Advertisement

শিক্ষা-দীক্ষা

BOB Recruitment 2022: ১৫৯ শূন্যপদে নিয়োগ ব্যাঙ্ক অফ বরোদায়, সুযোগ বাংলার স্নাতকদেরও

Aajtak Bangla
  • 01 Apr 2022,
  • Updated 12:04 PM IST
  • 1/8

শতাধিক শূন্যপদে ম্যানেজার নিয়োগ করছে ব্যাঙ্ক অফ বরোদা (Bank Of Baroda)। প্রার্থীদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক। চলুন এই নিয়োগ সম্পর্কে সবিস্তারে জেনে নেওয়া যাক...

  • 2/8

ব্রাঞ্চ রিসিভেবল ম্যানেজার পদে মোট ১৫৯ জন কর্মী নিয়োগ করছে ব্যাঙ্ক অফ বরোদা (BOB)। ৫ বছরের চুক্তির ভিত্তিতে এই নিয়োগ করা হচ্ছে। চলুন এই পদের জন্য কী যোগ্যতা প্রয়োজন, তা জেনে নেওয়া যাক।

  • 3/8

ব্যাঙ্ক অফ বরোদা (Bank Of Baroda) ব্রাঞ্চ রিসিভেবল ম্যানেজার পদে ক্ষেত্রে সংশ্লিষ্ট দায়িত্বের ক্ষেত্রে অন্তত ২ বছরের অভিজ্ঞতা থাকলে এই পদের জন্য এই পদের জন্য আবেদন করা যেতে পারে। 

  • 4/8

যে কোনও শাখার স্নাতক ডিগ্রি থাকা প্রার্থীরা অন্তত ২ বছরের অভিজ্ঞতা থাকলে এই পদের জন্য আবেদন করতে পারেন। প্রার্থীদের বয়স ১ মার্চ, ২০২২ তারিখের হিসেবে ২৩ বছর থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে।

  • 5/8

মোট ১৫৯টি শূন্যপদের মধ্যে পশ্চিমবঙ্গ, সিকিম, আন্দামান নিকোবরের জন্য ৭টি, ওড়িশায় ৭টি, অসমে ৪টি, ত্রিপুরায় ১টি রয়েছে। কোন রাজ্যে কত শূন্যপদ রয়েছে, তার বিস্তারিত বিবরণ পাওয়া যাবে ওয়েবসাইটে/ পিডিএফে।

  • 6/8

প্রার্থী বাছাই করা হবে যোগ্যতা, অভিজ্ঞতা আর ইন্টারভিউয়ের মাধ্যমে। তবে প্রয়োজনে অন্য পদ্ধতিতেও যোগ্য প্রার্থী বাছাই করা হতে পারে। আবেদন করতে হবে ১৪ এপ্রিলের মধ্যে অনলাইনে www.bankofbaroda.in ওয়েবসাইটের মাধ্যমে।

  • 7/8

আবেদনের ফি বাবদ ৬০০ টাকা জমা দিতে হবে। ফি জমা দিতে হবে অনলাইনে। তবে তফশিলি, মহিলা ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে এই ফি ১০০ টাকা। সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের বয়সের ক্ষেত্রেও সরকারি নিয়মে ছাড় রয়েছে।

  • 8/8

আবেদনের ফি জমা দিতে হবে অনলাইনে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ইন্টারনেট ব্যাঙ্কিং ইত্যাদির মাধ্যমে। অনলাইনে ফি জমা দেওয়া হয়ে গেলে ই-রিসিপ্টের প্রিন্ট নিয়ে নেবেন। আরও বিস্তারিত জানতে পারবেন www.bankofbaroda.in ওয়েবসাইটে।

Advertisement
Advertisement