Advertisement

শিক্ষা-দীক্ষা

RBI Recruitment: কলকাতার RBI শাখায় ৫৫,৭০০ টাকা মাইনের চাকরি! আজই আবেদনের শেষ দিন

Aajtak Bangla
  • 08 Mar 2022,
  • Updated 11:42 AM IST
  • 1/9

কলকাতার রিজার্ভ ব্যাঙ্কের শাখায় চাকরির সুযোগ রয়েছে আপনার কাছে। তবে আবেদন জানাতে হবে আজকের মধ্যেই। যোগ্য স্নাতক, নিযুক্তদের মাসিক বেতন ২০,৭০০ টাকা থেকে ৫৫,৭০০ টাকা। চলুন এই নিয়োগের খুঁটিনাটি জেনে নিয়ে আজই আবেদন করুন...

  • 2/9

মোট ৯৫০টি শূন্যপদে অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ করছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI)। কলকাতা ছাড়াও গুয়াহাটি, পটনা, ভূবনেশ্বর, মুম্বই সহ দেশের মোট ১৮টি শহরে রিজার্ভ ব্যাঙ্কের শাখায় নিয়োগ করা হবে।

  • 3/9

কলকাতায় ২৬টি আসনে, মুম্বই শাখায় ১২৮টি আসনে, কানপুর লখনউ শাখায় ১৩১টি আসনে আর নয়া দিল্লিতে ৭৫টি আসনে ব্রাঞ্চ অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হবে।

  • 4/9

প্রার্থীদের হিন্দি, বাংলা, ওড়িয়া, অসমিয়া, নেপালি, পাঞ্জাবি সহ মোট প্রায় ১৯টি ভাষায় অন্তত ৫০ শতাংশ নম্বর সহ স্নাতক ডিগ্রি থাকতে হবে।

  • 5/9

এই নিয়োগের ক্ষেত্রে প্রার্থীদের বয়স ১ ফেব্রুযারি, ২০২২ তারিখের হিসাব অনুযায়ী, ২০ বছর থেকে ২৮ বছরের মধ্যে হতে হবে। রিজার্ভ ব্যাঙ্কের ব্রাঞ্চ অ্যাসিস্ট্যান্ট পদে নিযুক্তদের মাসিক বেতন ২০,৭০০ টাকা থেকে ৫৫,৭০০ টাকা।

  • 6/9

এই নিয়োগে প্রার্থী বাছাই করা হবে প্রিলিমিনারি অনলাইন পরীক্ষা, মেন পরীক্ষা আর ল্যাঙ্গেয়েজ প্রোফিসিয়েন্সি টেস্টের মাধ্যমে।

  • 7/9

ইচ্ছুক প্রার্থীদের আবেদন করতে হবে আজ অর্থাৎ ৮ মার্চের মধ্যেই অনলাইনে www.rbi.org.in ওয়েবসাইটের মাধ্যমে। এর জন্য প্রার্থীদের একটি বৈধ ই-মেল আইডি থাকা জরুরি।

  • 8/9

আবেদনের ফি বাবদ প্রার্থীদের ৪৫০ টাকা করে দিতে হবে। তবে তফশিলি জাতি-উপজাতি, প্রতিবন্ধী, প্রাক্তন সেনাকর্মী হলে আবেদনের ফি বাবদ ৫০ টাকা দিতে হবে।

  • 9/9

এই ফি ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে দেওয়া যাবে। এই সংক্রান্ত আরও বিস্তারিত তথ্য পাবেন ওযেবসাইটে অথবা পিডিএফে। 

Advertisement
Advertisement