Advertisement

শিক্ষা-দীক্ষা

ECL Recruitment 2022: HS পাশেই নিয়োগ করছে ইস্টার্ন কোলফিল্ডস, বেতন ৩১,৮৫২ টাকা

Aajtak Bangla
Aajtak Bangla
  • 25 Feb 2022,
  • Updated 5:07 PM IST
  • 1/8

উচ্চমাধ্যমিক অথবা সমতুল্য বোর্ডের পরীক্ষায় পাশ হলে কোল ইন্ডিয়া লিমিটেডের সহায়ক ইস্টার্ন কোলফিল্ডস-এ মোটা বেতনের চাকরি সুযোগ রয়েছে আপনার কাছে। চলুন এই নিয়োগের ক্ষেত্রে আর কী কী শর্ত রয়েছে, তা জেনে নেওয়া যাক...

  • 2/8

মাইনিং সর্দার পদে মোট ৩১৩ জনকে নিয়োগ করছে ইস্টার্ন কোলফিল্ডস লিমিটেড। পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ডের কয়লা খনিগুলিতে T&S গ্রুপ-সি পদে সরাসরি মাইনিং সর্দার নিয়োগ করা হবে।

  • 3/8

উচ্চমাধ্যমিক অথবা সমতুল্য বোর্ডের পরীক্ষায় পাশ প্রার্থীরা এই পদের জন্য প্রাথমিক ভাবে যোগ্য। তবে শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি DGMS-এর দেওয়া বৈধ ‘মাইনিং সর্দারশিপ সার্টিফিকেট অফ কম্পিটেন্সি’, ফার্স্ট এইড সার্টিফিকেট এবং গ্যাস টেস্টিং সার্টিফিকেট থাকলে তবেই এই পদের জন্য আদেবন করা যাবে।

  • 4/8

উল্লেখিত সার্টিফিকেটগুলি ছাড়া DGMS-এর দেওয়া বৈধ ‘মাইনিং সর্দারশিপ সার্টিফিকেট অফ কম্পিটেন্সি’-এর সঙ্গে মাইনিং ইঞ্জিনিয়ারিংয়ের স্বীকৃত ডিপ্লোমা অথবা ডিগ্রি থাকলেও ইস্টার্ন কোলফিল্ডস-এর মাইনিং সর্দার পদে জন্য আবেদন করা যেতে পারে।

  • 5/8

উল্লেখিত পদে ইচ্ছুক প্রার্থীদের বয়স ১৮ বছর বা তার বেশি হতে হবে। নিযুক্তদের মাসিক বেতন ৩১,৮৫২ টাকা। তবে একটি চুক্তিপত্রে সই করতে সম্মতি দিলে তবেই যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হবে। ওই চুক্তিপত্র অনুযায়ী, নিযুক্তরা ৩ বছরের আগে কাজ ছেড়ে দিলে সংস্থাকে ১ লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে।

  • 6/8

প্রার্থী বাছাই হবে কম্পিউটার ভিত্তিক পরীক্ষার মাধ্যমে এবং ইন্ডিপেন্ডেন্ট মেডিকেল এক্সামিনেশনের (IME test) মাধ্যমে। কম্পিউটার ভিত্তিক পরীক্ষা হবে কলকাতা, রাঁচি, ভূবনেশ্বর, দিল্লি, মুম্বই, বিলাশপুর, হায়দরাবাদ কেন্দ্রে।

  • 7/8

আবেদনের ফি বাবদ ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড অথবা নেট ব্যাঙ্কিংযের মাধ্যমে ১,০০০ টাকা দিতে হবে। তফশিলি অথবা প্রাক্তন সেনাকর্মী অথবা মহিলাদের এই ফি দিতে হবে না।

  • 8/8

আবেদন করতে হবে ১০ মার্চের মধ্যে অনলাইনে এই http://www.easterncoal.gov.in ওয়েবসাইটের মাধ্যমে। এরজন্য ইচ্ছুক প্রার্থীদের একটি বৈধ ই-মেল আইডি এবং মোবাইল নম্বর থাকতে হবে।

Advertisement
Advertisement