এপ্রিল অথবা মে মাস নাগাদ। প্রতিবন্ধীরা নিজের খরচায় স্ক্রাইব নিতে পারেন।

  • 8/9

পরীক্ষার ফি ৬০০ টাকা। তবে তফশিলি জাতি-উপজাতি, প্রাক্তন সেনাকর্মী অথবা প্রতিবন্ধী প্রার্থীর ক্ষেত্রে এই ফি ২০০ টাকা। পরীক্ষার ফি দিতে হবে ইউপিআই, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড অথবা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে।

  • 9/9

ব্যাঙ্ক নোট প্রেসে (Bank Note Press) নিযুক্তদের কাজ করতে হবে মধ্যপ্রদেশের দেওয়াসে। আবেদন জানাতে হবে ২৮ মার্চের মধ্যে ব্যাঙ্ক নোট প্রেসের (Bank Note Press) অফিসিয়াল ওয়েবসাইট- https://bnpdewas.spmcil.com -এর মাধ্যমে।

Advertisement
Advertisement