Advertisement

শিক্ষা-দীক্ষা

WBMSC Recruitment 2022: কলকাতা পৌরসভায় শতাধিক কর্মী নিয়োগ করছে, বেতন ১৮০০০ টাকা!

Aajtak Bangla
  • 05 Apr 2022,
  • Updated 4:32 PM IST
  • 1/8

আপনার বয়স কি ১৮ বছর থেকে ৪০ বছরের মধ্যে? বাংলা, ইংলিশ লিখতে ও পড়তে জানলেই কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনে চাকরির সুযোগ রয়েছে আপনার কাছে। চলুন এই নিয়োগ সম্পর্কে সবিস্তারে জেনে নেওয়া যাক...

  • 2/8

কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনে কনজারভেন্সি মজদুর (Conservancy Mazdoor) পদে শতাধিক কর্মী নিয়োগ করা হচ্ছে। নিয়োগ পরীক্ষার মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে। প্রার্থী বাছাইয়ের দায়িত্বে রয়েছে ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন।

  • 3/8

কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনে কনজারভেন্সি মজদুর (Conservancy Mazdoor) পদে মোট শূন্য আসন সংখ্যা ১০৪টি। বাংলা, ইংরাজি ও আঞ্চলিক (হিন্দি, ওড়িয়া, উর্দু ও নেপালি) ভাষায় লিখতে ও পড়তে জানলে আবেদন করা যেতে পারে।

  • 4/8

কর্পোরেশনের কনজারভেন্সি মজদুর (Conservancy Mazdoor) পদের জন্য আবেদনকারীর বয়স ১ জানুয়ারি, ২০২২ তারিখের হিসেবে ১৮ বছর থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে।

  • 5/8

সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন। কর্পোরেশনের কনজারভেন্সি মজদুর পদের মূল বেতন লেভেল-১ অনুযায়ী মিলবে। অর্থাৎ, মাসে ন্যূনতম ১৮,০০০ টাকা।

  • 6/8

প্রার্থী বাছাই করা হবে লিখিত পরীক্ষা ও বাংলা, ইংরাজি বা আঞ্চলিক ভাষার লেখা পড়ার দক্ষতা যাচাই আর ফিল্ড টেস্টের মাধ্যমে। এরপর হবে প্রার্থীর নথিপত্র যাচাই ও ডাক্তারি পরীক্ষার শেষে চূড়ান্ত নিয়োগের তালিকা স্থির করা হবে।

  • 7/8

ইচ্ছুক প্রার্থীরা কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনে কনজারভেন্সি মজদুর (Conservancy Mazdoor) পদের জন্য আবেদন করতে পারবেন ২৪ এপ্রিল পর্যন্ত। আবেদন করতে হবে অলাইনে https://www.mscwb.org ওয়েবসাইটের মাধ্যমে।

  • 8/8

প্রথমে https://www.mscwb.org ওয়েবসাইটের মাধ্যমে রেজিস্ট্রেশন করে প্রার্থীর যাবতীয় নথিপত্রের স্ক্যান কপি আপলোড করে আবেদন করতে হবে। আবেদনের ফি বাবদ ২০০ টাকা অনলাইনে জমা দিতে হবে। তবে তফশিলি ও শারীরিক প্রতিবন্ধী পার্থীদের ক্ষেত্রে আবেদনের ফি ৫০ টাকা।

Advertisement
Advertisement